07/07/2025
🩶 “রাত ২টা বাজে। ঘুম আসছে না।”
একদিকে শিশুর নড়াচড়া, অন্যদিকে প্রস্রাবের চাপ — বারবার উঠে বসি, আবার শুই। মাথায় হাজারো চিন্তা।
আমি কি মা হতে পারব? ওর সব ঠিক আছে তো? ডেলিভারির সময় আমি কেমন করব?
ঘরের আলো নিভে গেলেও আমার ভেতরের আলো নিভছে না — সে আলোয় জ্বলছে শুধু আমার সন্তানের মুখ।
🌙 ঘুমের জন্য সব কিছু করেছি:
গরম দুধ খেয়েছি, বাম দিকে কাত হয়ে শুয়েছি, কোরআন তেলাওয়াত শুনেছি…
তবু ঘুম আসে না।
আসলে ঘুম নয়, এই সময়টুকু আমি অনুভব করি — ওর সাথে আমার একান্ত যোগাযোগ।
ও নড়ে… আমি হাত রাখি পেটে…
আমি বলি, “মা ঘুমাতে পারছে না বাবা, তুইও নিশ্চয়ই জানিস”।
📖 এই যে নিদ্রাহীন রাত — এটা এখন আমার স্বপ্নের প্রস্তুতি।
শিশুকে জন্ম দেওয়ার আগে যেন আমি ধৈর্য, সহ্য আর ভালোবাসায় নিজেকে গড়ে নিচ্ছি।
রাতের অন্ধকারে শুয়ে আমি ভোরের আলো কল্পনা করি…
শুধু ঘুম নয়,
আমি এখন মা হয়ে ওঠার পথে — এক নিঃশব্দ, অথচ গভীর যাত্রায়।
🗣️ সব গর্ভবতী মা যদি জেগে থাকেন রাতে — জানবেন আপনি একা নন। আমরা অনেকেই আছি এই অপেক্ষার ঘুমহীন আলোয়।
#গর্ভবতী_মায়ের_গল্প #ঘুমহীন_রাত #মা_হওয়ার_পথে #ভালোবাসার_জন্ম