Tasnim collection

Tasnim collection Sylhet, Moulvibazar

24/09/2025
তোমাকে প্রথমবার কোলে নেওয়ার পর থেকেই সব বদলে গেছে। আমি এখন শুধু তোমার জন্য বাঁচি, তোমার হাসি দেখাই জীবনের সবচেয়ে বড় পাওয়...
21/09/2025

তোমাকে প্রথমবার কোলে নেওয়ার পর থেকেই সব বদলে গেছে। আমি এখন শুধু তোমার জন্য বাঁচি, তোমার হাসি দেখাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।
নিজেকে যত্নে রাখি, শক্ত করি—কারণ আমি জানি, আমাকে ছাড়া হয়তো সবাই ঠিকই থাকবে, কিন্তু তুমি…....
তুমি ভেঙে পড়বে।
মায়ের জায়গা কেউ নিতে পারে না, তাই আমি চাই পাশে থেকে যেন তোমার প্রতিটা দিন অনুভব করতে পারি। 💜

মা হবার পরের জার্নিটা সহজ করার সবচেয়ে সহজ উপায় হলো “সহমত” পোষণ করা। যে যাই বলুক তাতেই “হয় হয়” করে মাথা নাড়তে থাকবেন ...
11/09/2025

মা হবার পরের জার্নিটা সহজ করার সবচেয়ে সহজ উপায় হলো “সহমত” পোষণ করা। যে যাই বলুক তাতেই “হয় হয়” করে মাথা নাড়তে থাকবেন যাতে অন্তত তার কথা থামে। তারপর আপনার কাছে যেটা সহজ আর সঠিক মনে হবে সেটাই করবেন। ২৪ ঘন্টা বাচ্চা সামলানোর মতো এত স্ট্রেসফুল জবে শুধু শুধু তর্কে জড়িয়ে এনার্জি নষ্ট করার কোন মানেই নাই। হ্যাপি থাকুন। হ্যাপি মাদার মানেই হ্যাপি কিড।

হ্যাপি প্যারেন্টিং ❤️


09/09/2025

একটা সময় খুব চেষ্টা করতাম, সবার কাছে নিজের ইমেজকে বাঁচিয়ে সবাইকে ভালো রাখার। যে যাই বলুক সবার কাছে ভালো হয়ে থাকতাম। কিন্তু এখন যে যাই বলুক আই ডোন্ট কেয়ার।যে আমার মানুষিক শান্তির কারণ হবে,সেই আমার প্রিয়জন। বাকি কাউকে আমি চাই না ,বাকি কাউকে আমি চিনিইনা,চিনার বিন্দু মাত্র প্রয়োজনই নাই.....😎



09/09/2025

রাগী মা হওয়ার জন্য দুঃখিত 🥺

মা হওয়া যতটা সুখের, ততটাই কঠিন। নতুন মা হিসেবে আমরা অনেক স্বপ্ন দেখি—সবসময় হাসি মুখে সন্তানের পাশে থাকব, তার প্রতিটি কান্নায় তাকে জড়িয়ে ধরব, প্রতিটি মুহূর্তকে ভালোবাসায় ভরিয়ে তুলব। কিন্তু বাস্তবতা সবসময় এতটা কোমল হয় না।

কখনও ঘুমহীন রাত, কখনও শরীরের অবসাদ, কখনও চারপাশের চাপ—সবকিছু মিলে একসময় ক্লান্তি এসে ভর করে। তখন হয়তো ছোট্ট একটি দুষ্টুমিতে রাগ বেরিয়ে যায়, হয়তো অযথা একটু উচ্চস্বরে কথা বলে ফেলি। আর পরে যখন তোমার শান্ত চোখে তাকাই, তখন বুকের ভেতরটা হাহাকার করে ওঠে।

প্রিয় সন্তান, তুমি তো দোষ করোনি। তুমি কেবল আমাকে ভালোবাসা শিখিয়ে যাচ্ছিলে, অথচ আমি মাঝে মাঝে সেই ভালোবাসাকে ক্লান্তির আড়ালে ঢেকে ফেলেছি। আমি রাগী মা হওয়ার জন্য দুঃখিত।

তুমি যখন আমার আঙুল চেপে ধরো, তখন বুঝি—তুমি রাগ মনে রাখো না, তুমি কেবল মায়ের ভালোবাসা খুঁজে পাও। আর আমি প্রতিজ্ঞা করি, আগামীকাল আরও ধৈর্যশীল হবো, আরও কোমল হবো। কারণ মা হওয়া মানেই নিখুঁত হওয়া নয়—মা হওয়া মানে প্রতিদিন শেখা, বদলানো, আর তোমার সঙ্গে সঙ্গে বড় হওয়া।

06/09/2025

সত্যি বলতে বাস্তব জীবনের
ভালোবাসা কখনো উপন্যাসের মতো হয় না,,,

আমরা যারা মা ছাড়া মা হই...আমরা OT থেকে বেরিয়েই বাচ্চা পালি। আমাদের ক্ষিদে পায় না, ঘুম পায় না, পিঠ কামড়ায় না, কাঁচা সেলাই...
01/09/2025

আমরা যারা মা ছাড়া মা হই...
আমরা OT থেকে বেরিয়েই বাচ্চা পালি। আমাদের ক্ষিদে পায় না, ঘুম পায় না, পিঠ কামড়ায় না, কাঁচা সেলাইয়ের জায়গা টনটন করে না। আমাদের যত্নের প্রয়োজন পড়ে না, আদরও পায় না।
সবাই বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে
মায়ের খোঁজ পড়ে শুধু বাচ্চার প্রয়োজনে।

মা ছাড়া মা হওয়া আসলে খুব কঠিন কারণ মা হবার পর হঠাৎই মেয়ে হওয়ার চাহিদা খুব বেড়ে যায়।

30/08/2025

Alhamdulillah for everything 🤲

05/08/2025

মা কে ছাড়া মা হওয়া সহজ নয় ! ♥️♥️🥹

27/07/2025

"যে পুরুষ হৃদয় থেকে জীবনসঙ্গিনীকে ভালোবাসে,
তার জীবনে শান্তি যেমন আসে, তেমনি আসে সাফল্যের পথও…"

゚viralシfypシ゚viralシalシ

27/07/2025

স্বামী যখন স্ত্রী কে আগলে রাখে🙂
তখন পৃথিবীর কোনো আঘাত ওই নারীকে স্পর্শ করতে পারে না💜

゚viralシfypシ゚viralシalシ

ছবির এই আপুটা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সাবেক ছাত্রী তার একটা ভিডিও ভাইরাল হয়েছে সে বলেছে আমাদের স্কুল প্রশাসন আজকের এ...
23/07/2025

ছবির এই আপুটা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সাবেক ছাত্রী তার একটা ভিডিও ভাইরাল হয়েছে সে বলেছে আমাদের স্কুল প্রশাসন আজকের এই ঘটনার জন্য দ্বায়ী.
এই স্কুল এই জায়গায় করতে বাধা দিয়েছিলো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে চায়নি যে এই জায়গায় এতো বড়ো একটা স্কুল হোক কারন সে বলেছিল এই জায়গায় এয়ার বেইজ পাশে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাছাড়া এই জায়গায় স্কুল হইলে রাস্তায় যানজট লেগে থাকবে সে এই জায়গায় র‍্যাবের ঘাটি বানাতে চেয়েছিলো,
কিন্তু ওই সময় কিছু শিক্ষক ও স্কুল প্রশাসন আর ছাত্রছাত্রীরা মিলে মানববন্ধন করেছিল এবং শেখ হাসিনাকে বাধ্য করেছিল স্কুলের অনুমোদন দেয়ার জন্য.
( ইশ স্কুলের অনুমোদন যদি না দিত আমরা বাসায় ফিরেনি ট্রমাটাইজ হয়ে যাচ্ছি

© Rajib Khan

Address

Maulvi Bazar
3235

Alerts

Be the first to know and let us send you an email when Tasnim collection posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tasnim collection:

Share