BDPost News

BDPost News সত্য সংবাদে অগ্রগামী

মজলুমনেতা আমীরে জামায়াতকে জড়িয়ে আক্রমণাত্বক ফেইসবুক স্ট্যাটাস দিয়েছেন সাবেক অর্থ মন্ত্রী সাইফুর রহমানের পুত্র ও মৌলভীবাজ...
08/11/2024

মজলুমনেতা আমীরে জামায়াতকে জড়িয়ে আক্রমণাত্বক ফেইসবুক স্ট্যাটাস দিয়েছেন সাবেক অর্থ মন্ত্রী সাইফুর রহমানের পুত্র ও মৌলভীবাজার বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান।

09/10/2024

আমরা জামাতে ইসলামের প্রতিষ্ঠা চাই না, আমরা আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠাতা চাই!

©ড. শফিকুর রহমান

মৌলভীবাজার প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ মৌলভীবাজার প্রেসক্লাবের কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে...
07/10/2024

মৌলভীবাজার প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ

মৌলভীবাজার প্রেসক্লাবের কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে সরওয়ার আহমদ ও সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম শেফুলকে নির্বাচিত করা হয়। শনিবার (৫ অক্টোবর) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। রবিবার (৬ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করা হয়।

প্রেসক্লাবের সহ-সভাপতি পদে মৌসুফ এ চৌধুরী (সম্পাদক, দেশপক্ষ) ও শ ই সরকার জবলু (খবরপত্র), যুগ্ম সম্পাদক পদে হোসাইন আহমদ (যুগান্তর/সিলেটের ডাক/এসএটিভি), সৈয়দ বয়তুল আলী (বাংলাদেশ প্রতিদিন), কোষাধ্যক্ষ পদে মামুনুর রশিদ মহসিন (সম্পাদক, মুক্তকথা), দপ্তর সম্পাদক আবুল হায়দার মো: তরিক (চ্যানেল এস/ঢাকা প্রতিদিন), প্রচার ও প্রকাশনা তুহিন জুবায়ের (ইন্ডিপেনডেন্ট টিভি) ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওমর ফারুক নাঈম (কালবেলা/জাগোনিউজ) কে নির্বাচিত করা হয়।

এছাড়া কার্যকরী সদস্য পদে শাহ অলিদুর রহমান (সময় টিভি), জসিম উদ্দিন (সম্পাদক মনুবার্তা), আব্দুল আজিজ (নয়াদিগন্ত), মিন্টু দেশওয়ারা (ডেইলি স্টার) ও আশরাফ আলী (সিলেট মিরর/ঢাকা পোস্ট) নির্বাচিত করা হয়।

04/10/2024

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সম্মেলনে মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এসেছিলেন। যা আগে কেউ জানতেন না।

বড়লেখা মুহাম্মদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শ্রেণিকক্ষে ধূমপানের অপরাধে বহিষ্কার করায় মাদরাসায় ছাত্রদলের হামলা শ্রেণিকক্...
02/10/2024

বড়লেখা মুহাম্মদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শ্রেণিকক্ষে ধূমপানের অপরাধে বহিষ্কার করায় মাদরাসায় ছাত্রদলের হামলা


শ্রেণিকক্ষে ধূমপানের অপরাধে চার ছাত্রকে সাময়িক বহিষ্কার করার জেরে মৌলভীবাজারের বড়লেখা মুহাম্মদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের বড়লেখা মুহাম্মদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় এই ঘটনা ঘটে।

জানা যায়, শ্রেণিকক্ষে বসে মাদরাসার চার শিক্ষার্থীর ধূমপানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এঘটনায় মাদরাসা পরিচালনা কমিটি চার ছাত্রকে সাময়িক বহিষ্কার করা সিদ্ধান্ত নেয়। বহিষ্কার হওয়া চার শিক্ষার্থী ছাত্রদলের কর্মী হওয়ায় মাদরাসা কমিটির কাছে বিষয়টি বুঝতে যান বড়লেখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম দশ থেকে পনেরো জনকে নিয়ে মাদরাসায় যান। একপর্যায়ে মাদরাসার সাধারণ ছাত্রদের সাথে তাদের কতাকাটাকাটি হলে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়ে মাদরাসায় ভাঙচুর করেন। পরে পুলিশ ও সেনা সদস্যরা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।

বড়লেখা মুহাম্মদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা সূত্রে জানা যায়, হামলাকারী বহিরাগতরা হলেন আরিফুল ইসলাম, শাহরিয়ার ফাহিম, আব্দুল কাদির পলাশ, সাকিব আফনান, সামিদ, আজাদ, জালালসহ আরো অনেকে। তাদের বিরুদ্ধে

মাদরাসার সিনিয়র আরবি প্রভাষক আব্দুল কাদির বলেন, শৃঙ্খলা বিরোধী কাজের জন্য কিছু ছাত্রদের বহিস্কার করা হয়। সেই ঘটনায় কিছু অভিভাবক মাদরাসায় আসেন। তারা আসলে আমরা বলি অধ্যক্ষ জেলা শহরে গেছেন, তিনি আসলে বুঝা যাবে। এঘটনায় তারা মাদরাসার ছাত্রদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। কে কোন রাজনীতি করেন আমরা তো তাদের চিনি না।

বড়লেখা উপজেলার ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়েছি এখানে ছাত্রশিবির অবস্থান করে ফরম কাটাচ্ছে এবং কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। তাই আমরা এসেছিলাম। আসার পর তারা আমাদের উপর হামলা চালালে আমরা পাল্টা হামলা করি।

এবিষয়ে বড়লেখা থানার ওসি মো: আব্দুল কাইয়ুম বলেন, খবর জানার সাথে সাথে আমরা ফোর্স পাঠাই। সেনা সদস্যরাও উপস্থিত ছিলেন। বিষয়টি সবার উপস্থিতিতে বড়লেখা জামায়াতের সেক্রেটারী ফয়ছল আহমদ ও বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ সামাধান করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

01/10/2024

অবশেষে দেখা মিলল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর; সাদা দাড়িতে ঢেকেছে মুখ

নিউজ লিংক কমেন্টে...

01/10/2024
30/09/2024

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরতলির সোনাপুর এলাকা থেকে স্থানীয় দেলওয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-৯। দীর্ঘদিন ধরে তারা ওই বাসায় আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

র‌্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানী কমান্ডার মো: নুরুননবী জানান, আজ বিকাল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার পৌর শহরের সোনাপুর এলাকার আওয়ামীলীগ নেতা মো: দেলওয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সাবেক সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো লাবু তালুকদার’কে আটক করেছে র‌্যাব-৯। সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী মো লাবু তালুকদার কয়েক দিন যাবত গোপনে এখানে আশ্রয় নিয়েছিলেন। তাদের বিরুদ্ধে আইগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে।

26/09/2024

দীর্ঘ পনেরো বছর পর মৌলভীবাজারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাথী সমাবেশে লোকে লোকারণ্য

ভিডিও: শিবিরের প্রচার বিভাগ।

নিউজের নামে অনেক সাধারণ মানুষের থেকে চাঁদাবাজির অভিযোগে ও শিক্ষগত অক্ষতা ও মিথ্যাতথ্যসহ অপেশাদারিত্ব আচরণের কারণে দৈনিক ...
10/09/2024

নিউজের নামে অনেক সাধারণ মানুষের থেকে চাঁদাবাজির অভিযোগে ও শিক্ষগত অক্ষতা ও মিথ্যাতথ্যসহ অপেশাদারিত্ব আচরণের কারণে দৈনিক কালবেলার শ্রীমঙ্গল প্রতিনিধির চাকরি থেকে মনদু বিজয় চৌধুরীকে অব্যহতি দেওয়া হয়েছে

05/09/2024

গত ৩ আগস্ট বিকেলে মৌলভীবাজার শহরের চৌমুহনা স্বাদের সামন থেকে একজন সাধারণ ছাত্র এভাবে তুলে নিয়ে যায় ছাত্রলীগের গু-ন্ডা-রা...
কতটা ভয়াবহ দিন ছিলো...

বন্যা দুর্গত ফেনীর ফুলগাজী উপজেলাধীন দক্ষিণ পৈথারা গ্রামের মাওলানা শাহজাহান একজন হত দরিদ্র আলেম। সামান্য বেতনে ইমামতি কর...
29/08/2024

বন্যা দুর্গত ফেনীর ফুলগাজী উপজেলাধীন দক্ষিণ পৈথারা গ্রামের মাওলানা শাহজাহান একজন হত দরিদ্র আলেম। সামান্য বেতনে ইমামতি করে ৬ জন সদস্যের পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছিলেন। হঠাৎ পাহাড়ি বন্যায় কয়েক মিনিটের মধ্যে ঘরের ধান চাউল এমন কি পাতিল সহ পানিতে ভেসে যায়। একবেলা পাক করার মতো চাউল ও ঘরে অবশিষ্ট ছিলোনা। মাটির তৈরি ঘরটিও মাটির সাথে মিশে যায়। আপাতত মাথা গোঁজার জায়গা ও নেই ছবির ঘরটা তার বসত ঘর। আশা করি কোন সূ হৃদয় বান ব্যক্তি এগিয়ে আসবেন।

29/08/2024

সাকিবের বেলায় বিবেক খুজেন! অথচ দেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে বছরের পর বছর কারাগারে বন্দী রেখেছিলো, তখন তোমাদের বিবেক কোথায় ছিলো.?

Address

Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when BDPost News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share