22/03/2025
জবেই গেটের ধারে যাবে, তখনই একটা গলা ভেসেঁ আসল, শুনছেন একটু দাড়াঁন,,,,,,,,,
রুদ্র: কে আপনি কোন প্রয়োজন, কিছু বলবেন!
বিশাখা: আপনার নামটা কী?
রুদ্র: আমার নাম রুদ্র, আচ্চা আপনি আমার নাম কেন জিজ্ঞাস করলেন।
না এমনিই। এই বলার পর মেয়েটি চলে গেল।
ছেলে ও তার পথে চলে গেল।
কিছুদিন পর উপাসনালয়ে আবার অনুষ্ঠান, সেখানে আবার তাদের দেখা হলো,
মেয়েটিতো ছেলেকে দেখে আগেবাগে জিজ্ঞাসা করল আপনি এসেছেন, আর আপনার মা-বোন কোথায়
ছেলেটি উত্তর দিল মা-বোন চেয়ারে বসে আছেন অনুষ্ঠানের জায়গায়।
মেয়েটি জিজ্ঞাসা করল আপনি কী করেন, ছেলেটি বলল না কিছু না ,কোন কাজে যোগ দেই নাই,
খুজঁতেছি যদি কোন একটা জব পাই তাহলে জয়েন করব। আচ্চা বুঝেচি,,,,,,,
আপনারা কয় ভাই-বোন,,,ছেলে বলল আমরা দুই বোন এক ভাই,,,
ছেলেটি জিজ্ঞাসা করল, আপনার কয় ভাই বোন,, উত্তরে মেয়েটি বলল, আমরা তিন বোন দুই ভাই,,
সেদিনের মতো আবার দেখা তো হলো কিন্তু, তারা তাদের মনের কথা বলতে পারল না,
এভাবে তাদের বেশ কিছুদিন চলে গেল, ছেলেটি সব ভয় ত্যাগ করে একদিন বলেই দিল,
কিন্তু বলবে কী ঘেমে নেয়ে একাকার যেমন ছেলে তেমন মেয়ে,,
হঠাৎ করে ছেলেটি উঠে বলল, আপনি কী কাউকে ভালোবাসেন ,এইকথা শুনে মেয়েটি কী বলবে না বুঝে
লজ্জা পেয়ে সেখান থেকে দৌড় দিল,,ছেলে তো অবাক কিছুই বুঝতে পারল না,,আবারো বেশকয়েকদিন চলে গেল,,
আবার দেখা, মেয়েটি এবার ভেবেছে সে তার মনের কথা বলে দেবে,
ছেলে তো তার প্রিয় মানুষকে দেখে খুব খুশি,,সে কি করল একগুচ্ছ গোলাপ ফুল হাতে নিয়ে হাতটি পিছনে লুকিয়ে
নিয়ে মেয়েটি সামনে গিয়ে এবার মনের ভিতরে সাহস এনে ফুলের গুচ্ছ ওর দিকে বাড়িয়ে দিয়ে বলে দিল
I LOVE YOU আমি আপনাকে ভালোবাসি ,,
আপনি আপনার মনের মাঝে একটু জায়গা দেবেন,,
মেয়েটিও মনের মধ্যে সাহস এনে বলে দিল আমি ও তোমাকে অনেক ভালোবাসি কিন্তু তুমাকে বলতে পারি নি,
এ কথা বলে মেয়েটি ছেলেটির হাত থেকে ফুলের গুচ্ছটি নেয়,ছেলেরা তো একটু এগিয়েই সবটাতে ,, ছেলে চারদিক
তাকিয়ে কাউকে না দেখে সে, তার ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরল, তখন মেয়েটি মেয়েটি লজ্জা পাচ্ছিল কিন্তু
তখন তার থেকে ভাগ্যবান কেউ আর হবে এইভেবে ,,বলে সে ও তার ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরল,,,,
এভাবে শুরু হল তাদের মধুর ভালো বাসা,,বাকিটা কী দিব,আপনারাই বলবেন,
ভুল ক্রটি হলে ক্ষমা করে দিবেন।