মেসেজ - WP

মেসেজ - WP Join me from the page to highlight everything from the past, and share it with everyone.

03/09/2024

হাসতাম না কিতা কানতাম বুঝরাম না

- সাফল্য নাকি ঘরের দরজায় এসে ধরা দেয় 😅- তাহলে আজ কেন সেই সাফল্যের ছোঁয়া পেতে নিজের ঘর ছেড়ে, নিজের শহর ছেড়ে, নিজের দেশ ছে...
26/06/2023

- সাফল্য নাকি ঘরের দরজায় এসে ধরা দেয় 😅
- তাহলে আজ কেন সেই সাফল্যের ছোঁয়া পেতে নিজের ঘর ছেড়ে, নিজের শহর ছেড়ে, নিজের দেশ ছেড়ে কেন আজ অন্য দেশে এসে সাফল্যকে খুঁজতে হয়।
- সাফল্য তাদের ঘরের দরজায় আসে যাদের বাপ, চাচা, মামা, আগে থেকেই সাফল্যের ছায়ায় আছে তাদের দরজায় সাফল্য আসে, আর না হয় যাদের বাপের প্রচুর টাকা আছে তাদের জন্য।
- যদি তারা যোগ্যতা দিয়ে কাজ দিতো তাহলে আজ পরের দেশে এসে এইভাবে গাধার খাটুনি খাটতে হতো না, আর তাদের এই দূর ব্যবহার ও শুনতে হয় তো না।
Best Of Luck সাফল্যের গড়া Bangladesh 🇧🇩🇧🇩
- যদিও নিজেদের দাম এইখানেও নেই নিজের দেশের মাটিতে ও নেই তারপর ও তোমার ভবিষ্যত টা উজ্জ্বলই হোক।😪😪😪

এই স্থানে দাঁড়িয়ে নাকি আমাদের "হযরত মোহাম্মদ (সাঃ)" জুম্মার নামাযের খুৎবা দিয়েছিলেন💔💔দেখা মাত্রই যেন দুনিয়ার কোন কিছুর ক...
19/06/2023

এই স্থানে দাঁড়িয়ে নাকি আমাদের "হযরত মোহাম্মদ (সাঃ)"
জুম্মার নামাযের খুৎবা দিয়েছিলেন💔💔
দেখা মাত্রই যেন দুনিয়ার কোন কিছুর কথাই মাথায় ছিলো না।
কেমন ছিলো সেই সোনালী দিন গুলি,কেমন ছিলো সেই সোনালী মাস গুলি।
যারা সেই সময় উনাকে দেখেও নিজেদের ঈমান মজবুত করতে পারেনি 😪
যারা সেই সময় উনাকে দেখেও নিজেদের সঠিক পথে আনতে পারেনি আজ তারা কতই না অসহায়।
দুনিয়ায় তারা মূল্যবান সম্পদ পেয়েও তারা হারিয়ে ফেলেছে।
হে আল্লাহ আপনি আমাদের সবার ঈমান কে আর মজবুত করে দিন। আমিন

কথা গুলো যখন এমনি থাকে...তার এই কথা গুলো শুনলে মনে হয় ভালোবাসাটা কখনই শেষ হবে না।জানি না কবে আবার শেষও হয়ে যায়।আমাদের সম...
18/06/2023

কথা গুলো যখন এমনি থাকে...
তার এই কথা গুলো শুনলে মনে হয় ভালোবাসাটা কখনই শেষ হবে না।
জানি না কবে আবার শেষও হয়ে যায়।
আমাদের সম্পর্ক ১২ ই সেপ্টেম্বর ২০১৯ এ শুরু
বলতে না বলতে প্রায় ৪ টি বছরের কাছে চলে আসলো।
মিথ্যা কথা দিয়েই শুরু হয়ে ছিলো কথা বলা টা।
তবে আজ এমন জায়গায় ধারালাম সে আমাকে ছাড়া আর কারো কথা ভাবে না।
হয় তো অনেকের মনে হবে এইটা আমার অন্ধ বিশ্বাস, তবে না আমার যত ধরনের পরীক্ষা নেওয়ার দরকার ছিলো সে সব পরীক্ষায় জিৎ টা তার দিকে চলে গেছে।
কখনোও ভাবিনি রিলেশনটাকে এতো দূরে নিয়ে আসতে পারবো।
আমাদের সম্পর্কের পুর কথা কোন এক সময় বলবো।
সবাই দোয়া করবেন সে যেন আমার সাথে থাকার মতো উত্তম ফয়সালা আল্লাহ করে দেন।
আর সম্পর্কে যেন সব সময়ই আমার জন্য এইভাবে টান থাকে ভালোবাসা থাকে।
💔💔💔 FT 💔💔💔

18/06/2023

- "মা" শব্দটা খুবই ছোট।
- কিন্তু এই শব্দে আছে এমন মায়া এমন সুখ আর কোথাও নেই।
- "মা" আজকে তোমার মায়া থেকে অনেক দূর।
- দোয়া করো "মা" আবার যেন তোমার কোলে আসতে পারি।
💔💔 LOVE YOU MAA, 💔💔

17/06/2023

- জীবন সুখে থাকে তখন যখন মায়ের ছোট্ট বাচ্ছাটি ছিলাম 👩‍🍼
- যখন থেকে বড় হওয়া শুরু করলাম তখন জীবনের মায়াটা তখন থেকেই শেষ
- এখন শুধু ঘুমেও টাকা, জেগে থাকলেও টাকা।
- জানি সে কবে ধরা দিব।💷💶💵💴

17/06/2023

- আগের যুগের ভালোবাসা গুলো ছিলো দেখে দেখির মাধ্যমে।👩‍❤️‍👨
- আর এই যুগের ভালোবাসা গুলো ফোন আর মেসেজের মাধ্যমেই প্রকাশ হয়ে যায়।

- কি মনে হয় ভালোবাসা আগের যুগের টা ঠিক ছিলো নাকি এই যুগের টা ঠিক বলে মনে হয়।

17/06/2023

- ভালোবাসাহীন হৃদয়
- সেটা নাকি আবার ভালোবাসা দিয়েই করতে হয় জয়
- আমি জয় হবো কি নাকি জয় হবো না
- গল্প হবে এই নিয়েই

Address

Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেসেজ - WP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মেসেজ - WP:

Share