Science Club Cistarnae

Science Club Cistarnae The science club was established in November 2019 to inspire students' interest in science. Founder- Ruksana Akther, Biology Lover & Learner
(1)

শতভাগ সাফল্য ও ৯ টি A+ নিয়ে সিলেট বিভাগে সেরা মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসা।দাখিল পরীক্ষায় শতভাগ পাস ফলাফল ও ৯...
15/07/2025

শতভাগ সাফল্য ও ৯ টি A+ নিয়ে সিলেট বিভাগে সেরা মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসা।

দাখিল পরীক্ষায় শতভাগ পাস ফলাফল ও ৯ টি A+ নিয়ে সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসা।
দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। প্রিন্সিপাল মাওলানা শেখ মোঃ আব্দুল হকের সভাপতিত্বে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন, মৌলভীবাজার ইসলামিক সোসাইটির চেয়ারম্যান মো. আব্দুল মান্নান এবং ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী।

২০২৫ সালের দাখিল পরীক্ষায় এ মাদরাসা থেকে ৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের সবাই শতভাগ সফলতা অর্জন করেছেন। বিজ্ঞান বিভাগ ৭ জন ও মানবিক বিভাগ ২ জনসহ মোট ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) অর্জন করে।

15/07/2025

নিজেকে ভালোবাসো, ভাবনায় রাখো আলো,
সুখ ছুঁয়ে যাবে একদিন ঠিক, মন থাকবে ভালো।

♦️জীবনে সফলতা মানে শুধু শীর্ষে পৌঁছানো নয়।সফলতা মানে — যখন চারপাশ অন্ধকার, তখনও নিজের মধ্যে আলো জ্বালিয়ে এগিয়ে যাওয়া...
15/07/2025

♦️জীবনে সফলতা মানে শুধু শীর্ষে পৌঁছানো নয়।
সফলতা মানে — যখন চারপাশ অন্ধকার, তখনও নিজের মধ্যে আলো জ্বালিয়ে এগিয়ে যাওয়া।

তুমি যেখানেই থাকো — স্কুলে, বিশ্ববিদ্যালয়ে, শিক্ষকতায়, ঘরে অথবা জীবনের চাপে বিধ্বস্ত — মনে রেখো, তোমার ভেতরে এক অদম্য শক্তি আছে।
এই শক্তি কেউ তোমাকে দেবে না — এটা তোমার নিজের মধ্যেই আছে। শুধু দরকার নিজের ওপর বিশ্বাস আর একটু ধৈর্য।

আমরা যদি গাছ লাগাই, সেটা এক রাতেই ফল দেয় না।
তাকে সময় দিতে হয়, যত্ন নিতে হয়। ঠিক তেমনি, জীবনের সাফল্যও সময় চায়, অধ্যবসায় চায়।

প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ো।
নিজের স্বপ্নের দিকে এক পা, দুই পা এগিয়ে যাও।
আরেকটু পরিশ্রম করো, আরেকটু সাহস রাখো।

মনে রেখো —
🔹 তুমি ব্যর্থ হতে পারো, কিন্তু তুমি ব্যর্থতা নও।
🔹 তুমি আজকে না পারলেও, আগামীকাল পারবে।
🔹 আর যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলে পুরো দুনিয়াও তোমার পাশে দাঁড়াবে।

শেষে বলব —
নিজেকে ছোট মনে কোরো না।
তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো — তুমি কারও অনুপ্রেরণা হতে পারো।
তোমার ছোট্ট একটা চেষ্টাই হয়তো কারও জীবনের আলো হয়ে উঠতে পারে।

তাই থেমে যেও না। সাহস রাখো। এগিয়ে চলো। কারণ তুমি সৃষ্টি হয়েছো জয় করার জন্য, হেরে যাওয়ার জন্য নয়।

ধন্যবাদ।

SSC 2020 Batch Mahdi,Radee, Jim ,Mahin , Ifthi
14/07/2025

SSC 2020 Batch
Mahdi,Radee, Jim ,Mahin , Ifthi

14/07/2025

🌱 “একটি বীজের গল্প”

একবার এক বীজ পড়ে গেল শক্ত পাথরের ফাঁকে। চারপাশে মাটি নেই, পানি নেই, আলোও অল্প। সবাই ভাবল, এই বীজ থেকে কখনও গাছ হবে না। কিন্তু বীজটা হাল ছাড়ল না।

ধীরে ধীরে সে তার শিকড় ছড়াতে শুরু করল—পাথরের ছোট ফাঁক গলে মাটির খোঁজে নামতে লাগল। একদিন বৃষ্টি এলো, কিছু ফোঁটা তার ভাগ্যেও পড়ল। সে সেই জলকে আঁকড়ে ধরল, আলোর জন্য মাথা তুলল।

বছরখানেক পর, সেই পাথরের ফাঁক দিয়ে এক টুকরো সবুজ মুখ তুলল। ধীরে ধীরে সে হয়ে উঠল একটা ছোট গাছ। পথচারীরা থেমে তাকাত, অবাক হতো—এত শক্ত জায়গায় কীভাবে এমন একটা গাছ বেড়ে উঠল?

তখন গাছটা যেন বলতে পারত—
“আমি বড় হয়েছি কারণ আমি হার মানিনি।”



এই গল্পটি আমাদের শেখায়,
👉 পরিস্থিতি যত কঠিন হোক না কেন,
👉 চেষ্টা আর ধৈর্য থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়।

14/07/2025

অসফলতা মানে শেষ না, এটি নতুন শুরুর দরজা।

14/07/2025

যা কিছু আজ কঠিন, একদিন সেটাই হবে তোমার গর্বের গল্প।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন “অফিসসমূহ আঞ্চলিক কার্যালয়/জেলা/উপজেলা/থানা” এবং “সরকারি বেসরকারি শিক্ষা প্রতি...
14/07/2025

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন “অফিসসমূহ আঞ্চলিক কার্যালয়/জেলা/উপজেলা/থানা” এবং “সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ" এর নিজস্ব ওয়েবসাইট তৈরি হালনাগাদকরণ প্রসঙ্গে

13/07/2025

🌺🌺

সরকারি খরচে প্রশিক্ষণ নিন, সাবলম্বী হউন।দক্ষ হয়ে বিদেশ যায়, কারিগরি শিক্ষার বিকল্প নাই।
13/07/2025

সরকারি খরচে প্রশিক্ষণ নিন, সাবলম্বী হউন।

দক্ষ হয়ে বিদেশ যায়, কারিগরি শিক্ষার বিকল্প নাই।

13/07/2025

✨ স্বপ্ন ছোট হোক বা বড় — শুরুটাই সবচেয়ে জরুরি।

SSC 2025 Batch আজ অনেকেই এসেছিল  আমাদের সাথে দেখা করতে । যাদেরকে পেয়েছিলাম,তাদেরই এই স্মৃতি গুলো রেখে দিলাম । সবার জন্য...
13/07/2025

SSC 2025 Batch
আজ অনেকেই এসেছিল আমাদের সাথে দেখা করতে । যাদেরকে পেয়েছিলাম,তাদেরই এই স্মৃতি গুলো রেখে দিলাম । সবার জন্য শুভ কামনা ।

Address

Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Science Club Cistarnae posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share