
15/07/2025
শতভাগ সাফল্য ও ৯ টি A+ নিয়ে সিলেট বিভাগে সেরা মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসা।
দাখিল পরীক্ষায় শতভাগ পাস ফলাফল ও ৯ টি A+ নিয়ে সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসা।
দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। প্রিন্সিপাল মাওলানা শেখ মোঃ আব্দুল হকের সভাপতিত্বে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন, মৌলভীবাজার ইসলামিক সোসাইটির চেয়ারম্যান মো. আব্দুল মান্নান এবং ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী।
২০২৫ সালের দাখিল পরীক্ষায় এ মাদরাসা থেকে ৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের সবাই শতভাগ সফলতা অর্জন করেছেন। বিজ্ঞান বিভাগ ৭ জন ও মানবিক বিভাগ ২ জনসহ মোট ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) অর্জন করে।