Monu News 24

Monu News 24 আশপাশের সকল নিউজ সবার আগে পেতে ফলো করুন Monu News 24 call 01782716040,,,
fayjul haque 01753-220279
(2)

12/06/2025

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বিধ্বস্ত উড়োজাহাজের সব আরোহী নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এই তথ্য জানিয়েছে পুলিশ।
উড়োজাহাজটি আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বৃহস্পতিবার বেলা ১টা ৩৯ মিনিটে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজে মোট ২৪২ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে দুজন পাইলট ও ১০ জন কেবিন ক্রু। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, একজন কানাডীয় নাগরিক এবং সাতজন পর্তুগালের নাগরিক ছিলেন।

মনু নদির পানি ডেঞ্জারাস জুন অতিক্রম করবে আজকে,, সবাই সতর্কে থাকুন
01/06/2025

মনু নদির পানি ডেঞ্জারাস জুন অতিক্রম করবে আজকে,, সবাই সতর্কে থাকুন

27/05/2025

কুলাউড়ায় প্রচন্ড রোদের কারণে রেললাইন বেঁকে গেছে।

আজকে কিছুক্ষণ আগে প্রচন্ড গরমের কারণে লংলা টু কুলাউড়ার মাঝামাঝি সৈয়দবাড়ি এলাকায় রেললাইন হটাৎ বেঁকে যায় যায়।
এবং অপরদিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের চালক রেললাইন বেঁকে যাওয়া দেখতে পারেন এবং ট্রেন ব্রেক করেন যার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনের শত শত যাত্রীরা।

কুলাউড়া টু লংলা স্টেশনের মাঝামাঝি নর্তন সৈয়দ বাড়ীর সামনে। অধিক সূর্যের তাপে রেললাইন অটোমেটিক আকাবাকা হয়ে গিয়েছিল পাহাড়িক...
27/05/2025

কুলাউড়া টু লংলা স্টেশনের মাঝামাঝি নর্তন সৈয়দ বাড়ীর সামনে। অধিক সূর্যের তাপে রেললাইন অটোমেটিক আকাবাকা হয়ে গিয়েছিল পাহাড়িকা এক্সপ্রেস যাওয়ার পরে স্থানীয়দের উদ্যোগ সত্যি প্রশংসনীয়

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে শিশুসহ ৭ বাংলাদেশিকে ফের পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্...
22/05/2025

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে শিশুসহ ৭ বাংলাদেশিকে ফের পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, পুশইনের পর তুতবাড়ি সংলগ্ন এলাকায় স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বিজিবির সদস্যরা ওই সাতজনকে আটক করেন।

আটকদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৩ শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

এ বিষয়ে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক। তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আমরা তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করব।

কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফছার বলেন, বিজিবি আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ১৫ মে একই সীমান্ত এলাকা দিয়ে পুশইনের শিকার হয়ে ১৪ জন বাংলাদেশিকে আটক করা হয়েছিল।

কুলাউড়া'র স্কুল শিক্ষার্থী মাইশা নিখোঁজ, খোজে পেতে সহযোগিতা করুন কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ১৩ বছরের মাইশা জান্নাত...
20/05/2025

কুলাউড়া'র স্কুল শিক্ষার্থী মাইশা নিখোঁজ, খোজে পেতে সহযোগিতা করুন

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ১৩ বছরের মাইশা জান্নাত ইতি (১৮ মে) সকালে স্কুলে যেতে বাড়ি থেকে বেড় হয়। এর পর থেকেই আর কোন সন্ধান পাওয়া যায়নি। স্কুলের খবর নিয়ে জানা যায় সেদিন সে স্কুলেও যায়নি।

ইতি হাজীপুরের কছুমলিপার গ্রামের প্রবাসী ইব্রাহিম মিয়ার মেয়ে। হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
সম্ভাব্য সকল জায়গায় খোঁজেও ইতির কোন সন্ধান পাওয়া যায়নি। হারানোর সময় ইতির গায়ে হিজাব, সেলোয়ার-কামিজ ও সু-জুতা পড়নে ছিলো। তার সন্ধান পেতে দেশবাসী ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন পরিবার। ঘটনার পেক্ষিতে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।

মোবাইল: ০১৯৮৭-৭১৮৫৬৫

কুলাউড়া কমলগঞ্জ সংযোগস্থল সরিষতলায় ৩ ডাকাত আটক,১, বিশাল মল্লিক- পিতা বঙ্কিম মল্লিক, সাং- হিংগাজিয়া, থানা- কুলাউড়া,  ২, শ...
19/05/2025

কুলাউড়া কমলগঞ্জ সংযোগস্থল সরিষতলায় ৩ ডাকাত আটক,

১, বিশাল মল্লিক- পিতা বঙ্কিম মল্লিক, সাং- হিংগাজিয়া, থানা- কুলাউড়া,
২, শাহরিয়ার রিফাত ইফতি, পিতা-মানিক মিয়া, সাং-শিংরাউলি,শমসের নগর, থানা-কমলগঞ্জ, ৩, সৈয়দ শিহাব, পিতা- মৃত সৈয়দ বশির আলি, সাং- শিংড়াউলি,শমসের নগর, সর্ব জেলা- মৌলভীবাজার, গত ১৬/০৫/২০২৫ইং তারিখ ঘটনাস্থল কমলগঞ্জ থানাধীন ০২ নং পতনউষার ইউনিয়নের সরিষতলা সাকিনস্থ পতনউষার রাস্তার মোড়ে রাত অনুমান ১১.৩০ মিনিটের সময় ২ টি মটর সাইকেল যোগে ৫ লক্ষ টাকা ডাকাতি করিয়া নেওয়ার অভিযোগে আটক করা হয় ।

রবিরবাজারের ড্রেনের সমস্যা দির্ঘ দিনের,প্রতি দিন এই বাজারে হাজারো মানুষের চলাচল একটু বৃষ্টির পানিতে তলিয়ে যায় মূল সড়ক এত...
18/05/2025

রবিরবাজারের ড্রেনের সমস্যা দির্ঘ দিনের,
প্রতি দিন এই বাজারে হাজারো মানুষের চলাচল একটু বৃষ্টির পানিতে তলিয়ে যায় মূল সড়ক এতে ভুগান্তি পেতে হয় সাধারণ মানুষের,,, ব্যাবসায়ী ও ক্রেতাদের দির্ঘ্য দিনের দাবী বাজারের ড্রেইন সমস্যার সমাধান ।

পৃথিমপাশা কুলাউড়া ।

31/03/2025

ঈদের দিন আমানিপুর পার্ক

কুলাউড়ায় অ'বৈধ অনুপ্রবেশকালে বিজিবির হাতে ৫ জন আ'ট'ক কুলাউড়ায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৫ ...
24/03/2025

কুলাউড়ায় অ'বৈধ অনুপ্রবেশকালে বিজিবির হাতে ৫ জন আ'ট'ক

কুলাউড়ায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার (২৪ মার্চ) সকালে উপজেলার কর্মধা ইউনিয়নের কুকিঝুড়ি নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- জলিল মিয়া (৫০), সিদ্দেক আলী (৪০) আনোয়ার হোসেন (২৫), তার স্ত্রী মিম আক্তার (১৭) ও শাহিনা আক্তার (১৪)। তারা সবাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার বাসিন্দা।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া। তিনি বলেন, সোমবার সকালের দিকে কুকিঝুড়ি এলাকায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ওই ৫ জন বাংলাদেশে অনুপ্রবেশ করেন।

এ সময় কুলাউড়ার মুড়ইছড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। তিনি আরও বলেন, আটককৃতদের বিকেলে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: গোলাম আপছার জানান, এ ঘটনায় বিজিবি কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেছে। আটককৃতদের ২৫ মার্চ মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

Address

Robirbazar , Kulaura
Maulvi Bazar
3233

Alerts

Be the first to know and let us send you an email when Monu News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Monu News 24:

Share