RJ Abhi Official

RJ Abhi Official Always new content short motivational content & my blog content sharing this pages

Litecoin (LTC) Mining Pool. Received: 0.0001 LTC - Litecoin miner with fully automatic process. Start earning Litecoin n...
19/06/2024

Litecoin (LTC) Mining Pool. Received: 0.0001 LTC - Litecoin miner with fully automatic process. Start earning Litecoin now! Sign up:

Litecoin (LTC) Mining Pool. Litecoin miner with fully automatic process. Start earning Litecoin now! Sign up.

একটি শিক্ষণীয় গল্প, ভালো লাগলে লাইক ও ফলো দিবেন।ছেলে ➤ মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে.? মা ☞ তুই চাইলে আমি কি ন...
13/05/2024

একটি শিক্ষণীয় গল্প, ভালো লাগলে লাইক ও ফলো দিবেন।

ছেলে ➤ মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে.?
মা ☞ তুই চাইলে আমি কি না করতে পারি.?
বল তোর সব কথা আমি রাখবো।
ছেলে ➤ তোমার বৌ'মা বলছিল তোমার বয়স হয়েছে, এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন" আর এই বাড়িটা তো খুব একটা ভালো না।
ছোট ঘুপচি.! তোমার কাশিটাও বেড়ে গেছে, আর ডায়াবেটিস তো আছেই হার্টের সমস্যা ও হাড়ের সমস্যা..... আরো কতো কি.!"

মা ☞ হ্যাঁ রে, মনে হয় আর বেশিদিন....!
ছেলে ➤ আহ্ থামো তো মা" তোমার সব সময় দেখা শোনার জন্য কাউকে রাখতে হবে।
মা ☞ আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে...।
ছেলে ➤ না না ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্র্যাঞ্চে ভর্তি করালে কেমন হয়?
এটাই বলছিল তোমার বৌ'মা ওখানে অনেকে থাকবে তোমার মতোই, তাদের সাথে গল্প করতে পারবে আর এ বাড়িতে তো কেউই নেই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌ'মা অফিসে আর মিঠু তো সারাদিনই স্কুলে।
ওখানে তুমি আরামেই থাকবে মা" এটাই আমার, মানে আমাদের অনুরোধ ছিল।
মা ☞ আচ্ছা তুই চাইলে তাই হবে।
ছেলে ➤ থ্যাংকস মা......।
আচ্ছা কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছো, তোমার ব্যাগ গুছিয়ে রাখবে।

পরের দিন, অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা-ছেলে নীরবতা ভাঙ্গলেন মা.......!

মা ☞ বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে।
ছেলে ➤ মা তুমি ফোন দিয়ে কি করবে? ওখানে ফোন আছে তো।

কিছুক্ষন পরে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামালো, বেশ কিছুক্ষণ নিরব থেকে এবার ছেলে বলে উঠলো।

ছেলে ➤ নামো মা, এটাই তো ওই বৃদ্ধাশ্রম..!! বলেছিলাম না তোমার পছন্দ হবে, তোমার জন্য দোতালার দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি।

টিং ডং টিং ডং (দরজা খুললো)
ছেলের-বউ-নাতী ➤ হ্যাপি বার্থ ডে টু ইউ…! হ্যাপি বার্থ ডে টু ইউ 'মা'…!…!…!

দরজা খুলতেই চমকে গেলেন মা" আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌ'মা কেক নিয়ে দাঁড়িয়ে আছে, এতো বেলুন আগে কখনো দেখেননি ভদ্রমহিলা।
এতো আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায় নি, আরে ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে, ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা।

মেয়েরা ∞ হ্যাপি বার্থ ডে মা।
মা ☞ তুই অনেক বড় হয়ে গেছিস (মা কান্না ভেজা কন্ঠে) কিন্তু, এটা কার ঘর…?

ছেলে ➤ বাড়ির ফলকে নাম দেখোনি.! বাবার নামে রেখেছি, মা পুরো বাড়িটাই আমাদের" এবার তুমি আরামে থাকতে পারবে মা।
মা ☞ তুই না ! এমন কি কেউ করে?

ভদ্রমহিলা ☞ কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন, আর আনন্দে কথা বলতে পারছেন না।

আয়োজন শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক" হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন।

মা ☞ নে এটার আর দরকার হবে না আমার (ইঁদুর মারার বিষ)
চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেবো।

ছেলে ➤ ধুর মা কি যে বলো…! এটাই তো আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি" তুমি ঘুমাও।

ভদ্রমহিলা মা জননীর আজ আর কিছুই চাওয়ার নেই, আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে" যাক আজকের ঘুমটা সত্যিই আরামের হবে ঘুমের ঔষুধ খেতে হবে না।

প্রত্যেক সন্তানই যেন মা-বাবাকে এভাবেই ভালোবাসে এবং মা-বাবার শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায়।❤️🙂









বেশ্যা একটি গালি, পতিতা একটি গালি। কিন্তু পতিতা বলতে আমরা শুধু নারীদেরকেই বুঝি। পুরুষ বেশ্যা বা পুরুষ পতিতার সংজ্ঞা আপনা...
21/04/2024

বেশ্যা একটি গালি,
পতিতা একটি গালি।

কিন্তু পতিতা বলতে আমরা শুধু নারীদেরকেই বুঝি।
পুরুষ বেশ্যা বা পুরুষ পতিতার সংজ্ঞা আপনারা কেউ কি জানেন?

"অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে যারা
আজ সামাজিকভাবে প্রতিষ্ঠিত এরাই হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট বেশ্যা বা পতিতা।"

কিন্তু বেশ্যা চরিত্রটা কি খুব খারাপ ?

অর্থের বিনিময়ে যে নারী দেহ বেচে সে বেশ্যা।
অর্থের বিনিময়ে যে নৈতিকতা বেচে সেও বেশ্যা।
অর্থের বিনিময়ে যে ফাইলে সই করে সেও বেশ্যা।
অর্থের বিনিময়ে যে চাকুরিতে নিয়োগ দেয় সেও বেশ্যা।
অর্থের বিনিময়ে যে আসামীকে জামিন দেয় সেও বেশ্যা।
অর্থের বিনিময়ে যে দলের পদ বেচে সেও বেশ্যা।
অর্থের বিনিময়ে যে ঠিকাধারীর কাজ বেচে সেও বেশ্যা।
অর্থের বিনিময়ে যে নমিনেশন বেচে সেও বেশ্যা।

তবে যার বেচার মত অবশিষ্ট আর কিছু থাকেনা
সেই নারী শুধু দেহ বেচে।

বেশ্যা"

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম

সাধুর নগরে বেশ্যা মরেছে
পাপের হয়েছে শেষ
বেশ্যার লাশ হবে না দাফন
এইটা সাধুর দেশ
জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা, মরিলেই যত দোস?
দাফন কাফন হবে না এখন
সবে করে ফোস ফোস।
বেশ্যা তো ছিল খাস মাল, তোদের রাতের রানী,
দিনের বেলায় ভুরু কোচ কাও?
মরিলে দেওনা পানি!
সাধু সুনামের ভেক ধরিয়া দেখালি দারুন খেলা,
মুখোশ তোদের খুলবে অচিরে
আসবে তোদের বেলা।
রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে,
দিনের আলোতে চিননা তাহারে?
তাকাও নাকো লাজে!
চিনি চিনি ভাই সব সাধু রেই হরেক রকম সাজ,
সুযোগ পেলেই দরবেশী ছেরে দেখাও উদ্দাম নাচ!
নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালো কে?
ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে?
গরীবের বৌ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি,
সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি।
স্বামী যখন মরলো ভাবির দুধের শিশু কোলে,
ভদ্র দেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে,
দিনের মত দিন চলে যায়,
হয় না তাতে দোষ
মরা লাশের সুযোগ পেয়ে মোল্লার রোষ।
মোল্লা সাহেব নায়েবে রাসুল ফতোয়া ঝারিশা কয়,
পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয়।
শুধাই আমি ওরে মোল্লা জানাযায় যত দোষ,
বেশ্যার দান নিয়াছো ঝোলিয়ে তুমি বেটা নির্দোষ?
বেশ্যার তবু আছে পাপ বোধ নিজেকে সে ভাবে দোষী,
তোমরা তো বেটা দিন বেচে খাও হচ্ছেয় খোদার খাসি।
আল্লাহর ঘর মসজিদে ও আছে বেশ্যার দান -কলেমা পড়েছে সে ওতো তবে নামেতে মুসলমান!
বেশ্যা নারী ব্যবসায় নারী পুরুষরা পুরুষরা সব সৎ?
জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ!
আর কতকাল থাকবি অমন মুখোশ ধারীর দল,
আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল।
সত্যর আলো জলবে যখন চিনবে তোদের সবে,
লেবাশধারী মুখোশধারী মুখোশ উপরে যাবে।
এই ভাবে আর চালাবি কত ছল চাতুরীর খেলা।
আসবে তিনি, এবার তোদের বিদায় নেবার পালা।

05/03/2024

ইন্নালিল্লাহী ওয়া ইন্নালিল্লাহী রাজিউন"
মরহুমঃ আল্লামা লুৎফুর রাহমান (রঃ) গত রবিবার ইন্তেকাল করেছেন, ওনার জানাজায় লক্ষ মানুষের সমাগম হয়েছিলো।

হুজুরের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ্ যেন হুজুর কে জান্নাতুল ফেরদাউস দান করেন।

24/02/2024

বাংলার গর্ভ অল-রাউন্ডার"
শুধু খেলাতে নয় সবকিছুতে তিনি নাম্বার ওয়ান,
সবাই বলে সাকিব অহংকারী, আসলেই কি তাই 🤔

Address

Maulvi Bazar

Telephone

+8809696125830

Website

Alerts

Be the first to know and let us send you an email when RJ Abhi Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RJ Abhi Official:

Share