রাজকথা - Rajkotha

রাজকথা - Rajkotha This is a Newspaper website.

10/08/2025

রাজনগরে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বিস্তারিত কমেন্টে

মৌলভীবাজার পৌর শহরের শমশেরনগর রোডের এক ব্যবসায়ীকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতর ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহ...
08/08/2025

মৌলভীবাজার পৌর শহরের শমশেরনগর রোডের এক ব্যবসায়ীকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতর ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় বৃহস্পতিবার রাতে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম শাহ ফয়জুর রহমান রুবেল। তিনি মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডের এফ রহমান ট্রেডিং ও রুবেল হার্ডওয়্যারের সত্ত্বাধিকারী।রুবেলের বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।

মৌলভীবাজারে ডিবির অভিযানে ৭৩ লক্ষাধিক টাকার চোরাই প্রসাধনী জব্দ, আটক ১মৌলভীবাজারে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭৩ লক্...
07/08/2025

মৌলভীবাজারে ডিবির অভিযানে ৭৩ লক্ষাধিক টাকার চোরাই প্রসাধনী জব্দ, আটক ১

মৌলভীবাজারে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭৩ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই প্রসাধনী পণ্যসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের তালতলা (রায়শ্রী) এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনার সময় এই বিপুল চোরাই পণ্যসহ ট্রাকটি আটক করা হয়। ট্রাকটি সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ-রাজনগর হয়ে মৌলভীবাজারে প্রবেশ করছিল।

এসময় মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুটুকপুর গ্রামের মো. লালন মিয়া (২৮) নামের একজনকে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে ট্রাক থেকে যেসব চোরাই প্রসাধনী পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে Skinbrite Cream ৫,১৮৪ পিস, Skinshine Cream ৬০০ পিস, Elosone-HT Cream ৪,৮০০ পিস, Derobin Ointment ৪,৫০০ পিস, Melnor Cream ৫,৭৬০ পিস, Clop-G Cream ২৩,৬৬০ পিস এবং Patanjali Aloe Vera Gel ২৮৮ পিস।

এছাড়া ট্রাকের ভেতর থেকে ৩০০ কেজি খালি কার্টুন ও একটি নীল রঙের তেরপালও উদ্ধার করা হয়। সর্বমোট পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭৩ লক্ষ ৪৮ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি পুলিশ।

এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

মৌলভীবাজার সদর থানায় চোরাই যাওয়া ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার, একজন আটকমৌলভীবাজার সদর থানার পুলিশের অভিযানে চোরাই যাওয়া ৬ট...
06/08/2025

মৌলভীবাজার সদর থানায় চোরাই যাওয়া ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার, একজন আটক

মৌলভীবাজার সদর থানার পুলিশের অভিযানে চোরাই যাওয়া ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সুনামগঞ্জ থেকে আব্দুল কাইয়ুম নামে একজনকে আটক করা হয়েছে।

গত ৪ আগস্ট দিবাগত রাতে গিয়াসনগর ইউপির করিমনগরের ভূমি অফিস সংলগ্ন জনৈক সামসুল ইসলামের গ্যারেজ থেকে তালা ভেঙে মোট ৪টি সিএনজি চুরি করে নিয়ে যায় চোরেরা। সিএনজি মালিকদের অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার এসআই হিরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমানসহ একটি দল তদন্ত শুরু করে।

গতকাল ৫ আগস্ট সুনামগঞ্জ জেলার ছাতক থানার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের রাধানগর-শিবপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ৪টি সিএনজি অটোরিকশার পাশাপাশি আরও ২টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আব্দুল কাইয়ুম (৪৫)কে আটক করা হয়।

উদ্ধারকৃত অটোরিকশাগুলোর আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মো মাহবুবুর রহমান জানান, 'এই ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে। আমরা একজনকে আটক করেছি, চোরচক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।'

06/08/2025

বিএনপির সাংবাদিক হইয়েন না। আপনারা দেশের সাংবাদিক হন, জনগণের সাংবাদিক হোন।
----আমীর খসরু মাহমুদ চৌধুরী সদস্য, স্থায়ী কমিটি, বিএনপি

06/08/2025

কক্সবাজারে ভ্রমণ : হাসনাত-সারজিস-জারাসহ ৫ নেতাকে শোকজ এনসিপির

সুনামগঞ্জে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সং-ঘ-র্ষে ৩ জন নি-হ-ত হয়েছেন। বুধবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর এল...
06/08/2025

সুনামগঞ্জে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সং-ঘ-র্ষে ৩ জন নি-হ-ত হয়েছেন। বুধবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় এ দু-র্ঘ-ট-না ঘটে। এ সময় ঘটনাস্থলেই ৩ জন মারা যান। আহত হন আরো ২ জন।

বন্যা সতর্কতা!!আগামী ০৩ দিন সুরমা, কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, লুবাছড়া, জিঞ্জিরাম ও কংস নদীসমূহের পানি সমতল সতর্কসীমায় (...
06/08/2025

বন্যা সতর্কতা!!

আগামী ০৩ দিন সুরমা, কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, লুবাছড়া, জিঞ্জিরাম ও কংস নদীসমূহের পানি সমতল সতর্কসীমায় (Warning level) প্রবাহিত হতে পারে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

আগামী ০৩ দিন মুহুরী, সেলোনিয়া ও নোয়াখালী খাল নদীসমূহের পানি সমতল সতর্কসীমায় (Warning level) প্রবাহিত হতে পারে। এর ফলে ফেনী ও নোয়াখালী জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

সূত্র: বাংলাদেশ ওয়েদার ফোরকাস্ট এনালাইসিস রিপোর্ট

জুড়ীতে পাহাড়ী ঢলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লা*শমৌলভীবাজারের জুড়ী উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে এসেছে এক অজ্ঞাত ব্যক্তি...
05/08/2025

জুড়ীতে পাহাড়ী ঢলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লা*শ


মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে এসেছে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার জুড়ী বাজার সংলগ্ন গরিবের দোকানের পাশে জুড়ী নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে তারা থানায় খবর দেন। পরে জুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহে পচন ধরায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বলে ধারণা করছে পুলিশ।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুর্শেদুল আলম ভূঁইয়া বলেন, বিষয়টি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

05/08/2025

গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে রাজনগরে বিএনপি'র বিজয় মিছিল
বিস্তারিত কমেন্টে

05/08/2025

গ্রাফিতি অঙ্কনে সারা বাংলাদেশের মধ্যে বড়লেখা ডিগ্রী কলেজ প্রথম স্থান অধিকার করেছে

05/08/2025

পরিবারের লোকজন স্বাভাবিক মৃত্যু ভেবে থানায় অপমৃত্যুর মামলা করেছিলেন। কিন্তু ময়নাতদন্তে ধরা পড়ে ওই মহিলাকে গলাটিপে হত্যা করা হয়েছে। অবশেষে হয় হত্যা মামলা। তদন্তে আসামী শনাক্ত হয়ে পুলিশের হাতে ধরা পড়ে হত্যাকারী। মৌলভীবাজারের রাজ নগর উপজেলার ফতেপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

পুলিশ এ ঘটনায় মোহাম্মদ খলিল মিয়া ওরফে ফেছাদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। #মৌলভীবাজার #মৌলভীবাজার #রাজনগর #ফতেপুর #ইসলামপুর #ইসলামপুরে #হত্যা #খুন #মামলা

Address

Central Road, Rajnagar Bazar, Rajnagar
Maulvi Bazar
3240

Alerts

Be the first to know and let us send you an email when রাজকথা - Rajkotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রাজকথা - Rajkotha:

Share