DBS News

DBS News সত্য প্রকাশে একধাপ এগিয়ে..
(1)

26/08/2025

ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষিকা কর্তৃক হিজাব নিয়ে কটুক্তি এবং ২২ শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করার ঘটনার প্রতিবাদে মৌলভীবাজারে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় অধিকার ও শিক্ষার নিরাপত্তার দাবি জানিয়েছেন।

26/08/2025

সিলেটের সাদাপাথর থেকে অবৈধভাবে উত্তোলিত ও লুকানো পাথর উদ্ধারে আজ থেকে শুরু হয়েছে প্রশাসনের চিরুনি অভিযান। ৩ দিনের আল্টিমেটাম শেষে জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ বাহিনী এ অভিযানে অংশ নিচ্ছে। অভিযানে লুণ্ঠিত পাথর উদ্ধার, দখলদার ও সিন্ডিকেট সদস্যদের আইনের আওতায় আনা এবং পর্যটনকেন্দ্রের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার কাজ করা হবে।

26/08/2025

মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা হোস্টেল ও ব্যবস্থাপনার অতিরিক্ত ফি কমানোর দাবিতে স্মারকলিপি প্রদান করেছে। শিক্ষার্থীদের দাবি, অযৌক্তিক ফি বৃদ্ধি তাদের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে।

26/08/2025

মৌলভীবাজার জেনারেল হাসপাতালে সরকারি বরাদ্দ না থাকায় কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা বন্ধ হওয়ার ঝুঁকিতে। বর্তমানে পুরোনো রোগীরা সীমিত সেবা পেলেও নতুন রোগীদের নেওয়া যাচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সেবা চালু রাখতে আগামী এক বছরের জন্য অন্তত ১ কোটি টাকা প্রয়োজন। অন্যদিকে বেসরকারি হাসপাতালে ডায়ালাইসিসের খরচ সীমিত আয়ের রোগীদের জন্য অনেক বেশি হওয়ায় তারা চরম ভোগান্তিতে পড়ছেন।

বিস্তারিত দেখুন প্রতিবেদনে...

24/08/2025

✅ আপনার ফেসবুক পেজ থেকে আয় শুরু করতে চান? শুধু এই ৫টি শর্ত পূরণ করুন এবং মনিটাইজেশন আনলক করুন।

✅ Want to start earning from your page? Fulfill these 5 conditions and unlock monetization now!

24/08/2025

মৌলভীবাজারে চা-বাগানের পাশাপাশি কফি চাষ নতুনভাবে ছড়িয়ে পড়ছে। সরকারি সহায়তা ও কৃষকের উদ্যোগে কফি বাণিজ্যিকভাবে লাভজনক হয়ে উঠছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিনামূল্যে চারা বিতরণ করে কৃষকদের সহায়তা করছে।

Alongside tea gardens, coffee cultivation is gradually expanding in Moulvibazar. With government support and farmer initiatives, coffee is becoming commercially profitable. The district agricultural extension office is providing free saplings to support farmers.

24/08/2025

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকে বিদেশে পাড়ি জমানোয় মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। এতে জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট আরও প্রকট হয়ে উঠেছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত এই ৪৮ জন সহকারী শিক্ষককে পলায়নের অভিযোগে বরখাস্ত করা হয়। এ ছাড়া আরও ৩৬ শিক্ষকের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। অভিযোগ রয়েছে, অনেকেই প্রথমে বিভিন্ন কারণ দেখিয়ে ছুটি নেন, পরে বিদেশে চলে যান এবং আর ফিরে আসেন না।

সূত্র জানিয়েছে, চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে নারীর সংখ্যা উল্লেখযোগ্য। ২০২৩ সাল থেকে প্রাথমিক শিক্ষকদের বিদেশে চলে যাওয়ার প্রবণতা বাড়ছে বলেও জানানো হয়েছে।

23/08/2025

সিলেটে আবাসিক হোটেলে পুলিশের অভিযানে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। শনিবার কোতোয়ালী মডেল থানা ও দক্ষিণ সুরমা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে এসব আটক হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা।

23/08/2025

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বক্সকে সব ধরনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত ২২ আগস্ট স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম হয়ে উঠেছে। চলছে নানা আলোচনা-সমালোচনা।

বিজ্ঞপ্তিতে জানা যায়, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বক্সের বিরুদ্ধে। ফলে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ-পদবি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে।

23/08/2025

মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে বিদ্যুতের খুঁটির সাথে ধা*ক্কা লেগে অমিত দত্ত (১৭) নামে এক স্কুলছাত্রের ম*র্মা*ন্তি*ক মৃ'ত্যু হয়েছে। অমিত মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। হঠাৎ ঘ'টে যাওয়া এই দু*র্ঘ*টনায় পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

21/08/2025

Lionel Messi has once again missed a key match due to recurring injuries, sparking concern among fans. With the 2026 World Cup less than a year away, questions remain about whether the Argentine star can stay fit and continue playing consistently.

21/08/2025

পুনরায় ইনজুরিতে পড়ায় গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করলেন লিওনেল মেসি। আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা। তিনি কি পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারবেন?

Address

Moulvibazar
Maulvi Bazar
3200

Alerts

Be the first to know and let us send you an email when DBS News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DBS News:

Share