ইটা চা বাগান

ইটা চা বাগান This page is representing etah tea garden or etah tea estate. moulviBazar

18/09/2025

আলহামদুলিল্লাহ! ২০২৬ সালের ১৮ই ফেব্রুয়ারি বুধবার প্রথম রামাদান!🤍🌸

অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছাচা বাগানের কৃতি সন্তান ও মৌলভীবাজার জেলার গর্ব ডাঃ SG Sanjit - ভাই(স্যার)কে আন্তরিক অভিনন্দন ...
12/09/2025

অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা

চা বাগানের কৃতি সন্তান ও মৌলভীবাজার জেলার গর্ব ডাঃ SG Sanjit - ভাই(স্যার)কে আন্তরিক অভিনন্দন জানাই। তিনি ৪৮তম BCS (স্বাস্থ্য) ক্যাডারে সফলভাবে উত্তীর্ণ হয়ে চা বাগানের নামকে দেশের গণ্ডি পেরিয়ে গৌরবের উচ্চতায় পৌঁছে দিয়েছেন।

উনার এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো চা বাগান সম্প্রদায় ও মৌলভীবাজার জেলার জন্য এক অনন্য প্রাপ্তি। তিনি নিঃসন্দেহে আগামী প্রজন্মের জন্য এক প্রেরণার উৎস ও অনুসরণীয় আইডল।

আমরা উনার সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও কর্মজীবনে সর্বোচ্চ সাফল্য কামনা করি।

09/09/2025

আমার শৈশবকাল এতটা মধুময় ছিলো যে 🥹✨ জীবনের সবকিছু হারিয়েও যদি সুযোগ থাকতো, আমি নির্দ্বিধায় আবার সেই শৈশবকালে ফিরে যেতাম 🫤

আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ!
09/09/2025

আল্লাহু আকবার আল্লাহু আকবার
লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু আকবার আল্লাহু আকবার
ওয়ালিল্লাহিল হামদ!

09/09/2025

আজ নেপালের অবস্থা দেখে ভারত রাজনীতি পুরো ভয়ে কাঁপছে। এখন দেখার বিষয়, এই মোদী কোথায় পালায়।

Blood Moon at 23:30(07.09.2025)
07/09/2025

Blood Moon at 23:30(07.09.2025)

আজকের বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচে সিলেট স্টেডিয়ামের দৃশ্য 🌿📍 সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম 🏟️ছবি: Travel Tr...
04/09/2025

আজকের বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচে সিলেট স্টেডিয়ামের দৃশ্য 🌿

📍 সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম 🏟️
ছবি: Travel Trip Of Sylhet 🌿

26/08/2025

আমরা নব্বই দশকে জন্ম নিয়েছি। আমার শৈশবের দিনগুলো আজও চোখে ভাসে। তখনকার জীবন ছিলো ভিন্ন এক অনুভূতির। ছোটবেলায় আমি খেলা-ধুলা করতাম বন্ধুদের সঙ্গে—লুকোচুরি, কানামাছি, দড়ি লাফ, গুটি খেলা, ফুটবল… কত রকমের খেলাতেই না মেতে থাকতাম।

আমাদের সময়টা ছিলো সরল, নিঃস্বার্থ আনন্দে ভরা। তখন ঘরে ঘরে আজকের মতো ইন্টারনেট ছিলো না, মোবাইল ফোনও ছিলো বিরল। তাই আমরা পর্দার ভেতর আটকে যাইনি, বরং মাঠেই খুঁজে পেয়েছিলাম পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ। বিকেলের সোনালি আলোয় খেলার মাঠ, পাড়ার ছেলেমেয়েদের হাসি-আড্ডা, একসাথে গল্পগুজব—সব মিলিয়ে সেই দিনগুলো ছিলো এক অমূল্য সম্পদ।

আজ যখন অতীতের কথা মনে পড়ে, তখন বুকের ভেতর একধরনের শূন্যতা অনুভব করি। সময় বদলে গেছে, কিন্তু শৈশবের সেই সাদামাটা আনন্দ, খেলাধুলা আর নির্ভেজাল হাসি চিরকাল আমার মনে অমলিন হয়ে আছে।

20/08/2025

“আমার শৈশব কেটেছে এই মাটির বুকে। জীবনের প্রতিটি মুহূর্তে আমি এই জায়গাটাকেই অনুভব করেছি। আনন্দ–দুঃখ, খেলাধুলা, স্বপ্ন—সবই যেন জড়িয়ে আছে এখানে। এটা শুধু একটা জায়গা নয়, এটা আমার শান্তির আশ্রয়, আমার আপন পৃথিবী।
বিস্তৃত সবুজে ঢেকে থাকা এই বাগান আমার হৃদয়। সকালের কুয়াশা, পাতার ফাঁকে রোদের ঝলক, আর শ্রমজীবী মানুষের মুখের হাসি—সব মিলিয়ে যেন আমার জীবনের গল্প বলে দেয়। এখানে দাঁড়ালে মনে হয়, পৃথিবীর সব কোলাহল থেমে গেছে, কেবল শান্তি আর স্বপ্নের ডাক শোনা যায়।”

বিসর্জন কুমার – চিরবিদায় এক তরুণ প্রাণআজ বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে বিসর্জন কুমার আমাদের মাঝে নেই।একজন হাসিখুশি, প্রাণবন...
01/08/2025

বিসর্জন কুমার – চিরবিদায় এক তরুণ প্রাণ
আজ বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে বিসর্জন কুমার আমাদের মাঝে নেই।
একজন হাসিখুশি, প্রাণবন্ত, ভালো মনের ছেলে ছিল সে।
অথচ হঠাৎ করেই সব থেমে গেল — এক ভয়ংকর বাস্তবতা আমাদের সামনে এনে দিলো।

তার বিদায়টা ছিল খুব অপ্রত্যাশিত।
এতো অল্প বয়সে, এভাবে চলে যাবে— কেউই কল্পনা করতে পারেনি।
তার মৃত্যু আমাদের মনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করে গেলো, যে শূন্যতা কোনো কিছুতেই পূরণ হবার নয়।

তাকে হারিয়ে আমরা হারালাম একজন সত্যিকারের ভালো মানুষকে।
আমরা প্রার্থনা করি— তার আত্মা চিরশান্তি লাভ করুক।

31/03/2025

ঈদ মোবারক 🌙🕌🫂
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!❤️‍🩹

Address

Maulvi Bazar
3235

Alerts

Be the first to know and let us send you an email when ইটা চা বাগান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইটা চা বাগান:

Share