HAQUE Consulting L.L.C

HAQUE Consulting L.L.C HAQUE Consulting Kyrgyzstan

07/02/2025
29/02/2024

বাংলাদেশের BMET নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা।

ম্যানপাওয়ার বা BMET কার্ড যে যাই বলেন এটা যে বাংলাদেশ সরকারের নিজস্ব একটা সিদ্ধান্ত। যেটা বাহিরের দেশে কোন কাজে আসে না।
আমাদের দেশের বর্তমান সরকার বার বার বলে রেমিটেন্স পাঠান, দেশকে বাচান। কিন্তু দেখেন, ভিসা পাওয়ার পর আমরা BMET করতে গেলে সেখানে আমাদের যে কি পরিমান হয়রানির স্বীকার হতে হয় সেটা শুধু আমরাই জানি। সব কিছু ঠিক থাকার পরও নির্ধারিত ফি এর অতিরিক্ত টাকা দিতে হয়। অতিরিক্ত টাকা না দিলে BMET কার্ড হয় না।

আবার অনেক সময় নির্দিষ্ট কিছু দেশের জন্য BMET কার্ড প্রদান বন্ধ থাকে। তখন বাধ্য হয়ে আমাদেরকে দালালদের শরণাপন্ন হতে হয়, এয়ারপোর্টে ৫০-৭০/৮০ হাজার টাকা দিয়ে বিদেশে আসতে হয়। তাহলে প্রবাসীদের কাছ থেকে আপনারা ভালো কিছু আশা করেন কিভাবে? আজকে আপনাদের কাছে BMET যদি এত গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনারা বলেন বিদেশগামী সবাই আগে BMET করতে হবে তাহলে তো আর হাজার হাজার মানুষ ভিসা করে দেশে বসে থাকতো না BMET এর জন্য। অনেক মানুষ আছে যারা লক্ষ লক্ষ টাকা ধার দেনা করে ভিসা করেছে কিন্তু BMET কার্ড না পাওয়ার কারনে প্রবাসে যেতে পারছে না। তাদের এই টাকার ক্ষতিপূরন কে দিবে? আজকে আমরা যারাই প্রবাসী আছি আমরা তো টাকা ইনকাম করে দেশে পাঠাই, তাই না! আমাদের পাঠানো রেমিটেন্স দিয়ে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

যারা অলরেডি প্রবাসে আছি, আমরা যখন দেশে আসি তখন নিজ দেশের এয়ারপোর্টে খারাপ ব্যবহার এর শিকার হচ্ছি। দেশের এই যে এত এত উন্নয়ন-পদ্মা সেতু, মেট্রো রেল, বিমান বন্দর, পারমানিবক বিদ্যুৎ কেন্দ্র, গভীরসমুদ্র বন্দর সহ যত উন্নয়ন সব আমাদের ঘাম ঝড়ানো টাকায়ই হচ্ছে। তাহলে আমরা কেন এত অবহেলিত? এইটার সমাধান চাই। আমরা প্রবাসী সবাই এক হয়ে আওয়াজ তুলুন। হয় BMET অফ করুন, না হয় সব দেশের BMET চালু করুন এবং অতিরিক্ত টাকা দিয়ে যেন BMET পেতে না হয় সেই ব্যবস্থা করুন এবং এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানি বন্ধ করুন।

🇰🇬 Kyrgyzstan
প্রবাসী হক ভাই

(BMAT) নিয়ে কিছু গুরুত্বপূর্ণ  কথা।ম্যানপাওয়ার বা BMET কার্ড যে যাই বলেন এটা যে বাংলাদেশ সরকারের নিজস্ব একটা সিদ্ধান্ত। ...
29/02/2024

(BMAT) নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা।
ম্যানপাওয়ার বা BMET কার্ড যে যাই বলেন এটা যে বাংলাদেশ সরকারের নিজস্ব একটা সিদ্ধান্ত। যেটা বাহিরের দেশে কোন কাজে আশে না।
আজকে আমাদের বর্তমান সরকার বার বার বলে রেভিডেন্স পাঠান দেশকে বাছান বা উন্নত করুন।কিন্তু দেখেন আজকে আমরা ভিসা করার পর যখন (BAMT)করতে যাই তখন বলে এই দেশের (BAMT) হচ্ছে না কিন্তু আবার আরেক লোক এসে বলে এয়ারপোর্টে কন্টাক্ট করেন তাহলে যেতে পারবেন। তাহলে প্রবাশী কাছ থেকে আপনারা ভালো কিছু আশা করেন কিভাবে। আজকে আপনাদের কাছে (BAMT) যদি এত গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনারা বলেন বিদেশ গামী সবাই আগে (BAMT) করতে হবে তাহলে তো আর হাজার হাজার মানুষ ভিসা করে দেশে বসে থাকতো না (BAMT) এর জন্য। যারা লক্ষ লক্ষ টাকা বের ভিসা করে আজ (BAMT)এর জন্য দেশ ত্যাগ করতে পারছে না।তাদের এই টাকার ক্ষতি কে দিবে।আজকে আমরা যারাই প্রবাসী আছি আমরা তো টাকা ইনকাম করে দেশে পাঠাই তাই না। এই টাকার রেভিডেন্স দিয়ে দেশ সামনের দিকে যাচ্ছে। তাহলে আজ আমাদের দেশের (BAMT) এর জন্য দেশ থেকে যেতে পারছি না এবং যদি আসি দেশে যাওয়ার পর নিজ দেশের এয়ারপোর্টে খারাপ ব্যবহার এর শিকার হচ্ছি। এইটার সমাধান চাই আমরা প্রবাশী সবাই এক হয়ে আওয়াজ তুলুন হয় তো(BAMT) অফ করুন না হয় সব দেশের (BAMT) চালু করুন। নয় তো বিদেশ যাওয়ার আগে (BAMT) করার সিদ্ধান্ত করুন। ধন্যবাদ সবাই ভালো লাগলে শেয়ার করুন।
🇰🇬 Kyrgyzstan
প্রবাসী হক ভাই

কিরগিজস্তানের মাত্র ১২ ঘন্টায় ওর্য়াক পারমিট ই-ভিসা।এডভান্স দিতে পারলে যোগাযোগ করুন।শুধু এজেন্ট বা এজেন্সিরা।+99655045559...
12/02/2024

কিরগিজস্তানের মাত্র ১২ ঘন্টায় ওর্য়াক পারমিট ই-ভিসা।
এডভান্স দিতে পারলে যোগাযোগ করুন।
শুধু এজেন্ট বা এজেন্সিরা।
+996550455597

06/02/2024

কিরগিজস্তানের ভিসা সঠিক কিনা জানতে চান।এখানে পোস্ট করুন ইনশাআল্লাহ ভিসা যাচাই করে সার্ভার কপি দিব।সকলের সুবিধার জন্য।

03/02/2024

কিরগিজস্তান নিয়ে চিন্তা আর করিয়েন না।
আগামী ১০ তারিখ
নতুন আপডেট আসছে।
?

শরিফ যখন জেন্ডার পরিবর্তন করে শরিফা হয়ে যায়,I Mean ট্রান্সজেন্ডার 😂🫢🥹
29/01/2024

শরিফ যখন জেন্ডার পরিবর্তন করে শরিফা হয়ে যায়,
I Mean ট্রান্সজেন্ডার 😂🫢🥹













29/01/2024

কিরগিজস্তানের জন্য যারা ফাইল জমা দিছেন কিন্তু ভিসা হচ্ছে না তাদের বলছি এজেন্সিকে বলেন এই নাম্বারে যোগাযোগ করতে মাত্র ৫ দিনে ভিসা দিব। +996550455597 WhatsApp করুন. স্কিল ওর্যাকার শুধু।

Address

Moulvibazar Sylhet
Maulvi Bazar
3210

Alerts

Be the first to know and let us send you an email when HAQUE Consulting L.L.C posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HAQUE Consulting L.L.C:

Share