আল ইনসাফ ইসলামি যুব সংঘ

আল ইনসাফ ইসলামি যুব সংঘ শ্রীপুর,ইসলামপুর,কমলগঞ্জ,মৌলভীবাজার

নারায়ে তাকবির      আল্লাহু আকবার দ্বীন ইসলাম      জিন্দাবাদশ্রীপুর আল ইনসাফ ইসলামী যুব সংঘের উদ্যোগে ১ম বার্ষিক তাফসিরুল...
27/09/2025

নারায়ে তাকবির আল্লাহু আকবার
দ্বীন ইসলাম জিন্দাবাদ
শ্রীপুর আল ইনসাফ ইসলামী যুব সংঘের উদ্যোগে
১ম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল২০২৫ ইং
৩০ শে ডিসেম্বর রোজ:মঙ্গলবার
স্থানঃশ্রীপুর জামে মসজিদ সংলগ্ন মাঠ।
🏵️সভাপতি মন্ডলী🏵️
💠হযরত মাওলানা ক্বারী মাহমুদ আলী সাহেব
ইমাম ও খতিব শ্রীপুর জামে মসজিদ।
💠হযরত মাওলানা আইয়ুব আলী সাহেব
ইমাম ও খতিব কোনাগাঁও জামে মসজিদ।
💠হাফেজ আব্দুলল্লাহ সাহেব
ইমাম ও খতিব ভান্ডারীগাঁও জামে মসজিদ।
💠জনাব,নুরু মিয়া সাহেব
সভাপতি,শ্রীপুর জামে মসজিদ পরিচালনা কমিটি।

🎤প্রধান অতিথি
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ
হযরত মাওলানা মনোয়ার হোসেন মুমিন সাহেব, সাতক্ষীরা
🎤প্রধান বক্তা
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ
হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান আল-ওয়ায়েসী,ঢাকা
🎤প্রধান আকর্ষণ
উদীয়মান তরুণ আলোচক,
হযরত মাওলানা সাইদুল ইসলাম মাসুদ সাহেব, কুমিল্লা
🎤বিশেষ অতিথি,
হযরত মাওলানা হাফেজ মুজাক্কির হোসাইন সাহেব,
মুহতামিম,গোলের হাওর টিলাগাও ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা।

উক্ত মাহফিলে দলে দলে যোগদান করুন

শ্রীপুর আল ইনসাফ ইসলামী যুব সংঘ
শ্রীপুর,ইসলামপুর,কমলগঞ্জ,মৌলভীবাজার।

আগামী ৩০ ডিসেম্বর শ্রীপুর আল ইনসাফ ইসলামী যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল। 🎤প্...
26/09/2025

আগামী ৩০ ডিসেম্বর শ্রীপুর আল ইনসাফ ইসলামী যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল।
🎤প্রধান আকর্ষণ
উদীয়মান তরুণ আলোচক
হযরত মাওলানা সাইদুল ইসলাম মাসুদ সাহেব,কুমিল্লা

ফলো পেইজ: আল ইনসাফ ইসলামি যুব সংঘ

25/09/2025

শ্রীপুর আল ইনসাফ ইসলামী যুব সংঘের উদ্যোগে আগামী ৩০ শে ডিসেম্বর প্রথম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মনোয়ার হোসেন মুমিন সাহেব।

24/09/2025

মাওলানা মনোয়ার হোসেন মুমিন সাহেব আসছেন আগামী ৩০ শে ডিসেম্বর ২০২৫ ইং
শ্রীপুর, ইসলামপুর,কমলগঞ্জ,মৌলভীবাজার।

23/09/2025

প্রেস বিজ্ঞপ্তি
প্রেরক: কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদ
তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৫

উপজেলা-আদমপুর সড়ক নিয়ে সচেতন মহলের দাবিতে পদক্ষেপ ঐক্য পরিষদের

কমলগঞ্জের সচেতন মহল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কমলগঞ্জ উপজেলা থেকে আদমপুর পর্যন্ত প্রধান সড়কটির বেহাল অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের প্রতি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এই প্রেক্ষিতে কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ কমলগঞ্জ উপজেলা এলজিইডি (LGED) অফিসার মো. রাকিব আহমেদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেন। আলোচনার সময় তিনি জানান যে, প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ এ সড়কের নির্মাণ/পুনর্নির্মাণ কাজ আগামী ১ অক্টোবর থেকে ১০ অক্টোবর ২০২৫ এর মধ্যে শুরু হবে।

এ উদ্যোগকে এলাকাবাসীর পক্ষ থেকে কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে, এবং দ্রুততম সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

23/09/2025

বিসমিল্লাহির রাহমানির রাহীম
নারায়ে তাকবির আল্লাহু আকবার
শ্রীপুর আল ইনসাফ ইসলামী যুব সংঘের উদ্যোগে আগামী ৩০ ডিসেম্বর২০২৫ রোজ:মঙ্গলবার
অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম বার্ষিক "তাফসিরুল কুরআন মাহফিল "

🎤প্রধান অতিথি,
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ,
হযরত মাওলানা মনোয়ার হোসেন মুমিন সাহেব, সাতক্ষীরা।

সকলের সার্বিক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করি।
দাওয়াতক্রমে,
শ্রীপুর আল ইনসাফ ইসলামী যুব সংঘ
শ্রীপুর,ইসলামপুর,কমলগঞ্জ,মৌলভীবাজার

আলহামদুলিল্লাহ, আমাদের দাবীর প্রেক্ষিতে আজ মাননীয় জেলা প্রশাসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।★কমলগঞ্জ সামাজ...
22/09/2025

আলহামদুলিল্লাহ,
আমাদের দাবীর প্রেক্ষিতে আজ মাননীয় জেলা প্রশাসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

★কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের একটি টিম হাসপাতাল পরিদর্শন করেছে।

★ইমেইল ও ডাকযোগে স্মারকলিপি পাঠানো হয়েছে।

★উপদেষ্টা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়
★মাননীয় সচিব,বাংলাদেশ সচিবালয়
★উপদেষ্টা স্বাস্থ্য অধিদপ্তর

22/09/2025
20/09/2025

জরুরি রক্তের প্রয়োজন
🩸গ্রুপঃO+
পরিমানঃ৫ ব্যাগ
স্থানঃমৌলভীবাজার
তারিখঃআগামীকাল
সমস্যাঃটিউমার অপারেশন।
রোগিঃমহিলা
মোবাইলঃ01776052671

আলহামদুলিল্লাহ!আমাদের প্রিয় ভাই মুহা সিরাজুল ইসলাম  ভাইয়ের কিডনি অপারেশনের তারিখ নির্ধারিত হয়েছে। ইনশাআল্লাহ ভাইয়ের কি...
20/09/2025

আলহামদুলিল্লাহ!
আমাদের প্রিয় ভাই মুহা সিরাজুল ইসলাম ভাইয়ের কিডনি অপারেশনের তারিখ নির্ধারিত হয়েছে। ইনশাআল্লাহ ভাইয়ের কিডনি দিবেন তার সহধর্মিণী।
আমরা সবাই দোয়া করি, আল্লাহ ভাই ও ভাবিকে সহীহ সালামতে আমাদের মাঝে ফিরিয়ে আনুন। 🤲

তবে ভাইয়ের চিকিৎসার ফান্ডে এখনও পর্যাপ্ত টাকা নেই।

আপনারা শুরু থেকেই ভাইয়ের চিকিৎসার জন্য সহযোগিতা করেছেন, আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। 🥰
এবারও আমরা নিজ সামর্থ অনুযায়ী এগিয়ে আসি। একজন ছোট্ট শিশুর বাবা, একজন বোনের স্বামী আজ আমাদের সাহায্যের অপেক্ষায়।

📢 সাহায্যের জন্য বিকাশ / নগদ নাম্বার:
01302704235

আসুন সবাই মিলে একসাথে দোয়া ও সাহায্যে অংশ নেই।

Address

Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল ইনসাফ ইসলামি যুব সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আল ইনসাফ ইসলামি যুব সংঘ:

Share