আল ইনসাফ ইসলামি যুব সংঘ

আল ইনসাফ ইসলামি যুব সংঘ শ্রীপুর,ইসলামপুর,কমলগঞ্জ,মৌলভীবাজার

19/06/2025

#মানবিক_কাজ
একটি অসহায় পরিবারের জন্য দ্বিতীয় বারের মতো আপনাদের দেয়া আমানত পৌঁছে দেয়া হয়েছে।

19/06/2025

অসহায় পরিবারের জন্য আপনাদের দেয়া দ্বিতীয় বারের আমানত পৌছে দেয়া হয়েছে।দুটি ফ্যানএবং ঐ পরিবারের ছেলে তোফাজ্জল এর জন্য অল্প পুঁজি দিয়ে পান ব্যাবসার জন্য সহযোগিতা করা হয়েছে।

সার্বিক সহযোগিতায় আল ইনসাফ ইসলামী যুব সংঘ।

17/06/2025

আরও ১ টি খাট(পালং) প্রয়োজন আপনাদের সহযোগিতা কামনা করছি।

দুটি ফ্যান একটি খাট ব্যাবস্হা হয়েছে।

মানবিক বিষয়টি প্রচারের অনুরোধ করছি সিলেটের হাসপাতালথেকে রোগী নিখোঁজসিলেট উইমেন্স মেডিকেল কলেজে চিকিৎসাধীন বয়স্ক এক রোগী...
16/06/2025

মানবিক বিষয়টি প্রচারের অনুরোধ করছি

সিলেটের হাসপাতাল
থেকে রোগী নিখোঁজ

সিলেট উইমেন্স মেডিকেল কলেজে চিকিৎসাধীন বয়স্ক এক রোগী নিখোঁজ হয়েছেন। তার নাম আব্দুল মান্নান। বয়স অনুমান ৬২ বছর। এব্যাপারে সিলেট কোতোয়ালি থানায় জিডি করা হয়েছে।
জিডির তথ্য অনুযায়ী, নিখোঁজ আব্দুল মান্নান স্ট্রোক হয়ে সিলেট উইমেন্স মেডিকেলে ভর্তি হয়েছিলেন। তবে অগোছালোভাবে তিনি কিছু কথা বলতে পারেন। রোববার (১৫ জুন) ভোরে তিনি সবার অজান্তে হাসপাতাল থেকে নিখোজ হন। হারিয়ে যাওয়ার সময় আব্দুল মান্নানের পরনে লুঙ্গি ও সাইকেল গেঞ্জি ছিল। সাথে লাল গামছা ও একটি পানির বোতল ছিল। চুল-দাঁড়ি মেহেদি রংয়ের।
তিনি উইমেন্স মেডিকেলের ৯ম তলার ৩২ নম্বর ওয়ার্ডের ৭ নং বেডে ভর্তি ছিলেন। নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুজির পর কোনো সন্ধান না পাওয়ায় আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া সিলেট কোতোয়ালি থানায় জিডি করেছেন। জিডি নং- ১১৩৮।
নিখোঁজ আব্দুল মান্নান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা। অসুস্থ আব্দুল মান্নান নিখোঁজ হওয়ার খবরে পরিবারের সদস্যরা অনেকটা দিশেহারা। কোনো সৃহৃদয় ব্যক্তি তার অবস্থান সম্পর্কে অবহিত হয়ে থাকলে তার ছেলে মামুনের ০১৭৮৬৩৮০৫৪৫, ০১৬৪৮৮৬৮৭৪৬, ০১৩১৩৫২১১৩৫, ০১৭১৩৫২৬৩৮০ অথবা তদন্তকারী এসআই (নিরস্ত্র) মোঃ আজহারুল ইসলাম ০১৭১৮৫৭৫৭৯০ নাম্বারে বা নিকটস্থ যে কোনো পুলিশ স্টেশনে অবগত করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করেছেন।

বার্তা প্রেরক
সংগ্রাম সিংহ- ০১৭১১৩৪০৯৮৯

16/06/2025

তিব্র গরমের মধ্যে এই অসহায় পরিবারের জন্য প্রয়োজন। ২ টি ফ্যান,২ টি খাট।
১টি ফ্যান এবং ১খাটের ব্যাবস্হা হয়েছে। যদি কোনো ভাই ১ টি ফ্যান এবং ১ খাট দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন।

16/06/2025

কাঁঠালকান্দি এলাকার অসহায় পরিবারের নগদ নম্বর যারা সহযোগিতা করতে চান সরাসরি পরিবারের নম্বর করুন।

16/06/2025

আপনাদের দেয়া আমানত শ্রীপুর আল ইনসাফ ইসলামী যুব সংঘ এর প্রতিনিধি দল অসহায় পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন।

15/06/2025

এই অসহায় পরিবারের পাশে দাড়াতে । শ্রীপুর আল ইনসাফ ইসলামী যুব সংঘ উদ্যোগ গ্রহণ করছে আপনাদের সহযোগিতা পাঠাতে
বিকাশ, 01606001141(পার্সোনাল)

15/06/2025

ফ্রি মেডিকেল ক্যাম্প২০২৫ ইং
শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আয়োজনে:শ্রীপুর আল ইনসাফ ইসলামী যুব সংঘ।

আলহামদুলিল্লাহ!শ্রীপুর আল ইনসাফ ইসলামী যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে।...
14/06/2025

আলহামদুলিল্লাহ!
শ্রীপুর আল ইনসাফ ইসলামী যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে।
🔹 দিনভর এই কার্যক্রমে শতাধিক নারী-পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
🔹 চিকিৎসা প্রদান করেন কমলগঞ্জের কৃতিসন্তান ডাঃএস.কে নাহিদ সাহেব ও ডাঃহেলাল হোসেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর আল ইনসাফ ইসলামী যুব সংঘের সম্মানিত উপদেষ্টা জনাব মুহিবুল আলম,জনাব মাওলানা নোমান আহমদ,জনাম আখলিছ মাহমুদ, জনাব,মনজুরুল ইসলাম।

সার্বিক তত্ত্বাবধানে:শ্রীপুর আল ইনসাফ ইসলামী যুব সংঘের সহ-সভাপতি জনাব আতিকুর রহমান, সেক্রেটারি জনাব তাওহীদ বক্ত, কোষাধ্যক্ষ জনাব মোবাশ্বীর আলী, আরও অন্যান্ন সদস্য বৃন্দ।

আমাদের উদ্দেশ্য — “মানবতার কল্যাণে কাজ করা”
আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় এই আয়োজন সফল হয়েছে।
অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সকল ভাইয়েরা এই সুন্দর আয়োজনে আমাদের আর্থিক এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন।

👉 ভবিষ্যতেও ইনশাআল্লাহ নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

আলহামদুলিল্লাহ ♥️আমাদের মেডিকেল ক্যাম্পেইন শুরু হয়েছে।
14/06/2025

আলহামদুলিল্লাহ ♥️
আমাদের মেডিকেল ক্যাম্পেইন শুরু হয়েছে।

Address

Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল ইনসাফ ইসলামি যুব সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আল ইনসাফ ইসলামি যুব সংঘ:

Share