কালিটি চা বাগান Kaliti Tea Estate

কালিটি চা বাগান Kaliti Tea Estate Thank you for being by the side of the tea workers Kulaura Moulvibazar

ব্যাংকে এসে এক বুড়ি মহিলা ব্যাংকম্যানেজারকে বললঃ আমি কিছু টাকাব্যাংকে রাখতে চাই.😎ম্যানেজার জিজ্ঞেস করলঃ কত আছে? 👵বুড়ি ...
31/03/2024

ব্যাংকে এসে এক বুড়ি মহিলা ব্যাংক
ম্যানেজারকে বললঃ আমি কিছু টাকা
ব্যাংকে রাখতে চাই.😎

ম্যানেজার জিজ্ঞেস করলঃ কত আছে?

👵বুড়ি বললঃ হবে ১৩ লাখের মত....😱

ম্যানেজার বললঃ বাহ! আপনার কাছে বেশ
ভালোই টাকা আছে। আপনি করেন কি?

বুড়ি বললঃ তেমন কিছু না খোকা ।
ক্রিকেটসহ বিভিন্ন খেলায় বাজি লাগাই।
আর বাকি সময় সবার সাথে যেকোনো
ব্যাপারে বাজি খেলি।

👴ম্যানেজার বললঃ শুধু বাজি লাগিয়েই এত
টাকা জমিয়েছো? তাজ্জব ব্যাপার !

বুড়ি বললঃ তাজ্জবের কিছু নেই খোকা।
আমি এখুনি এক লাখ টাকা বাজি ধরতে
পারি যে, তোমার মাথায় নকল চুল
লাগানো...

ম্যানেজার হাসতে হাসতে বললঃ না
দিদা। আমি এখনো যথেষ্ট যুবক ।আর মাথায়
নকল চুল লাগানো নেই।

বুড়িঃ তাহলে লাগাবে কি বাজি?
ম্যানেজার মনে মনে ভাবল, এই বুড়ি পাগল
মনে হচ্ছে। যাই হোক ১ লাখ টাকা ফ্রিতে
কামানো যাচ্ছে, তো অত ভেবে লাভ কি...?
ম্যানেজার রাজি হয়ে গেলো...

বুড়ি বললঃ যেহেতু এক লাখ টাকার ব্যাপার
তাই আমি কাল সকাল ১১ টায় আমার উকিল
নিয়ে এই কেবিনে আসব। আর ওর সামনেই
প্রমান করা হবে। আপনি কি রাজি ?

ম্যানেজার বললঃ ঠিক আছে। আমি রাজি।
ম্যানেজারের রাতে ঘুম আসলো না, সারা
রাত ঐ বুড়ি আর ১ লাখ টাকার কথা ভাবতে
থাকে...
পরের দিন সকালে ঐ বুড়ি উকিল নিয়ে ঠিক
🕥১১ টায় ম্যনেজারের কেবিনে এসে
উপস্থিত।
বুড়ি ম্যানেজার কে বললঃ আপনি কি
রেডি?
ম্যানেজার বললঃ একদম রেডি।
বুড়ি বললঃ যেহেতু প্রমানের দরকার তাই
আমি আমার উকিলের সামনে আপনার চুল
টেনে প্রমান করতে চাই যে চুল আসল না
নকল।
ম্যনেজার ভাবল, এক লাখ টাকার ব্যাপার...
একটু চুলই তো টানবে! তাই সে রাজি হয়ে
গেলো....
বুড়ি ম্যানেজার এর পাশে গেলো আর চুল
ধরে টানতে শুরু করল। আর ঠিক ঐ সময়ই বুড়ি'র
সাথে আসা উকিলটা দেওয়ালে মাথা
ঠুকতে শুরু করে দিলো...!
ম্যানেজার বলে উঠেঃ আরে আরে উকিল
বাবু কি হলো ???
বুড়ি হাসতে হাসতে বললঃ কিছু না। শক
খেয়েছে। আসলে ওর সাথে ৫ লাখ টাকার
বাজি ধরেছিলাম যে আজ সকাল ঠিক ১১
টায়, শহরের সবথেকে বড় ব্যাংকের,,,,
ম্যানেজারের চুলের মুঠি ধরে টানবো 😜

সংগৃহীত

'বল বৃষ্টি তোর ধর্ম কি❓"'বল জল তোর ধর্ম কি❓"'বল ফুল তোর ধর্ম কি❓"'বল সূর্য তোর ধর্ম কি❓"'বল মাটি তোর ধর্ম কি❓"ধর্ম বর্ণ ...
12/03/2024

'বল বৃষ্টি তোর ধর্ম কি❓"
'বল জল তোর ধর্ম কি❓"
'বল ফুল তোর ধর্ম কি❓"
'বল সূর্য তোর ধর্ম কি❓"
'বল মাটি তোর ধর্ম কি❓"
ধর্ম বর্ণ জাতি দূরে রেখে মানুষ হও..
চা বাগানে যতদিন বর্ণ জাত ভেদাভেদ থাকবে আন্দোলন সফল হবে না ।
জেগে ওঠো চা শ্রমিক
জাগিয়ে তোল শ্রেণী সংগ্রাম....

কোন পক্ষে ? সময় বলছে, সাড়া নেই কেন, তুমি থেমে গেলে নাকি ? থেমো না বন্ধু, এখনই থেমো না, কত কাজ আছে বাকি । জীবনের কাছে আ...
10/02/2024

কোন পক্ষে ?

সময় বলছে, সাড়া নেই কেন,
তুমি থেমে গেলে নাকি ?
থেমো না বন্ধু, এখনই থেমো না,
কত কাজ আছে বাকি ।

জীবনের কাছে আছে যে তোমার
কতো না চাওয়া পাওয়া ,
জীবন মানে প্রতি পলে পলে
নিজেকে ছাড়িয়ে যাওয়া।

তুমি কী একা ? কখনোই নয়
অনেকের সাথে মিশে,
তাদের সাধনা মিলে গেছে যেন
তোমার জীবনে এসে ।

বহু মানুষের বেদনার রঙে
নিজেকে রাঙ্গিয়ে তোলো,
চাপা পড়ে থাকা স্বপ্নের কথা
উচ্চ কণ্ঠে বলো !

লক্ষ্যভেদী লক্ষ্য তোমার
লক্ষ্যকে ভেদ করে,
কত কিছুই না দেখছো তুমি
সারাটি জীবন ধরে ।

তোমাকে শেখায়, দেখে যাও শুধু
হীরা মতি চুনী পান্না,
কিন্তু দেখো না কোটি মানুষের
মর্মভেদী কান্না !

নিজেকে বলো, কোন পথে যাবে
চলবে যে কোন লক্ষ্যে ,
কার কথা তুমি শুনবে এবং
দাড়াবে যে কার পক্ষে ?
_____
Comrade Razequzzaman

ফেব্রুয়ারী মাসটাকেই কেন 28 দিন হতে হল, তার পিছনে মূল কারণ হলো পৃথিবীর সূর্যের চারদিকে ঘোরার সময়কাল। পৃথিবী সূর্যের চার...
01/02/2024

ফেব্রুয়ারী মাসটাকেই কেন 28 দিন হতে হল, তার পিছনে মূল কারণ হলো পৃথিবীর সূর্যের চারদিকে ঘোরার সময়কাল। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসতে সময় নেয় ৩৬৫ দিন ৬ ঘণ্টা। এই অতিরিক্ত ছয় ঘণ্টাকে প্রতি চার বছর পর পর একটি দিন হিসেবে যোগ করা হয় ফেব্রুয়ারি মাসে। তাই চার বছর পর পর ফেব্রুয়ারি মাসের দিনসংখ্যা হয় ২৯।

অন্য মাসগুলোকে কেন ফেব্রুয়ারি মাসের পরিবর্তে বেছে নেওয়া হল না, তারও একটি কারণ রয়েছে। প্রাচীন রোমান ক্যালেন্ডারে বছরের প্রথম মাস ছিল মার্চ। এরপর ছিল এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। এই দশ মাসের মধ্যে প্রতিটি মাসের দিনসংখ্যা ছিল ৩০ বা ৩১। এরপর ছিল ফেব্রুয়ারি মাস। এটি ছিল বছরের শেষ মাস।

রোমানরা বিশ্বাস করত যে বিজোড় সংখ্যা অশুভ। তাই তারা ফেব্রুয়ারি মাসকে ২৮ দিনের করেছিলেন। এই ধারণাটি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। তবে এটিই ছিল তখনকার কালচার।

বর্তমানে আমরা যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করি, তা জুলিয়ান ক্যালেন্ডারের সংস্কারকৃত রূপ। জুলিয়াস সিজার এই ক্যালেন্ডারটি প্রবর্তন করেন খ্রিস্টপূর্ব ৪৬ সালে। এই ক্যালেন্ডারেও ফেব্রুয়ারি মাসের দিনসংখ্যা ২৮ ছিল। তবে ১৫৮২ সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তিত হলে ফেব্রুয়ারি মাসের দিনসংখ্যা ২৮ থেকে ২৯ দিন করা হয়।

সুতরাং, ফেব্রুয়ারি মাসটাকেই কেন 28 দিন হতে হল, তার পিছনে মূল কারণ হলো বিজ্ঞানসম্মত। তবে প্রাচীন রোমানদের বিশ্বাসের কারণে এই মাসটিকে ২৮ দিনের করা হয়েছিল।

Prasanta roy

26/01/2024
হাসবার মনে চাই না আর বুকে আছে ঝলসানো দাগ আকাশটা মেঘলা কালো তবু বুঝি আগুনের তাপ। file photo
23/01/2024

হাসবার মনে চাই না আর বুকে আছে ঝলসানো দাগ আকাশটা মেঘলা কালো তবু বুঝি আগুনের তাপ।

file photo

টিভি এন্ড মোবাইল আন্ত চা-বাগান ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৪ইং আয়োজনে: কালিটি চা-বাগান (ব্যাডমিন্টন বয়েজ)।কালিটি চা বাগান...
21/01/2024

টিভি এন্ড মোবাইল আন্ত চা-বাগান
ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৪ইং
আয়োজনে: কালিটি চা-বাগান (ব্যাডমিন্টন বয়েজ)।
কালিটি চা বাগান কুলাউড়া মৌলভীবাজার

Address

Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when কালিটি চা বাগান Kaliti Tea Estate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share