Sreemangal Express

Sreemangal Express জীবনে কম পেলে বাড়ে হিংসা আর বেশি পেলে বাড়ে অহংকার ,বড়ই কঠিন ভারসাম্য রাখা !

15/03/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

27/02/2025

বৃষ্টি বলয়!!!

চলতি বছর গ্রীষ্মকালে ( মার্চ টু জুন) গ্রীষ্মকালীন বৃষ্টি বলয় গুলি অনেকটা উত্তর পূর্ব দিকে হেলে থাকতে পারে, মানে দেশের সিলেট বিভাগ ও এর পার্শ্ববর্তী এলাকায় বেশি সক্রিয় থাকতে পারে।

ফলাফল সিলেট বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টির আশঙ্কা করা যায় ও মে মাসে অতি বৃষ্টির খপ্পরে পড়ে নিচু এলাকা প্লাবিত হবার একটা আশঙ্কা আছে।

সুতরাং সেই দিকটা একটু বেশি খেয়াল রাখবেন,

অপরদিকে বর্ষাকালিন ( জুন টু অক্টোবর) এর বৃষ্টি বলয় গুলো উত্তর পশ্চিম বঙ্গের ও এর পার্শ্ববর্তী এলাকায় বেশি সক্রিয় থাকতে পারে, যেমন রংপুর রাজশাহী বিভাগ ও ভারতের বিহার ও এর পার্শ্ববর্তী এলাকায়, সুতরাং বর্ষায় গঙ্গা পদ্মা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।

এতো আগেই বলে দিলাম, মিলবে কিন্তু আল্লাহ চাইলে।

বিস্তারিত জানার জন্য নিয়মিত Bangladesh Weather Observation Team এর সাথেই থাকুন।

ঝাউবন,হরিণ ছড়া শ্রীমঙ্গল।
02/11/2024

ঝাউবন,হরিণ ছড়া শ্রীমঙ্গল।

01/10/2024



21/08/2024

ভয়াবহ বন্যায় পানিবন্দি মানুষকে উদ্বারের জন্য মৌলভীবাজার সেনাবাহিনীর ↓

▪️ হটলাইন : 01769175680
▪️ ফায়ার সার্ভিস হটলাইন : 102

21/08/2024

⛈ ️️

21/08/2024

হে আল্লাহ,
আপনি দেশবাসীকে বন্যার হাত থেকে রক্ষা করুন। 🤲🤲🤲

শ্রীমঙ্গল কে অন্য উপজেলার সাথে তুলনা করেন তাদের জন্য দিলাম। শ্রীমঙ্গলে কি কি অবস্থিত আছে... ১। বাংলাদেশের একমাত্র চা গবে...
11/07/2024

শ্রীমঙ্গল কে অন্য উপজেলার সাথে তুলনা করেন তাদের জন্য দিলাম।

শ্রীমঙ্গলে কি কি অবস্থিত আছে...

১। বাংলাদেশের একমাত্র চা গবেষনা কেন্দ্র
( BTRI) শ্রীমঙ্গল।

২। মৌলভীবাজার পল্লী বিদুৎ সমিতি, সারা জেলায় বিদুৎসাপ্লাই করা হয় শ্রীমঙ্গল থেকে।

৩। জালালাবাদ গ্যাস অফিস, যা সারা জেলায় গ্যাস সরবারাহ করা হয় এটি শ্রীমঙ্গলে।

৪। বন বিভাগের মৌলভীবাজার রেঞ্জ অফিস
শ্রীমঙ্গল।

৫। বিজিবির সেক্টর অফিস শ্রীমঙ্গলে এখান থেকে
সিলেট বিভাগের প্রায় অর্ধেক সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা দেয়া হয়।

৬। RAB -9 ক্যাম্প শ্রীমঙ্গলে এখান থেকে
মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় র্যাব তার
কার্যকম পরিচালনা করে।

৭।শ্রীমঙ্গল পৌরসভা হচ্ছে বাংলাদেশের প্রথম
শ্রেণীর পৌরসভা।

৮। উপজেলা পর্যায়ে পাঁচ তারকা মানের হোটেল
গ্রান্ড সুলতান শ্রীমঙ্গলে।

৯। বিসিক শিল্প নগরী উপজেলা পযাযে শুধু মাত্র বাংলাদেশের মধ্যে শ্রীমঙ্গলে শিল্প নগরী স্থাপন করেছে।

১০। পদ্মা, মেঘনা, যুমনা তেলের ডিপো শ্রীমঙ্গলে, সারা জেলায় জ্বালানী তেল সরবরাহ করা হয়।

১১। এছাড়া সারা জেলার ব্যবসার নগরী হচ্ছে
শ্রীমঙ্গল।

১২। বসবাসের জন্য সারা বাংলাদেশের মাঝে
শান্তির শহর শ্রীমঙ্গল।

১৩। ধর্মীয় সম্প্রীতির বন্ধ।

১৪। এখানে সামাজিক বিচার ব্যবস্থা খুবই
কার্যকর। রাজনৈতিক সংস্কৃতি ছাড়া বাংলাদেশের যেকোনো স্থান থেকে উল্টো এখানের রাজনৈতিক পরিবেশ খুবই শান্ত।

এক কথায়... শ্রীমঙ্গলের তুলনা শুধুই শ্রীমঙ্গল। ❤

#শ্রীমঙ্গল

খুলনা জেলার ইতিহাসে বিমানেচড়ে বিয়ে করতে যাওয়া "ময়েন" এখন রাস্তার ফকির। নিম্নের ছবিযুক্ত লোকটির নাম মঈন।পাকিস্তান আমলে...
06/07/2024

খুলনা জেলার ইতিহাসে বিমানে
চড়ে বিয়ে করতে যাওয়া "ময়েন" এখন রাস্তার ফকির।

নিম্নের ছবিযুক্ত লোকটির নাম মঈন।পাকিস্তান আমলে বিমানে চড়ে তিনি বরযাত্রী নিয়ে বিয়ে করতে গেছেন।

৭০ দশকে খুলনার বিশিষ্ট শিল্পপতি হিসেবে খ্যাতি লাভ করেন। তিনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারতেন। বাংলা ভাষা বোঝেন কিন্তু উর্দু ভাষায় কথা বলেন।

আল্লাহর কি লীলা-খেলা"মঈন"আজ নিঃস্ব।পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। দু'দিনের দুনিয়ায় টাকার গরম আর অহংকার করবেন না। যে কোন সময়ে, যে কোন মুহূর্তে আমরাও মঈন পাগলার মত রাস্তায় রাস্তায় ঘুরতে পারি।তাই আমি মনে করি এটা সকলের শেয়ার করা উচিত। তাই এটা অনেকের জন্য হতে পারে জীবন পরিবর্তনের এক উজ্জ্বল দৃষ্টান্ত!

- তথ্য সংগৃহীত:

Address

Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Sreemangal Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share