06/06/2025
কোরবানির শিক্ষা
মাহমুদুল হাসান জাকারিয়া
ঈদুল আযহার ঐ কোরবানি,
মুমিনগণের ইমতেহানে ঈমানি।
কার মন কতো স্বচ্ছ, সহিহ- নূরানি,
তা বুঝতে এই বিধান আসে ধরণী।
আছে তার সাথে ইব্রাহিমের স্মৃতি,
ইসমাইলের জান উৎসর্গের প্রস্তুতি।
কোরবানি নয় শুধু পশু জবেহের রীতি,
তা পিতা- পুত্র দু'জনের ঈমানি শক্তি।
কোরবানি শেখায় না নিছক গোশত খাওয়া,
শেখায় কিভাবে যায় আল্লাকে পাওয়া।
কোরবানিতে শুধু হয় মন চাওয়া,
আল্লার প্রতি বান্দার তাকওয়া।
গোশতগুলো না হয়ে ফ্রিজের খোরাক,
নিজের সাথে সবার পাতে যাক।
দুঃখীজন গোশতের অংশ পাক,
সেও ঈদ- আনন্দে শামিল থাক।