10/09/2025
শুধু সাবেক মেম্বারের বাড়ির রাস্তা বলে বর্তমান মেম্বার বারবার এই রাস্তার ইট সলিং এর কাজ গায়েব করে ফেলে!
অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন অনেক ছেলে- মেয়ে স্কুল- মাদরাসায় যায়, গ্রামের প্রায় সব মানুষ কৃষি কাজ করতে গরু- মহিষাহ এই রাস্তা দিয়ে মাঠে যায়। রাস্তাটির পাশে দূর্ভাগ্যবশতঃ ০৭ নং তালিমপুর ইউনিয়ন এর ০২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ ছালু মিয়ার বাড়ি হওয়ায়, বর্তমান মেম্বার খয়রুল হক রাস্তার কাজ করতে নারাজ। মোঃ ছালু মিয়া এমন এক জনপ্রতিনিধি ছিলেন তিনি সমস্ত ওয়ার্ডে কোন না কোন ভাবে প্রায় সমান ভাবে কাজ করিয়েছেন, তারি ধারাবাহিকতায় এই রাস্তায় ও উনার আমলে বাজেট অনুযায়ী মাটি ভরাট এবং ইট সলিং এর কাজ হয়েছিলো। এই পাঁচ বৎসরে না হয়েছে মাটি ভরাটের কাজ, না হয়েছে ইট সলিং এর কাজ।
খয়রুল হকের প্রতিহিংসার কারণে গ্রামবাসী অনেক কষ্ট করছে। গ্রামের মানুষ এর তীব্র নিন্দা জানাচ্ছে।