মুসলিম কণ্ঠ

মুসলিম কণ্ঠ আন্তর্জাতিক বক্তাদের বয়ান পেতে আমাদের সাথে থাকুন | Bangla new waz 2024
(1)

10/09/2025

শুধু সাবেক মেম্বারের বাড়ির রাস্তা বলে বর্তমান মেম্বার বারবার এই রাস্তার ইট সলিং এর কাজ গায়েব করে ফেলে!

অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন অনেক ছেলে- মেয়ে স্কুল- মাদরাসায় যায়, গ্রামের প্রায় সব মানুষ কৃষি কাজ করতে গরু- মহিষাহ এই রাস্তা দিয়ে মাঠে যায়। রাস্তাটির পাশে দূর্ভাগ্যবশতঃ ০৭ নং তালিমপুর ইউনিয়ন এর ০২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ ছালু মিয়ার বাড়ি হওয়ায়, বর্তমান মেম্বার খয়রুল হক রাস্তার কাজ করতে নারাজ। মোঃ ছালু মিয়া এমন এক জনপ্রতিনিধি ছিলেন তিনি সমস্ত ওয়ার্ডে কোন না কোন ভাবে প্রায় সমান ভাবে কাজ করিয়েছেন, তারি ধারাবাহিকতায় এই রাস্তায় ও উনার আমলে বাজেট অনুযায়ী মাটি ভরাট এবং ইট সলিং এর কাজ হয়েছিলো। এই পাঁচ বৎসরে না হয়েছে মাটি ভরাটের কাজ, না হয়েছে ইট সলিং এর কাজ।
খয়রুল হকের প্রতিহিংসার কারণে গ্রামবাসী অনেক কষ্ট করছে। গ্রামের মানুষ এর তীব্র নিন্দা জানাচ্ছে।

26/08/2025
06/08/2025

লানত এই সমস্ত ভণ্ড জনপ্রতিনিধিদের।

05/08/2025

জুলাই গণঅভ্যুত্থান | ২৪ জুলাই ছাত্রদের রক্তগাথা | July Uprising Bangladesh Tribute

03/08/2025

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী'রা,
তোমাদের জন্য খুব বেশি ব্যথিত আমরা।

কথা ও সুর:
তরুণ কবি, মাওলানা মাহমুদুল হাসান জাকারিয়া

27/07/2025
06/06/2025

কোরবানির শিক্ষা
মাহমুদুল হাসান জাকারিয়া

ঈদুল আযহার ঐ কোরবানি,
মুমিনগণের ইমতেহানে ঈমানি।
কার মন কতো স্বচ্ছ, সহিহ- নূরানি,
তা বুঝতে এই বিধান আসে ধরণী।

আছে তার সাথে ইব্রাহিমের স্মৃতি,
ইসমাইলের জান উৎসর্গের প্রস্তুতি।
কোরবানি নয় শুধু পশু জবেহের রীতি,
তা পিতা- পুত্র দু'জনের ঈমানি শক্তি।

কোরবানি শেখায় না নিছক গোশত খাওয়া,
শেখায় কিভাবে যায় আল্লাকে পাওয়া।
কোরবানিতে শুধু হয় মন চাওয়া,
আল্লার প্রতি বান্দার তাকওয়া।

গোশতগুলো না হয়ে ফ্রিজের খোরাক,
নিজের সাথে সবার পাতে যাক।
দুঃখীজন গোশতের অংশ পাক,
সেও ঈদ- আনন্দে শামিল থাক।

🕋 📣 আগামীকাল থেকে শুরু হচ্ছে তাকবিরে তাশরিক  🌙"আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহ...
05/06/2025

🕋 📣 আগামীকাল থেকে শুরু হচ্ছে তাকবিরে তাশরিক 🌙

"আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও লিল্লাহিল হামদ।"

📅 আগামীকাল ৯ জিলহজ (আরাফার দিন) ফজরের নামাজের পর থেকে
📅 ১৩ জিলহজ আসরের নামাজ পর্যন্ত
🕰️ প্রতি ফরজ নামাজের পর একবার তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব।

🔹 মোট সময়কাল: ৫ দিন
🔹 মোট ওয়াক্ত: ২৩টি ফরজ নামাজের পর
🔹 নারী-পুরুষ সবার জন্য এই তাকবির বলা জরুরি (চুপে বা জোরে — মতভেদ আছে, তবে পড়া চাই)।

📖 আল্লাহ তাআলা বলেন:
“তোমরা আল্লাহর জিকির করো নির্ধারিত সংখ্যক দিনে।”
— (সূরা আল-বাকারা: ২০৩)

🌟 তাই এই বরকতময় দিনগুলোতে আমাদের প্রতিটি ফরজ নামাজের পর এই তাকবির বলা যেন কোনোভাবেই বাদ না যায়।
এই সময়ে এটি না বলা গুনাহের কাজ হতে পারে — তাই নিজেরাও পড়ি, অন্যকেও স্মরণ করিয়ে দিই।

💬 তাকবির বলো ঈমানের জোরে:
🗣️ আল্লাহু আকবার, আল্লাহু আকবার... ও লিল্লাহিল হামদ!

---------------------------------

#তাকবিরে_তাশরিক


#কুরবানির_ঈদ


#আরাফার_দিন


#ইবাদত


#ইসলামিক_জ্ঞান


#মুসলিম_আমল


#ঈমান


#জিলহজ


#আল্লাহু_আকবার


#সুন্নাহ


#দ্বীন_প্রচার


#কুরআন_ও_সুন্নাহ

05/06/2025

চোখের পানিতে ভাসে আরাফার ময়দান,
মাফির আশায় কাঁদে মুমিনের প্রাণ।
খোদার রহমত নামে আকাশ হতে,
মিটিয়ে নেয় গুনাহ অসীম রহমতে।
—মাহমুদুল হাসান জাকারিয়া

05/06/2025

Address

Maulvi Bazar
3250

Alerts

Be the first to know and let us send you an email when মুসলিম কণ্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুসলিম কণ্ঠ:

Share

Category