আমাদের মৌলভীবাজার - Moulvibazar

আমাদের মৌলভীবাজার - Moulvibazar আমাদের মৌলভীবাজার পেজে কেউ যদি পোস্ট করতে চান তাহলে আপনার পোস্ট ইনবক্স করুন আমরা আপনার পোস্ট টা কে ৩/৪ ঘণ্টার মধ্যে পাবলিশ করে দিবো। ধন্যবাদ ভাল থাকুন 📷

মৌলভীবাজার জেলার একটি প্রাণবন্ত ফেসবুক পেজ যেখানে আমরা আমাদের জেলার সংস্কৃতি, ইতিহাস, সৌন্দর্য, এবং সাম্প্রতিক ঘটনাগুলি তুলে ধরি।

যদি আপনি আমাদের পেজে কিছু প্রকাশ করতে চান, তবে অনুগ্রহ করে আমাদের ইনবক্স করুন।

যুক্ত থাকুন, আমাদের শহরকে ভালোবাসুন।

13/06/2025

আলহামদুলিল্লাহ মৌলভীবাজারে বৃষ্টি শুরু হয়েছে 🌧️🌩️🌂

02/06/2025

মৌলভীবাজার মনু ব্যারেজ।

আজকের জাফলং এর অবস্থায়।
31/05/2025

আজকের জাফলং এর অবস্থায়।

কিছু কি আড়াল হচ্ছে❓মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল নিয়ে জনমনে ক্ষোভ ও প্রতিবাদমৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজার ২৫০ শয্যা হা...
20/05/2025

কিছু কি আড়াল হচ্ছে❓মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল নিয়ে জনমনে ক্ষোভ ও প্রতিবাদ

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল যেন রোগীদের জন্য দুর্ভোগের আরেক নাম। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ, ডাক্তার সংকট, অপরিচ্ছন্ন ও অনিয়মতান্ত্রিক খাবার, সরঞ্জাম থাকলেও টেকনেশিয়ানের শুন্য ও অনুপস্থিতি, জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স না পাওয়া এবং ডায়ালাইসিস সেবা শুধু তথাকথিত ‘ভিআইপি’দের জন্য সীমাবদ্ধ কি এসব অভিযোগ দীর্ঘদিনের সাধারণ মানুষ এবং সেবা নিতে আশা রুগীদের।

স্থানীয় জনগণ ও রোগীর স্বজনদের কাছ থেকে এমন অসংখ্য অভিযোগ উঠে এসেছে বারবার। এসব অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালালেও ‘অভিযোগের সত্যতা পাওয়া যায়নি’—এই মন্তব্যে বিস্মিত ও ক্ষুব্ধ জেলার সাধারণ মানুষ বলে জানা যায়!

প্রশ্ন উঠেছে, তাহলে যে লাইনে দাঁড়িয়ে একজন রোগীকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, সেই দৃশ্য কি দুদকের চোখে পড়ে নাই❓ যেখানে ডায়ালাইসিস মেশিন রয়েছে, কিন্তু সেবা কি সবার প্রয়োজনে উম্মক্ত ❓
সেখানকার বাস্তবতা কীভাবে অদৃশ্য থাকে তদন্তে অনেকের তা মন্তব্য।

জনগণ মনে করে, দুদকের এই প্রতিবেদনের মাধ্যমে প্রকৃত দুর্নীতির চিত্র কি আড়াল করার চেষ্টা হয়েছে। হাসপাতালের অনিয়মের দায় যেমন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, তেমনি সেগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টায় যারা রয়েছে সমানভাবে দায়ী।

এই অবস্থায় প্রশ্ন উঠে সবার মনে সত্য লুকানো হচ্ছে কি❓
তারা কি নিজ দায়িত্বে অমনোযোগী, না কি প্রভাবশালীদের চাপের আড়ালে রয়েছে অন্য কিছু❓

সাধারণ মানুষের প্রশ্ন, আমরা তাহলে কোথায় যাব❓ রাষ্ট্রের যে প্রতিষ্ঠান দুর্নীতির বিরুদ্ধে লড়ার কথা, সেই প্রতিষ্ঠান যদি নিজের চোখ বেঁধে রাখে, তবে দুর্নীতিকে কে রুখবে❓

জনগণ এখন দাবি জানাচ্ছে:

যদি প্রয়োজন হয় পুনঃতদন্ত করতে হবে জনগণের অংশগ্রহণে।

সাংবাদিক, সিভিল সোসাইটি ও রোগী প্রতিনিধিদের উপস্থিতিতে স্বচ্ছ তদন্ত পরিচালনা করতে হবে।

দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে।

জনগণের মুখ বন্ধ করা যাবে না। দুর্নীতির দায় লুকিয়ে নয়, স্বীকার করে সঠিক ব্যবস্থা নিলেই জনগণের আস্থা ফেরানো সম্ভব।

কত নম্বর লোকটা বেশি ওজন বহন করছে? পারলে উত্তর দিয়ে যান 👌👌
30/04/2025

কত নম্বর লোকটা বেশি ওজন বহন করছে? পারলে উত্তর দিয়ে যান 👌👌

পুরুষ মানুষ অনেকটা খেজুরগাছের মতো - আদর পায় না, যত্ন পায় না , কেউ জল দেয় না , সার দেয় না , গোড়ায় কেউ মাটি দেয় না ...
25/04/2025

পুরুষ মানুষ অনেকটা খেজুরগাছের মতো - আদর পায় না, যত্ন পায় না , কেউ জল দেয় না , সার দেয় না , গোড়ায় কেউ মাটি দেয় না । নিজের পায়ের তলার মাটি নিজেই শক্ত করে - অযত্নে অবহেলায় বেড়ে ওঠে ।

বেড়ে ওঠার পর তার কাছে প্রত্যাশা অনেক ।
তার ফল খুব মিষ্টি , তার রসের জন্য হাহাকার । তার রসের গুড় চিনির কয়েক গুণ বেশী উপকারী । রসের জন্য তাকে বছরের পর বছর ক্ষতবিক্ষত করা হয় । যত দিন বেঁচে থাকে তাকে কাটা হয় , তার রস এক-ফোঁটা এক-ফোঁটা করে নিঙড়ে নেওয়া হয় । রস নেওয়া শেষ হলে তার আর কোনো কদর থাকে না - একাকী অযত্নে পড়ে থাকে ।

জীবন শেষ করার পর জ্বালানী-কাঠ হিসাবে তাকে কাজে লাগানো হয় , মাছ ধরার ফাঁদ হিসাবেও সে অনবদ্য ।
কিন্তু খেজুর গাছ কোনো অভিযোগ করে না , প্রতিবাদ করে না , কিছু প্রত্যাশা করে না , ভালোবাসা চায় না - শুধু ফল দিয়ে যায় , রস দিয়ে যায় আর মাথা উঁচু করে বেঁচে থাকে পরিবারের পুরুষ মানুষটির মতো ।

খেজুরগাছসম পুরুষদের জানাই শুভেচ্ছা ।
সবাই ভালো , সুস্থ ও সুন্দর থাকুক ...

আটো রিক্সা বন্ধ হোক,অটো রিক্সা গুলো অনেক ভয়ং"কর। প্রশাসনের দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিতে আহ্বান জানাচ্ছি💔
23/04/2025

আটো রিক্সা বন্ধ হোক,অটো রিক্সা গুলো অনেক ভয়ং"কর। প্রশাসনের দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিতে আহ্বান জানাচ্ছি💔

মৌলভীবাজারে অবস্থিত ফুচকা তৈরির একটি কারখানার পরিচ্ছন্নতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে❓সেখানে যথাযথ স্বাস্থ্যবিধি না মানার ...
23/04/2025

মৌলভীবাজারে অবস্থিত ফুচকা তৈরির একটি কারখানার পরিচ্ছন্নতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে❓

সেখানে যথাযথ স্বাস্থ্যবিধি না মানার কারণে নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করা হচ্ছে
যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হু/ম/কি হতে পারে।

মৌলভীবাজার জেনারেল হাসপাতাল ২৫০ থেকে ৫০০ শয্যা উন্নিত হয়েছে ঠিক, তবে রোগিদের চিকিৎসার মান উন্নিত হয় নাই। আউটডোর এর রোগিদ...
11/04/2025

মৌলভীবাজার জেনারেল হাসপাতাল ২৫০ থেকে ৫০০ শয্যা উন্নিত হয়েছে ঠিক, তবে রোগিদের চিকিৎসার মান উন্নিত হয় নাই। আউটডোর এর রোগিদের তাদের রুগের চিকিৎসক এর কাছে না পাঠিয়ে সব রোগিদের প্রথমে ১৪৭, সেখানে লাইনে দাঁড়িয়ে ৪৫ মিঃ থেকে ১ ঘঃ চিকিৎসক এর সাক্ষাৎ পেলে তিনি সমস্যার কথা জিজ্ঞাসা করে লিখে দিলেন আপনার সমস্যার চিকিৎসক এর রুম নং লিখে, সেখানে আরও ঘণ্টা থেকে ৪০ মিনিট অপেক্ষার পর চিকিৎসক এর সাক্ষাৎ পেলে তিনিও জিজ্ঞাসা করে শারীরিক পরিক্ষার জন্য, পরিক্ষা শেষে রিপোর্ট নিয়ে ভাগ্য ভাল হলে চিকিৎসক পেলেন আর না হলে পরের দিন আবার লাইনে। এটার নাম উন্নত চিকিৎসা, এটার নামই উন্নতি করণ।
゚ #মৌলভীবাজার

31/01/2025

মৌলভীবাজার সদরে বছরের প্রথম বৃষ্টি হচ্ছে। আলহামদুলিল্লাহ। 🌧️

23/12/2024

করোনার টিকা যারা ফুল ডোজ দিয়েছেন তাঁদের মধ্যে চর্ম ও এলার্জি জনিত রোগ বেশী আকারে দেখা যাচ্ছে।
কথা কি সত্যি?

হারনো বিজ্ঞপ্তি  #মৌলভীবাজার সদর উপজেলা ২নং মনুমুখ ইউনিয়নের ঘোড়াখাল গ্রামের রুমান মিয়ার মেয়ে, রহিমা আক্তার বয়স ১৩ বছর।স...
27/11/2024

হারনো বিজ্ঞপ্তি
#মৌলভীবাজার সদর উপজেলা ২নং মনুমুখ ইউনিয়নের ঘোড়াখাল গ্রামের রুমান মিয়ার মেয়ে, রহিমা আক্তার বয়স ১৩ বছর।
স্কুলে যাওয়ার পথে আজ সকাল ৯ ঘটিকার সময় থেকে পাওয়া যাচ্ছে না,এমতাবস্থায় মেয়ের পরিবার মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।যদি কুনো ব্যাক্তি মেয়েটির সন্ধান পান তাহলে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরুধ করা হল।

01635427445,01733598477.

Address

Sylhet Road
Maulvi Bazar
3200

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের মৌলভীবাজার - Moulvibazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের মৌলভীবাজার - Moulvibazar:

Share

Category