লংলা পরগণা

লংলা পরগণা কুলাউড়ার পথে,প্রান্তরে...

Call & Whatsapp 👇
‪01742-910896
01767-979506
(4)

27/07/2025

কুলাউড়া পৌরসভার ২ ওয়ার্ডের বাসিন্দা যীশু দাস তার সহধর্মিনি অঞ্জনা চক্রবর্তী কে বাচাতে মানুষের দোয়ারে দোয়ারে যাচ্ছে। আমরা কি পাড়ি না যীশুর চোখের পানি মুছে দিয়েঅঞ্জনার চিকিৎসার দ্বায়িত্ব নিতে ,আসুন আমরা সকলে মিলে কিডনি বিকল অঞ্জনা পাশে দাড়াই।কুলাউড়ার পাচ লক্ষ্য জন সাধারণ ১ টাকা করে সহায়তা করলে পাচ লক্ষ্য টাকা হবে। আর বেচে যাবে এক অঞ্জনা জিবন।
যীশু চক্রবর্তী
যোগাযোগ ও বিকাশ ফোন -01315387685

কুলাউড়া উপজেলা বি এন পির সম্মেলন ও কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শেখ মো: শহিদুল ইসলাম। তিনি কুলাউড়া উপজেলা বি এন...
27/07/2025

কুলাউড়া উপজেলা বি এন পির সম্মেলন ও কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শেখ মো: শহিদুল ইসলাম।
তিনি কুলাউড়া উপজেলা বি এন পির সাবেক ২ বারের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
তিনি কুলাউড়া উপজেলা সহ ইউনিয়নের সকলের কাছে দোয়া চেয়েছেন।

এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ ইংরেজিস্ট্রেশন লিংক:https://qr.me-qr.com/e9YSIa22এসএসসি ও দাখিল  পরীক্ষায় উ...
27/07/2025

এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ ইং

রেজিস্ট্রেশন লিংক:https://qr.me-qr.com/e9YSIa22

এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ ইং

❇️ শর্তাবলী:
➤ ২০২৫ সালে এসএসসি/দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী হতে হবে।
➤ রেজিষ্ট্রেশন ফরম পূরণ করতে হবে। [অনলাইন
অথবা অফলাইন]
➤ অফলাইনে রেজিষ্ট্রেশন করার ক্ষেত্রে কমেন্টে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অথবা স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে পারবেন।
➤ ছাত্র/ছাত্রী উভয়ের জন্য প্রযোজ্য।
➤ কুলাউড়া উপজেলার আওতাধীন সকল ইউনিয়নের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

❇️ শিক্ষার্থীদের জন্য যা যা থাকছে:
☞ আকর্ষণীয় ক্রেস্ট
☞ ফুলেল শুভেচ্ছা
☞ আকর্ষনীয় গিফট বক্স ও নাস্তা

❇️ অনুষ্ঠান সংশ্লিষ্ট তথ্য:
◑ ভেন্যু:জেলা পরিষদ অডিটোরিয়াম, কুলাউড়া উপজেলা পরিষদ।
◑ অনুষ্ঠানের তারিখ: ০৪ আগষ্ট ২০২৫,সোমবার, সকাল ১০:০০ ঘটিকা।

◑ রেজিষ্ট্রেশন এর সর্বশেষ সময়:০২ আগস্ট ২০২৫ ইং

◑ রেজিস্ট্রেশন লিংক:https://qr.me-qr.com/e9YSIa22

আয়োজনে:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
কুলাউড়া উপজেলা।

27/07/2025

CNG চালক ক্যান্সার রোগী অসহায় পারভেজ হাসানের চিকিৎসা সহযোগিতায় এগিয়ে আসুন-
রোগীঃপারভেজ হাসান
পিতাঃ মনর আলী
ছোট ভাইঃ তারেক আহমদ
গ্রামঃ মধ্য চুনঘর
ইউনিয়নঃ কাদিপুর,
ওয়ার্ড নং ৫কুলাউড়া, মৌলভীবাজার।
রোগীর বিকাশ (পার্সোনাল) 01313519255 রোগীর ভাই বিকাশ (পার্সোনাল) 01734122993

কুলাউড়ার ভূকশিমইল প্রবাসী পরিষদ রিয়াদ সৌদি আরবে নবগঠিত কমিটির ঘোষণা।  বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার  বৃ...
26/07/2025

কুলাউড়ার ভূকশিমইল প্রবাসী পরিষদ রিয়াদ সৌদি আরবে নবগঠিত কমিটির ঘোষণা।


বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বৃহত্তর ২নং ভুকশিমইল ইউনিয়ন প্রবাসীদের নিয়ে, রিয়াদ সৌদি আরব নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার ২৫জুলাই২০২৫) সংগঠনের অস্থায়ী কার্যালয়,ইশারা আরবাইন.পুরাতন সানাইয়া. রিয়াদ সৌদি আরব।
এই কমিটিতে দলা মিয়াকে প্রধান উপদেষ্টা করে, সহকারী উপদেষ্টাদের তালিকায় রয়েছেন আরো ১২ জন। কাজল (মেম্বার), লাল মিয়া, তেরা মিয়া,, আব্দুস সোবহান,, আব্দুস শহিদ মজনু,শেখ ফখরুল ইসলাম, আব্দুল আজিজ,, আসাদ উদ্দিন ফটিক, হাবিব মিয়া,, কাজল মিয়া আব্দুল আলিম।
রিয়াদ সৌদি আরব নবগঠিত কমিটির দায়িত্বশীল পদে রয়েছেন যারা
সভাপতি নুরুল ইসলাম চাঁদ. সি: সহ সভাপতি মাতাব মিয়া. সহ সভাপতি স্বপন ঘোষ. সালা উদ্দিন, আলী আহমদ. সৈয়দ আতিকুর রহমান
সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সি : সহ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম. সহ সাধারণ সম্পাদক হারুন রশিদ অরুন. এস এ সালা উদ্দিন. আব্দুল মুনিম

সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান,সি: সহ সাংগঠনিক সম্পাদক মনফর মিয়া, সমছু মিয়া, আকরাম হোসেন তালুকদার
দপ্তর সম্পাদক জাকির ইকবাল মামুন, সহ দপ্তর সম্পাদক আলম
কোষাধ্যক্ষ শেখ নজরুল ইসলাম,
ধর্ম সম্পাদক উজ্জ্বল আহমদ সহ ধর্ম সম্পাদক আব্দুল মুকিত ,প্রচার সম্পাদক শেখ আকরাম, সহ প্রচার সম্পাদক শাহ আলম ,
ক্রিড়া সম্পাদক নুরুল ইসলাম রাহেল, সহ ক্রিড়া সম্পাদক রুহেদ আহমদ, আব্দুস সামাদ আজাদ ,
সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ সাংস্কৃতিক সম্পাদক বলাই মিয়া,
সমাজ কল্যান সম্পাদক হোসাইন আহমেদ, সহ সমাজ কল্যান সম্পাদক কামিল মিয়া,
ত্রান ও দূর্যোগ সম্পাদক ফাহিম আহমদ,

প্রধাব সদস্য সচিব ফারুক আহমেদ নির্বাহী সদস্য ইসলাম মিয়া সহ ৪৭ সদস্য নিয়ে নব গঠিত কমিটি গঠন করা হয়েছে।

26/07/2025

কুলাউড়ার বরমচালে মসজিদের ইমামের উপর হা'মলাকারীর গলায় জুতার মালা।

26/07/2025

বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ও কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড:সাইফুল আলম চৌধুরী।এর স্বদেশ আগমন উপলক্ষে শুভেচ্ছা ও স্বাগতম মিছিল

26/07/2025

⭕Live : বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ও কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড:সাইফুল আলম চৌধুরী।
এর স্বদেশ আগমন উপলক্ষে শুভেচ্ছা ও স্বাগতম।

26/07/2025

আন্তঃওয়ার্ড ফুটবল প্রিমিয়ার লীগ ২০২৫ ইং।

[২য় সেমিফাইনাল ম্যাচ]

০৪ নং ওয়ার্ড (ফটিগুলি) VS ০৮ নং ওয়ার্ড (নলডরী)

ভেন্যুঃ নলডরী বাঁশফিল্ড ফুটবল মাঠ।
আয়োজনেঃ সানফ্লাওয়ার স্পোটিং ক্লাব নলডরী।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) জুলাই পদযাত্রা মৌলভীবাজার জেলা। ২৬ জুলাই শনিবার।
26/07/2025

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) জুলাই পদযাত্রা মৌলভীবাজার জেলা।

২৬ জুলাই শনিবার।

কুলাউড়ায় টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ৬০ শিক্ষার্থী।কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায়...
26/07/2025

কুলাউড়ায় টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ৬০ শিক্ষার্থী।

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় মসজিদে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে উপহার পেয়েছেন ৬০ জন শিশু- কিশোর শিক্ষার্থী। শুক্রবার (২৫ জুলাই) রাতে উপজেলার কাদিপুর ইউনিয়নের কাদিপুর জামে মসজিদ প্রাঙ্গণে এসব উপহার বিতরণ করা হয়।

স্থানীয় কাদিপুর ইসলামী যুব সংঘের আয়োজনে দ্বিতীয় বারের মত টানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করার জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কাদিপুর জামে মসজিদের মুতাওয়াল্লী আলহাজ্ব শাহীন আহমদের সভাপতিত্বে ও মসজিদের ইমাম হাফিজ জুবায়ের আহমদ জুবেলের সঞ্চালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি, শিল্পী ও আলোচক, আত-তাশরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা জুবায়ের আহমাদ তাশরীফ। আমন্ত্রিত অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি পুরসাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম আহমদ, সমাজসেবক মছব্বির আলী মছনু, আব্দুস সালাম, মো. সাকু মিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম প্রমুখ।

দ্বিতীয় বারের প্রতিযোগিতায় এলাকার ৬০ জন শিশু ও তরুণ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১১ জন টানা ৪০ দিন জামাতের সাথে নামাজ আদায় করে পুরস্কারের জন্য নির্বাচিত হোন। লটারির মাধ্যমে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ স্থান নির্ধারণ করা হয় এবং বাকি ৭ জন কে যৌথ ভাবে ৫ম স্থান বিজয়ী ঘোষণা করা হয়। ১ম পুরস্কার বাই সাইকেল পান শিক্ষার্থী রাফি। এছাড়া দুইজনকে সেলাই মেশিন, একজনকে চার্জার ফ্যান, সাত জনকে বিশেষ পুরস্কার ও অংশগ্রহণকারী সকলের মধ্যে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বলেন, শিশু-কিশোররা বর্তমানে তথ্য প্রযুক্তির অপব্যবহারের কারণে মাদকাসক্ত হয়ে খারাপ কাজে লিপ্ত হচ্ছে। এলাকার শিশু-কিশোরদের খারাপ কাজ থেকে দূরে রাখতে ও নৈতিক শিক্ষার প্রতি আগ্রহী করতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়। এর আগেও সংগঠনের উদ্যোগে টানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করার জন্য ৫০ শিশু কিশোরকে পুরস্কার দেয়া হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া অনুষ্ঠানে এলাকা থেকে এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এবং বর্তমানে দেশে অবস্থানরত কয়েকজন প্রবাসীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

🏆 আন্তঃওয়ার্ড ফুটবল প্রিমিয়ার লীগ ২০২৫ 🏆🎯 ২য় সেমিফাইনাল ম্যাচ 🎯০৪ নং ওয়ার্ড (ফটিগুলি ) 🆚 ০৮ নং ওয়ার্ড ( নলডরী )📍ভেন্যু: ...
25/07/2025

🏆 আন্তঃওয়ার্ড ফুটবল প্রিমিয়ার লীগ ২০২৫ 🏆

🎯 ২য় সেমিফাইনাল ম্যাচ 🎯

০৪ নং ওয়ার্ড (ফটিগুলি ) 🆚 ০৮ নং ওয়ার্ড ( নলডরী )

📍ভেন্যু: নলডরী ফুটবল খেলার মাঠ।

লাইভ দেখতে চোখ রাখুন 👉 লংলা পরগণা ফেসবুক পেইজে।

Address

Kulaura

Telephone

+8801635370664

Website

Alerts

Be the first to know and let us send you an email when লংলা পরগণা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to লংলা পরগণা:

Share