Jaiyan Wasi

Jaiyan Wasi digital creator

সংগৃহীত :আমি সিক হয়ে যাচ্ছি। এই বাচ্চাও নাই, শেষ। হে আল্লাহ, আমাকে ধৈর্য্য দাও। কি হইলো, কেন হইলো? এই শরীর, এই দেহ, এই চ...
28/07/2025

সংগৃহীত :আমি সিক হয়ে যাচ্ছি। এই বাচ্চাও নাই, শেষ। হে আল্লাহ, আমাকে ধৈর্য্য দাও। কি হইলো, কেন হইলো?

এই শরীর, এই দেহ, এই চোখ, এই গাল, এই চুল! ভাবতেই পারছি না। আমার বাচ্চারও ছোট, স্কুলের মতো নিরাপদ জায়গায় পু'ড়ে গেলো ফুলগুলো।

আমার বাচ্চাও একটা স্কুলে পড়ে। নাম শাহীন স্কুল, পুরনো একটা জীর্ণ ভবন। খুব ভয় করে জানেন। আল্লাহর কসম, আমি ট্রমাটাইজড। চোখভরা শুধু এই বাচ্চাদের ছবি আর আমার ছেলের ছবি।

যাকে প্রাণ দিয়ে ভালোবাসি, সেই বাচ্চার এমন হৃদয়বিদারক মৃত্যু কি মানা যায়? কাল যারা ছিলো, আজ তারা নেই। ওদের বিছানা, পড়ার টেবিল, প্যান্ট, শার্ট এগুলো, দেখলেই তো মা পাগল হবে, বাবা জ্ঞান হারাবে।

হে আল্লাহ, হে আল্লাহ!

গরম ভাতে গাল পু'ড়ে যাবে বলে ফু দিয়ে ভাত জুড়িয়ে দেয়া বাপ-মা কিভাবে সহ্য করবে তার সন্তানের পো'ড়া দেহ?

কবে এই দেশ সবার বাস যোগ্য হবে? ঐ চোরদের ছেলে মেয়েরা সব বিদেশ। আর এই দেশের স্কুলে পু'ড়ে ছাই হয় আমাদের সন্তানেরা, আমাদের বুকের মানিকরা।

C

27/07/2025

মাইলস্টোন স্কুল ভবনের কার্নিশে দাঁড়িয়ে থাকা যে ছেলেটিকে আপনি দেখছেন, তার নাম সূর্য।
চারদিকে আ’গু’ন, ধোঁ’য়া, চিৎকার, আতঙ্ক—বাঁ’চা’’র জন্য সবাই যখন প্রাণপণে ছুটছে, তখন সূর্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

সে চাইলে সবার আগে নিচে নামতে পারতো।
কিন্তু না—সে পেছনে ফিরে বন্ধুদের হাত ধরে বের করে এনেছে আ’গু’নে’র ভে’ত’’র থেকে।
সবাইকে নিরাপদে না’মি’য়ে তারপর নিজে নেমেছে, সবার সবচেয়ে শেষে।

সূর্য শুধু একজন সাহসী কিশোর নয়—সে একজন নীরব নায়ক।
তার মায়ের ভাষায়,

“আমি কখনো বলিনি, আমার ছেলে এ-প্লাস পাক, ফার্স্ট হোক… আমি সব সময় চেয়েছিলাম আমার ছেলে সূর্য যেন একজন মানবিক মানুষ হয়।
মুকুল বিশ্বাস🧡
Sharmin Sathi🧡
সূর্য🧡🧡🧡
#মুকুল_বিশ্বাস #সূর্য

23/07/2025

আমার ভাই মিরসাদের লাশ শনাক্ত হইছে , হ্যাঁ লাশ শনাক্ত হইছে। শুনে খুশি লাগতেছে না? আমিও খুশি হইছিলাম! কিন্তু....
( পুরো পড়েন তারপর জানতে পারবেন লাশগুলো কিভাবে শনাক্ত করা হচ্ছে , যাদের সমস্যা আছে দয়া করে পোস্ট এড়িয়ে যাবেন , মিরসাদের চাচী বলছে আর আম্মুর পাশে বসে সব নিজ কানে শুনছি )

বডি পাইছে মানে দেহ আরকি , মানে আমার ভাই আরকি ;

কেমন বডি জানেন? এমন একটা বডি যেখানে মাথা , পা , হাত কিচ্ছু নাই। তো কি আছে? শার্ট পাইছে , ফুল প্যান্ট এর ছেড়া ছেড়া অংশ পাইছে। শার্টের পিছনের অংশে পিঠের চামড়া লেগে আছে। ওর শার্ট যে এইটা কিভাবে বুঝছে? এইটা আম্মুকে শিখায় দেওয়ার পর আম্মু জিজ্ঞাস করছে। কলের ঐপাশ থেকে উত্তরগুলো ছিল এইরকম :

এক আলাদা রুমে নাকি সবার ড্রেসগুলো খুব আলাদা আলাদা করে সিকিউর করে রাখছে , আলাদা আলাদা করে অনেকের পায়ের আঙুল , হাতের আঙ্গুল , কান এইরকম অংশও রাখা আছে ক্লাস ভিত্তিক। মিরসাদের মামা আর নানা আজকে গেলো খোঁজ নিতে , আজকে বিকালে তারা ঢাকা পৌঁছাইছে মাত্র। তারা আজকে লাশ শনাক্ত গেছে কারণ স্কুল কমিউনিটি থেকে কল আসছে , তাঁরা বলছে অন্তত একবার দেখে যান
কোন অংশ পান কিনা! আমরা সবাই তো লাশ এর ছিটে ফোঁটাও পাবো ধরেই নিছিলাম , বুঝাই ফেলছিলাম মনকে সবাই!

তারপর : গেলো লাশ শনাক্ত করতে....

সব ক্লাস ভিত্তিক বক্স থেকে ক্লাস 1 এর বক্সে যত আঙুল , কান যা যা আছে সবগুলো থেকে আলাদা আলাদা স্যাম্পল সংগ্রহ করছে , কিন্তু একটা স্যাম্পলও মিলেনি আন্টির ডিএনএ এর সাথে , মাইশার ডিএনএ এর সাথে।
(উল্লেখিত যে : আন্টি থেকে ডিএনএ স্যাম্পল উনি যখন আইসিইউতে জীবিত ছিলেন তখন নিয়ে রাখা হইছিলো।)
তারপর দেখলো সব সংগ্রহীত শার্ট ঘেটে , একটা শার্টে ঝাপসা লিখা আছে :
মিরসাদ ইসলাম আযান!

ওই শার্টের পিছনে পিঠের অংশে লেগে আছে মাংস আর চামড়া। আন্টি আর ওর বোন মাইশা এর সাথে ডিএনএ টেস্ট করছে শার্টে লেগে থাকা মাংস , চামড়ার অংশ থেকে। আল্লাহ্ এর রহমতে এই স্যাম্পল মিলে গেছে , না মিললে এই শার্ট নিতে পারতো না ফ্যামিলি। এই শার্টে লেগে থাকা চামড়ার অংশ ছাড়া আমার ছোট ভাইয়ের দেহ হিসেবে আর কিচ্ছু নাই , আর কিচ্ছু নাই। এইটাই আমার ছোট্ট ভাইয়ের শরীর।
এই শার্ট দিয়েই জানাজা হবে আমার ভাইয়ের , এইটাই দাফন হবে কবরে।

ওহ্ আল্লাহ্ আমি তোমার পাপি বান্দাহ , আমি তোমার কাছে জানতে চাই কেনো এমন মৃত্যু আমার ছোট ভাইরে দিলা?😓

Cp এক জান্নাতের পাখির আত্নীয়ের ওয়াল থেকে

22/07/2025

এই দেশে যে অনেক শিশুর জীবন কেড়ে নিলো সে রাষ্ট্রীয় মর্যাদা পেলো আর যে শিক্ষিকা অনেক শিক্ষার্থীর জীবন বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দিলেন তিনি রাষ্ট্রীয় মর্যাদা পেলেন না।আজব দেশ।

Congratulations
03/07/2025

Congratulations

Address

Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Jaiyan Wasi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jaiyan Wasi:

Share