Latest News

Latest News সর্বশেষ যা ঘটেছে.....

25/11/2025

জামায়াতের মৌলভীবাজারের যিনি প্রার্থী, তাঁর বাড়ি রাজনগর—এটা নিয়ে বলা হচ্ছে, তিনি নাকি মৌলভীবাজার সদর থেকে ভোট চাইতে পারেন না। মৌলভীবাজার জেলা বিএনপির নেতা ও মনুমুখ ইউনিয়ন বিএনপির সভাপতি মুস্তাফা মিয়া বলেছেন,
“যদি তিনি মৌলভীবাজার সদর এলাকার প্রার্থী হতেন তাহলে দাবি করার মতো কথা ছিল। কিন্তু রাজনগর থেকে এসে মৌলভীবাজার সদরের ভোট আশা করা ঠিক না—এটা আমাদের বিবেক মানে না। আমাদের মৌলভীবাজারেরই প্রার্থী নাসের রহমান আছেন। তাই জামায়াতের ওই প্রার্থীকে কোনোভাবেই ভোট দেওয়া যাবে না। আপনারাও সতর্ক থাকবেন, উনি এসে আপনাদের ব্রেইনওয়াশ করতে পারেন”—
এই বক্তব্যের সময় উপস্থিত ছিলেন জেলা উলামা দলের সভাপতি আব্দুল হেকিম।

আমি একজন রাজনগরের মানুষ হিসেবে আমার সরল প্রশ্ন হলো—
রাজনগরের মানুষ তো বছরের পর বছর মৌলভীবাজার সদরের প্রার্থীদের ভোট দিয়ে এসেছে। তখন কি কখনো বলা হয়েছে, “সদরে ভোট দেওয়া যাবে না”?
তাহলে আজ রাজনগরের একজন যোগ্য প্রার্থী দাঁড়ালে তাঁর কি ভোট চাইবার অধিকার নেই? কেবল তিনি রাজনগরের বলে কি তাঁকে বঞ্চিত করা হবে?

এটাই আমার প্রশ্ন।

‘আপনার এসপি’ নামে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ সেবা চালুজনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ‘আপনার এসপি’ নামে বিশেষ ...
20/10/2025

‘আপনার এসপি’ নামে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ সেবা চালু

জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ‘আপনার এসপি’ নামে বিশেষ সেবা চালু করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।

“কথা বলি সরাসরি, নিজের সমস্যার সমাধান করি”- এই শ্লোগান নিয়ে চালু হওয়া এ সেবার মাধ্যমে জেলার সাধারণ নাগরিকরা এখন নিজ থানায় বসেই ভিডিও কলে সরাসরি পুলিশ সুপারের (এসপি)সঙ্গে কথা বলতে পারবেন।

জেলার সাতটি থানায় স্থাপন করা হয়েছে বিশেষ ‘আপনার এসপি ডেস্ক’। প্রতিটি ডেস্কে এসপি মনোনীত একজন নারী অপারেটর নাগরিকদের সহায়তা করবেন।

এই উদ্যোগের ফলে অভিযোগ জানাতে বা পুলিশি সেবা নিতে আর জেলা সদরে আসার প্রয়োজন হবে না। নিজ থানাতেই নাগরিকরা এসপির সঙ্গে সরাসরি কথা বলে সমস্যা বা অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি, দূরবর্তী থানার পুলিশ সদস্যরাও ভিডিও কলে এসপির সঙ্গে যোগাযোগ করে তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন।

প্রায় দেড় মাস পরীক্ষামূলকভাবে চালু থাকার পর সোমবার (২০ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার এম,কে,এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।

এ সময় পুলিশ সুপার বলেন, “‘আপনার এসপি’ একটি ডিজিটাল সেবা ডেস্ক। এর মাধ্যমে সাধারণ মানুষের সময় ও অর্থ দুই-ই সাশ্রয় হবে। মানুষের দুর্ভোগ কমিয়ে দ্রুত সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদেরও জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হবে।”

এছাড়া জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশি সেবা গ্রহণে কোনো প্রকার আর্থিক লেনদেন বা দালালের সঙ্গে যোগাযোগ করবেন না। প্রয়োজনে সরাসরি থানার অফিসার ইনচার্জ অথবা ডিউটি অফিসারের কক্ষ থেকে ভিডিও কলে কথা বলুন পুলিশ সুপারের সঙ্গে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো: আজমল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু; জেলার সাত থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ব্রেকিং/ জরুরি সতর্কতা 🚨মেজর জেনারেল কবির এখনো সম্ভবত পালাতে পারেননি।কারণ, ৯ তারিখ থেকে তামাবিল ও কুমিল্লা সীমান্ত দিয়ে ...
11/10/2025

ব্রেকিং/ জরুরি সতর্কতা 🚨

মেজর জেনারেল কবির এখনো সম্ভবত পালাতে পারেননি।

কারণ, ৯ তারিখ থেকে তামাবিল ও কুমিল্লা সীমান্ত দিয়ে পণ্যবাহী ট্রাক ছাড়া আর কোনো যানবাহন বাংলাদেশ থেকে সীমান্ত অতিক্রম করেনি। তিনি ট্রাকে করে যেতে পারেন, তবে সেই সম্ভাবনা খুবই কম।

কবির যাদের সঙ্গে শেষবার কথা বলে ফোন বন্ধ করেছেন, তাদের সবাইকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে অনেকে আগের সেট রেখে শুধু সিম পরিবর্তন করেছে।

কবিরের এক সহযোগী এখনো নেত্রকোনা থেকে সক্রিয় রয়েছে।

বিজিবি ইতোমধ্যে সব সীমান্ত সিল করে দিয়েছে।তবে সে নেত্রকোনার সংলগ্ন সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করতে পারেন।

নেত্রকোনা বাসী সতর্ক থাকুন৷ ঘা/ত/ক কবিরকে দেখলেই দ্রুত ধরে পুলিশে দিন!

ফ‍্যাসিস্টের দোসর দ্বারা অপসাংবাদিকতা এবং মৌলভীবাজারের সম্মানিত জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন এর বিরুদ্ধে মিথ্যা বানোয়া...
11/10/2025

ফ‍্যাসিস্টের দোসর দ্বারা অপসাংবাদিকতা এবং মৌলভীবাজারের সম্মানিত জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করেন সচেতন নাগরিক সমাজ।

02/10/2025

মৌলভীবাজার ৩ আসনের মান্নান চাচা

যদি ক্ষমতায় যেতে পারি খাস জায়গা-জমিগুলোকে আমরা আরো উন্নত করে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলবো: আব্দুল মান্নান প্রেস রিল...
29/08/2025

যদি ক্ষমতায় যেতে পারি খাস জায়গা-জমিগুলোকে আমরা আরো উন্নত করে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলবো: আব্দুল মান্নান

প্রেস রিলিজ::
মৌলভীবাজার-৩ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী আব্দুল মান্নান বলেছেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি প্রতিটি উপজেলার যেসব জায়গা খাস জমি রয়েছে, এই জমিগুলোকে আমরা আরো উন্নত করে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলবো। আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, এই যুব সমাজকে ভূমিকা রাখতে হবে। যুব সমাজের ভূমিকার কারণেই এই স্বৈরাচারী গোষ্ঠী দেশ থেকে পলায়ন করেছে। আমরা দেখেছি শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের যত ভালো কাজ হয়েছে ইনকিলাব হয়েছে সেইসব কাজে কিন্তু যুব সমাজি সর্বোচ্চ ভূমিকা রেখেছে। আমি আশা করি আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই যুব সমাজ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত: ৮ নং ওয়ার্ড মুর্শেদ কাপ ফুটসাল বার ফুটবল টুর্নামেন্ট ২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা এই খেলাটি আয়োজন করে মৌলভীবাজার পৌরসভাবাসিকে উপভোগ করার একটি ক্ষেত্র তৈরি করেছেন, আমি প্রথমেই এই খেলার আয়োজককে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা খেলাধুলায় অংশগ্রহণ করে খেলাটি উপভোগ্য করে তুলেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খেলাধুলার মাধ্যমে মানুষের মন ভালো থাকে, অপরাধমূলক কাজ থেকে বিরত থাকে।

মৌলভীবাজার শহরের ৮ নম্বর ওয়ার্ডের টিমগুলোকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে মুর্শেদ কাপ ফুটসাল বার ফুটবল টুর্নামেন্ট ২৫, যা তরুণদের মাঝে ক্রীড়াচর্চা ও ঐক্যবদ্ধতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করেছে। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এলাকার বিভিন্ন পাড়া ও মহল্লার তরুণ দলসমূহ। খেলাগুলো অনুষ্ঠিত হয় চরম প্রতিযোগিতামূলক ও উত্তেজনাপূর্ণ পরিবেশে। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়া অনুরাগীরা।

পৌর জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, ৪নং ওয়ার্ড এর কাউন্সিলর পদপ্রার্থী মুক্তাদির আহমদ, মৌলভীবাজার পশ্চিম বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি মহিউদ্দিন আহমদ শাহিনসহ আরো অন্যান্যরা।

আয়োজক আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ বলেন, খেলাধুলার মাধ্যমে মানুষের শরীর সুস্থ থাকে, মন ভালো থাকে। খেলার মাধ্যমে একটি উন্নত জাতি গঠন করা যায়। এই ফুটবল খেলার মাধ্যমে আমরা চাই আগামী দিন একটি হামজা তৈরি হবে ইনশাল্লাহ। এই খেলা শুধু মৌলভীবাজারের ৮ নং ওয়ার্ডের সীমাবদ্ধ থাকবে না, এখান থেকে বাংলাদেশের জাতীয় ফুটবলে একজন ভালো মানের খেলোয়াড় উপস্থাপন করবো ইনশাল্লাহ।

তিনি বলেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, এই ০৮ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি ইন্দোনমূলক কাজে এবং প্রত্যেকটি ভালো কাজে, আমি আপনাদের সাথে আছি আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই ওয়ার্ডকে একটি মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে হবে। এই ওয়ার্ডকে আমরা একটি পরিচ্ছন্ন ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ । এই ওয়ার্ডের যত প্লেয়ার আছে সব প্লেয়ারদেরকে নিয়ে একটি রেজিস্টার্ড ক্লাব গঠন করব। আমরা কথা দিচ্ছি এই খেলাটি শেষ নয় আমরা তিন মাস অন্তর এই খেলাটি আয়োজন করবো, ইনশাআল্লাহ।

02/08/2025

ঢাকা, ০২ আগস্ট, ২০২৫: অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ বিকেল ৫ টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।

"ঢাকার খাল গুলোতে রাজনীতিবিদ, মেয়র, ডিসিদের বছরে দুই বার গোসল করার বিধান রাখলে পরিবেশ ঠিক হয়ে যাবে!"- অ্যাডভোকেট এহসানুল...
26/07/2025

"ঢাকার খাল গুলোতে রাজনীতিবিদ, মেয়র, ডিসিদের বছরে দুই বার গোসল করার বিধান রাখলে পরিবেশ ঠিক হয়ে যাবে!"
- অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী

16/07/2025

সংঘর্ষ হইল পুলিশ সেনাবাহিনী এবং গ্রামবাসীর মধ্যে। ছাত্রলীগ মরলো কেমনে??

08/07/2025

ভাবতে পারেন?
ডাইনিটা স্টীল নাও বাংলাদেশে, যার সামনে দাঁড়িয়ে কোনো সাংবাদিক পাল্টা কোনো প্রশ্ন করতে পারতো না। তার নির্দেশে প্রশাসন হাজারও মানুষকে খু*ন, গুম করেছে। সমাবেশ কিংবা মিছিলে গুলি ছিল নিয়মিত ঘটনা।

সেই ডাইনির বিরুদ্ধে তার হাতে গড়া প্রশাসনের বন্দুকের সামনে দাঁড়িয়ে বর্জ কণ্ঠের স্লোগান যখন হচ্ছিল তখন চারিদিক প্রকম্পিত হচ্ছিল। সেই ঢেউ পৌঁছে গিয়েছিল টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত।

ছাত্র-জনতা নেমে এসেছিল রাজপত্থে। অতঃপর আমরা একটা বিজয় পেয়েছিলাম।

Address

Maulvi Bazar
3200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Latest News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category