নীড় কম্পিউটার Neer Computer

নীড় কম্পিউটার Neer Computer Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নীড় কম্পিউটার Neer Computer, Digital creator, Rabirbazar, kulaura, Maulvi Bazar.

🕘 ভর্তি চলছে, অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন ফাইন আর্টস ( চারুকলা ), ফিজিক্যাল এডুকেশন ( বিপিএড )১ বছর মেয়াদী, ২০২৫ (জা...
13/12/2024

🕘 ভর্তি চলছে, অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন ফাইন আর্টস ( চারুকলা ), ফিজিক্যাল এডুকেশন ( বিপিএড )
১ বছর মেয়াদী, ২০২৫ (জানুয়ারি- ডিসেম্বর) সেশনে।
⚽️ MPO ভুক্ত স্কুলে, প্রাইমারি স্কুল ও স্কুল এন্ড কলেজে চারুকলা ও বিপিএড বিষয়ে সহকারী শিক্ষক হতে চান?
⚽️ চাকুরি প্রত্যাশী স্নাতক ডিগ্রি/সমমান পাশ শিক্ষার্থী ১ বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন ফাইন আর্টস ( চারুকলা ), ফিজিক্যাল এডুকেশন ( বিপিএড ) কোর্সটি সম্পন্ন করে শিক্ষক হতে পারবেন।
⚽️ বিস্তারিত
নীড় কম্পিউটার ট্রেনিং সেন্টার-62029
রবিরবাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
www.neercomputer.com
📲 01711910731, 01793503366

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত নীড় কম্পিউটার ট্রেনিং সেন্টার এর জানুয়ারি - জুন, এপ্রিল- জুন/ ২৪,  মোট ৯৬ জন শিক্...
27/09/2024

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত নীড় কম্পিউটার ট্রেনিং সেন্টার এর জানুয়ারি - জুন, এপ্রিল- জুন/ ২৪, মোট ৯৬ জন শিক্ষার্থী মৌলভীবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা দিয়েছেন

👉২০২৪ সালের শেষ সুযোগ👍🎨🎯 সরকারি অনুমোদিত ১ বছরের অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সে ভর্তি চলছে! 🎯🎨🔸 ফাইন আর্টস (চারু ও কারুক...
12/09/2024

👉২০২৪ সালের শেষ সুযোগ👍
🎨🎯 সরকারি অনুমোদিত ১ বছরের অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সে ভর্তি চলছে! 🎯🎨

🔸 ফাইন আর্টস (চারু ও কারুকলা)
🔸 ফিজিকাল এডুকেশন (বিপিএড)

🖌️ আপনার সৃজনশীলতা ও প্রতিভার বিকাশ ঘটান, অথবা শারীরিক শিক্ষা ও ফিটনেসের প্রশিক্ষণ নিন! 🏃‍♂️

কোর্সের বৈশিষ্ট্যসমূহ:
✅ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত
✅ প্রফেশনাল প্রশিক্ষকগণ
✅ হাতে-কলমে প্রশিক্ষণ
✅ সীমিত আসন সংখ্যা (৪০ জন)

🏫 নীড় কম্পিউটার ট্রেনিং সেন্টার
রবিরবাজার, কুলাউড়া, মৌলভীবাজার

📞 ভর্তি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
01711910731

👉 দ্রুত যোগাযোগ করুন, আসন সংখ্যা সীমিত!

11/09/2024
আপনি কি প্রাইমারি হাই-স্কুলে শারীরিক শিক্ষার শিক্ষক হতে চান? আর দেরি কেন? আজই যোগাযোগ করুন এবং আপনার ক্যারিয়ারকে এক ধাপ...
13/06/2024

আপনি কি প্রাইমারি হাই-স্কুলে শারীরিক শিক্ষার শিক্ষক হতে চান? আর দেরি কেন? আজই যোগাযোগ করুন এবং আপনার ক্যারিয়ারকে এক ধাপ এগিয়ে নিন। আমাদের সঙ্গে যোগ দিন এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে অবদান রাখুন। বিস্তারিত জানতে আজই ফোন করুন: 01711910731।"
" #কুলাউড়া #মৌলভীবাজার #সিলেট

09/05/2024

প্রাথমিকে ৫১৬৬ সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগ: সচিব কমিটিতে অনুমোদন। নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৫/২০২৪: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের পাঁচ হাজার ১৬৬ জন শিক্ষক নিয়োগের প্রস্তাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি দেওয়ার পর এবার অনুমোদন দিয়েছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি। এর মধ্যে
গতকাল শনিবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠক এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ১১তম সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীতের দুই হাজার ৫৮৩ জন এবং শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক দুই হাজার ৫৮৩ জন অনুমোদন দেয়া হয়েছে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন-কর্মসূচির (পিডিপি-৪) এর আওতায় এসব শিক্ষকদের বেতন-ভাতা দেওয়া হবে। রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের পদ সৃজন সংক্রান্ত প্রস্তাবনায় সচিব কমিটি অনুমোদন দিয়েছে।

ফরিদ আহাম্মদ বলেন, মূল কাজ শেষ হয়ে গেছে। অনানুষ্ঠানিক কিছু কাজ বাকি রয়েছে। এগুলো সম্পন্ন করে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আশা করছি আগামী তিন থেকে চার মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হবে।
জানা গেছে, সচিব কমিটির অনুমোদনের পর এখন অল্প কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে এক মাসের মতো সময় লাগতে পারে। এরপরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে নিয়োগ কার্যক্রম সেপ্টেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
দেশে বর্তমানে ৬৫ হাজার ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দফায় নতুন করে জাতীয়করণ করেছেন ২৬ হাজার ১৫৯টি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ৬১টি রয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২০২০ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের প্রস্তাবনা তৈরি করে। প্রাথমিক শিক্ষার মান বাড়াতে প্রশাসনিক সংস্কারে এই উদ্যোগ নেওয়া হয়। নতুন করে এক লাখ ৬৯ হাজার ১২৪টি শিক্ষকের পদ সৃষ্টির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় গণশিক্ষা মন্ত্রণালয়। এসব পদের ছিল মধ্যে দুই হাজার ৫৮৩টি সংগীত, দুই হাজার ৫৮৩টি শারীরিক শিক্ষা, সাধারণ শিক্ষকের পদ ৯৮ হাজার ৩৩৮টি সাধারণ এবং সহকারী প্রধান শিক্ষকের পদ ৬৫ হাজার ৬২০টি। এই প্রস্তাবের মধ্যে সম্প্রতি সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের পদ অনুমোদন প্রস্তাবের সম্মতি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন-কর্মসূচির (পিডিপি-৪) এর আওতায় এসব শিক্ষকদের বেতন-ভাতা দেওয়া হবে। এর আগে অর্থ মন্ত্রণালয় এসব শিক্ষক নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে।প্রস্তাবটি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে পাঠানো হলে তা অনুমোদন লাভ করে। এখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে প্রাথমিক শিক্ষা অধিদফতর নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে শিক্ষক নিয়োগ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৫/২০২৪

Digital creator

Address

Rabirbazar, Kulaura
Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when নীড় কম্পিউটার Neer Computer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share