Md Oliur Rahman

Md Oliur Rahman ইসলামিক লেখা ও ভিডিও পেতে পেইজটি লাইক অথবা ফলো করে সাথে থাকুন।

বাঙালি মুসলমানের অবিসংবাদিত নেতা আল্লামা মামুনুল হক সাহেবের কারামুক্তির দিনটি স্মৃতি হয়ে থাকুক টাইমলাইনে। প্রিয় রাহবার হ...
30/05/2024

বাঙালি মুসলমানের অবিসংবাদিত নেতা আল্লামা মামুনুল হক সাহেবের কারামুক্তির দিনটি স্মৃতি হয়ে থাকুক টাইমলাইনে। প্রিয় রাহবার হাফিযাহুল্লাহ। ❤️

আজ দারুল উলুম দেওবন্দের ১৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী।কওমি মাদ্রাসার সূতিকাগার হিসাবে পরিচিত প্রতিষ্ঠানটি ১৮৬৬ সালের ৩০ মে প্...
30/05/2024

আজ দারুল উলুম দেওবন্দের ১৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

কওমি মাদ্রাসার সূতিকাগার হিসাবে পরিচিত প্রতিষ্ঠানটি ১৮৬৬ সালের ৩০ মে প্রতিষ্ঠিত হয়। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের পর ভারতবর্ষের মানুষের মাঝে ইসলাম ও দেশপ্রেমের চেতনা বিস্তারের লক্ষ্যে মাওলানা কাসিম নানুতুবির ১৮৩২-৮০ খ্রি. নেতৃত্বে এর কার্যক্রম শুরু হয়।

প্রথম শিক্ষক ছিলেন মোল্লা মাহমুদ দেওবন্দী এবং প্রথম ছাত্র ছিলেন মাহমুদ হাসান দেওবন্দী-যিনি পরবর্তীকালে শাইখুল হিন্দ নামে প্রসিদ্ধি লাভ করেন।

23/02/2023

আওলাদে রাসূলদের অমলিন হাসি! মাশাআল্লাহ।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিবাজারে আগুন জ্বলছে। সত্যিই যেন কাঁচাবাজার, মাছের বাজার, মুদির দোকানসহ সব জায়গায় জ্...
22/02/2023

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

বাজারে আগুন জ্বলছে। সত্যিই যেন কাঁচাবাজার, মাছের বাজার, মুদির দোকানসহ সব জায়গায় জ্বলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির আগুন। পেঁয়াজ, মরিচ, তেল, চাল, ডাল, ডিমসহ সব ধরনের পণ্যের দাম বাড়ছে দ্রুতগতিতে। এর সঙ্গে যোগ হয়েছে জ্বলানি তেলে মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাসের বাড়তি দাম।
দ্রব্যমূল্যের এই ক্রমাগত ঊর্ধ্বগতি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সমাজে ব্যাপক প্রভাব ফেলেছে। মধ্যবিত্ত পরিবারের মানুষ না পারছে এত দাম দিয়ে জিনিস কিনতে, আর না পারছে অনাহারে থাকতে।
এদিকে সবচেয়ে বেশি ভুগছেন খেটে খাওয়া দিনমজুরেরা, যাঁরা প্রতিদিনের খাবার প্রতিদিন কিনে খান। তাঁরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। তাঁরা কীভাবে এই বাড়তি দামের সঙ্গে খাপ খাইয়ে চলবেন? জিনিসের দামের সঙ্গে তাঁদের শ্রমের মূল্য তো বাড়েনি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, এই অস্থিতিশীল অবস্থা নিরসনে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এ ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ ছাড়া বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয়।

17/02/2023

বিজ্ঞজনের শিক্ষনীয় উক্তি

প্রতিহিংসা ক্ষুধার এক দৈত্য, চিরকাল রক্তপিপাসু এবং কখনও পূরণ হয় না।
_______________
সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায় কিন্তু তারা হার মানে না।
_______________

ওকে কখনো ঘৃণা করোনা যে তোমাকে দেখে হিংসা করে! কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশে শ্রেষ্ঠ।

-সংগৃহীত

14/02/2023

অশ্লীলতা বিপর্যয় ডেকে আনে

অশ্লীলতা মানুষের দুনিয়া ও আখিরাত ধ্বংস করে। মানুষের আমল-আখলাত নষ্ট করে দেয়। এ কারণে মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের অশ্লীলতা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না। কেননা এটা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ।’ (সুরা বনি ইসরাঈল, আয়াত : ৩২)

উপরের আয়াতে মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের ব্যভিচারের কাছেও যেতে নিষেধ করেছেন। এর কারণ বলা হয়েছে, তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। তাই মুমিন-মুসলমানের জন্য এমন কোন আয়োজনে কিংবা অনুষ্ঠানে অংশগ্রহণ করা অনুচিত যেখানে অশ্লীল কার্যকলাপ সংঘটিত হওয়ার পূর্ণ আশঙ্কা রয়েছে।

আল্লামা সায়্যিদ আরশাদ মাদানি হাফিযাহুল্লাহ উলামায়ে দেওবন্দের সূর্য সন্তান। বাকিয়্যাতুস সালাফ। এই বয়োবৃদ্ধকালেও পৃথিবীর এ...
13/02/2023

আল্লামা সায়্যিদ আরশাদ মাদানি হাফিযাহুল্লাহ

উলামায়ে দেওবন্দের সূর্য সন্তান। বাকিয়্যাতুস সালাফ। এই বয়োবৃদ্ধকালেও পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন। বাতিলের বিরুদ্ধে নির্বিঘ্নে-নির্ভয়ে হুংকার দিচ্ছেন। উগ্র হিন্দুত্ববাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে চোখে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছেন সত্য-মিথ্যার আসল পার্থক্য। শায়খুল ইসলাম রহ.'র রেখে যাওয়া অসমাপ্ত ইসলামি আন্দোলনের হাল ধরেছেন। দরসের মসনদে তিনি যুগশ্রেষ্ট মুহাদ্দিস। মাঠে-ময়দানেও তিনি বাবার বলিষ্ঠ কণ্ঠস্বরের উজ্জ্বল প্রতিচ্ছবি।

মুসলিম বিশ্বের এই মহান ব্যক্তিত্বকে আল্লাহ নিরাপত্তার চাদরে আবৃত রাখুন। সকল প্রকার মিথ্যা ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আমাদের উপর তার ছায়াকে আরো দীর্ঘ থেকে দীর্ঘায়িত করুন। আমিন।

13/02/2023

জমিয়তে উলামায়ে হিন্দের ৩৪ তম কনফারেন্সে হযরত সায়্যিদ আরশাদ মাদানী হাফি. এর ৩০ মিনিট দীর্ঘ বক্তব্যের এই ২ মিনিট ৫০ সেকেন্ডের বয়ানটুকু পুরো হিন্দুস্তানে তোলপাড় সৃষ্টি করে৷
এটিই আমাদের পরিচয়, এটিই আমাদের ইতিহাস৷ হিন্দুস্তানের মুসলমানের বাস্তব ইতিহাস এটি!
হযরতের বয়ানের পূর্বে এক হিন্দু পণ্ডিত বলেছিল, হিন্দুস্তানের পূর্বপুরুষ হিন্দু ছিল৷ এবং মুসলমানদেরকে পূর্ব পুরুষের অনুসারী হওয়ার দাওয়াত দিলে হযরত হাফি. তার উত্তরে এই ঈমানদীপ্ত বক্তব্য দেন৷

Pakistani renowned scholar M***i Taqi Usmani has been ranked as the 6th most influential Muslim for the year 2023, accor...
01/11/2022

Pakistani renowned scholar M***i Taqi Usmani has been ranked as the 6th most influential Muslim for the year 2023, according to The Muslim 500 list.

The list of the top 500 Muslims worldwide is released annually by a research entity, The Royal Islamic Strategic Studies Centre.

According to the list, Saudi Arabia's King Salman bin Abdul Aziz Al Saud has been ranked most influential Muslim of 2023

মদিনার বুকে আরবদের কোন ফিকহি মাজলিস হবে, সে ফিহকি মাজলিসে আনারব একজন মানুষ সভাপতিত্ব করবেন, চাট্টিখানি কথা নয়৷ বলছিলাম শ...
31/10/2022

মদিনার বুকে আরবদের কোন ফিকহি মাজলিস হবে, সে ফিহকি মাজলিসে আনারব একজন মানুষ সভাপতিত্ব করবেন, চাট্টিখানি কথা নয়৷ বলছিলাম শাইখুল ইসলাম হযরত তাকী উসমানী হাফি.এর কথা৷

গত একদিন পূর্বে মাদীনাতুল মুনাওয়ারায় AAOIF এর সম্মেলন অনুষ্ঠিত হয়৷ তাতে সভাপতিত্বের আসন অলংকৃত করেন হযরত তাকী উসমানী হাফি. ৷

আমাদের উপমহাদেশের একমাত্র সম্পদ; যাকে আরব, অনারব সমানভাবে সম্মান করে৷ মর্যাদা দেয়৷ দেশ-বিদেশের সকল বড় বড় ইলমি ব্যক্তিত্বরা পর্যন্ত যাকে অভিভাবক হিসেবে গ্রহণ করতে আনন্দবোধ করে৷ আল্লাহ তাআলা সাম্মানের সর্বোচ্চ আসনে সমাসীন করেছেন যাকে৷ আরবে অসংখ্য ফিকহি মাজলিসের মূল পরিচালক ছিলেন যিনি, এখনও আছেন৷

দারুল উলূম দেওবন্দ যেসব সূর্যসন্তানদের নিয়ে গর্ব করে তাদের অন্যতম, আমাদের হযরত তাকী উসমানী হাফি.৷ তিনি পুরো পৃথিবী সফর করেছেন৷ পৃথিবীর যে প্রান্তেই গিয়েছেন, দারুল উলূম দেওবন্দ ও তার ফিকিরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন৷ পৃথিবীর বুকে ফিকরে দেওবন্দ নিয়ে সবচে বেশি প্রচার-প্রসার যার মাধ্যমে হয়েছে তিনি আমাদের শাইখুল ইসলাম হযরত তাকী উসমানী হাফি.
أؤلئك أبائي فجئني بمثلهم
إذا جمعتنا يا جرير المجامع
Zubair Hanif

29/10/2022

স্কুল শিক্ষার্থীর কণ্ঠে অসাধারণ না'তে রাসূল (সাঃ)

Address

Kulaura
Maulvi Bazar
3223

Alerts

Be the first to know and let us send you an email when Md Oliur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Oliur Rahman:

Share