ASHAB Live TV

ASHAB Live TV ASHAB LIVE TV হক্কানী আলেম-ওলামাদের ওয়াজ মাহফিলের ভিডিও আপলোড হয়ে থাকে।
সকল ভিডিও পেতে পেইজ ফলো করুন

19/06/2025

মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা
পাগড়িদান অনুষ্ঠানে -
আলেম-উলামাদের প্রতি গুরুত্বপূর্ণ নসিহত
আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ

ইলম, খিদমত ও দ্বীনি দায়িত্বে নিয়োজিত আলেম সমাজের উদ্দেশ্যে এক হৃদয়স্পর্শী ও গঠনমূলক বয়ান।
সকলের জন্য তা শিক্ষনীয় ও আমলযোগ্য।

13/06/2025

"ওয়াসিয়া জীবন আমার, চায়গু শুধু তোমার দিদার।"
— একটি হৃদয়ছোঁয়া ইসলামিক গজল থেকে।
কন্ঠ নাজমুল ইসলাম নুরী।
আসহাব শিল্পীগোষ্ঠী।

🕋 আল্লাহর দিদারই মুমিন হৃদয়ের চূড়ান্ত কামনা। দুনিয়ার মোহ নয়, চাওয়া শুধু তাঁর সান্নিধ্য।

#ইসলামিকউক্তি #গজলেরলাইন #আল্লাহরদিদার

13/06/2025

সবাই যায় নবীজির বাড়ী... আমার যাওয়া হইলো না।
নাজমুল ইসলাম নুরী।
আসহাব শিল্পীগোষ্ঠী কমলগঞ্জ









13/06/2025

""রইলাম পড়ে, শুধু যে বাংলায় আমি অসহায়, কবে যাব সোনার মদীনা?"
কন্ঠ সুর নাহিদুল ইসলাম।
আসহাব শিল্পীগোষ্ঠী কমলগঞ্জ।

13/06/2025

শাহ জালাল (রহ) সংক্ষেপে একটি কারাম..
মাওলানা জহিরুল ইসলাম ফরিদী









13/06/2025

► মানব সৃষ্টির রহস্য
► আলোচক : হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম কমলগঞ্জী।
► সাবস্ক্রাইব করুন: ASHSB TV
মোবাইল : 01733760565

13/06/2025

🌹 মিলাদ শরীফ: ভালোবাসা ও রহমতের মাহফিল 🌹
মাওলানা মিজানুর রহমান আলেক।
মোবাইল : 01748512355

মিলাদ শরীফ একটি পবিত্র ও বরকতময় ইসলামি আয়োজন, যেখানে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন, চরিত্র, এবং তাঁর উম্মতের প্রতি অশেষ মমতা ও দয়ার কথা স্মরণ করা হয়। এটি মূলত নবীজীর জন্ম, রিসালাত, ও তাঁর আলোকময় জীবনাদর্শকে কেন্দ্র করে এক আত্মিক ও আধ্যাত্মিক সমাবেশ।

এই মাহফিলে কোরআন তিলাওয়াত, দরুদ পাঠ, হাম্দ, নাত, এবং নবীজীর শানে বিশেষ আলোচনা করা হয়। এতে হৃদয় হয়ে ওঠে কোমল, চোখে আসে অশ্রু, আর অন্তর ভরে ওঠে ভালোবাসা ও ঈমানের উষ্ণতায়।

মিলাদ শরীফ হলো—
🔹 নবীপ্রেমের বহিঃপ্রকাশ,
🔹 আত্মশুদ্ধির মাধ্যম,
🔹 রহমত, বরকত ও শান্তির আহ্বান।

আসুন, আমরা সবাই মিলাদ শরীফের মাধ্যমে নবীজীর প্রতি ভালোবাসা জাগ্রত করি, তাঁর সুন্নাহকে আঁকড়ে ধরি, এবং আমাদের জীবনকে আরও আলোকিত করি।

"ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লূনা আলান্নাবী..."
(নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীজীর প্রতি দরুদ পাঠ করেন।)

13/06/2025

► সূরা আদ দুহা
► তিলাওয়াত: হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম কমলগঞ্জী।
► সাবস্ক্রাইব করুন: ASHSB TV

সূরা আদ দুহা এর অন্তর তৃপ্ত করা কণ্ঠে তিলাওয়াত। Surah Ad Dhuha
মোবাইল :-০১৭৩৩৭৬০৫৬৫

13/06/2025

🌟 জুমার দিনের কিছু শিক্ষনীয় বিষয়:

১. গোসল করা ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা:

জুমার দিনে গোসল করা, ভালো পোশাক পরা, আতর ব্যবহার করা – এসব সুন্নত।
📖 হাদীস: “জুমার দিনে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য গোসল করা ওয়াজিব।” (সহীহ বুখারী)

২. জুমার নামাজের গুরুত্ব:

জুমার নামাজ ফজরের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। যারা ইচ্ছাকৃতভাবে তা ত্যাগ করে, তাদের জন্য কঠিন সতর্কবাণী এসেছে।
📖 হাদীস: “যে ব্যক্তি তিনটি জুমা পরপর ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন।” (তিরমিজি)

৩. সুরা কাহফ পাঠ করা:

জুমার দিনে সূরা কাহফ পাঠ করলে এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত নূর (আলো) পাওয়া যায়।
📖 হাদীস: “যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পাঠ করবে, তার পায়ের তলা থেকে আকাশ পর্যন্ত নূর বিকিরিত হবে।” (হাকিম)

৪. দরুদ শরীফ বেশি করে পাঠ:

এই দিনে বেশি বেশি রাসূল ﷺ–এর উপর দরুদ পাঠ করা খুবই ফজিলতপূর্ণ।
📖 হাদীস: “তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো।” (আবু দাউদ)

৫. দোয়া কবুলের বিশেষ সময়:

জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত আছে, যখন দোয়া কবুল হয়। অনেক উলামাগণ বলেন, এটি আসরের পর মাগরিবের আগের সময়।
📖 হাদীস: “জুমার দিনে একটি মুহূর্ত আছে, যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তা কবুল করেন।” (বুখারী, মুসলিম)

---

🕌 অতিরিক্ত আমল যা করা যায়:

পবিত্রভাবে মসজিদে আগে গিয়ে প্রথম কাতারে বসা

খুতবা মনোযোগ দিয়ে শোনা

নামাজের পর কুরআন তিলাওয়াত ও জিকির

গরিবদের দান করা

আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের খবর নেওয়া

10/06/2025

"যেখানে রাসূল (সা.)-এর যিকির হয়, সেখানে রহমতের দরওয়াজা খুলে যায়; আর কিয়ামের মাধ্যমে সাহাবায়ে কেরাম তাঁর প্রতি ভক্তি ও মহব্বতের প্রকাশ করতেন।"
শেখ এম তারেক আহমাদ ফারুকী ।
মোবাইল : 01789688300

09/06/2025

"জিকির হৃদয়কে শুধু আল্লাহর নিকটই নরম করে না, মানুষ হিসেবেও অন্যের প্রতি কোমলতা ও ভালবাসা জাগায়।"
হাফেজ মাওলানা মুফতি আব্দুল বাছিত আশিকী।
মোবাইল : 01711392916

23/04/2025

""আমি তোমার প্রেমের ভিখারি"
একটি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গজল...

আশা করি, এই গজলটি আপনাদের অন্তরে জায়গা করে নেবে।
আপনার ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
গায়কির মধ্যে যদি কোনো ভুল-ত্রুটি থেকে থাকে, তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।

আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার প্রেরণা।

Address

Takur Bazar, Kamalganj
Maulvi Bazar
3200

Alerts

Be the first to know and let us send you an email when ASHAB Live TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category