
09/07/2024
হে ভ্রমণপিয়াসীগণ, চায়ের রাজধানী শ্রীমঙ্গল ঘুরে দেখেছেন তো?
প্রায় ১৫০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী চা-বাগান, আদিবাসী চা শ্রমিকদের বৈচিত্র্যময় জীবনধারা ও সংস্কৃতি, এমনকি চা প্রক্রিয়াজাত কেন্দ্রে কতটি ধাপে তৈরি হয় এই চা- ঘুরে দেখেছেন কখনও? অথবা কখনও রাবার, লেবু, খাসিয়া পান, আনারস ও বাঁশ বাগান ঘুরে দেখেছেন? কিংবা চা-বাগানের মাঝে বয়ে চলা স্বচ্ছ জলের ছড়া বা ঝিরিতে আনমনে হেঁটেছেন? যেকোনো ঋতুতে বেড়াতে আসুন, আমাদের শ্রীমঙ্গলেই পাবেন Hundred Shades of Green-এ ভরপুর এই বাগানগুলো!
চিরহরিৎ বনাঞ্চল লাউয়াছড়া জাতীয় উদ্যান, মৎস্য অভয়াশ্রম বাইক্কা বিল আর হাইল হাওর, নীল পদ্ম আর বেগুনী শাপলার রাজ্য মাধবপুর লেক ঘুরে দেখেছেন? যদি শীত বা বর্ষায় বেড়াতে আসেন, মনে হবে এক ইউটোপিয়া রাজ্যে চলে এসেছেন!
ইতিহাস-ঐতিহ্যে বৈচিত্র্যপূর্ণ আদিবাসী গ্রাম খাসিয়াপুঞ্জি, মণিপুরী পাড়া, টিপরা পল্লী, গারো পল্লী ঘুরে দেখেছেন কখনও? কেমন তাদের জীবনধারা, কেমন তাদের সংস্কৃতি, কেমন তাদের ভাষা ও বসন? বাহারি পোষাক আর নানান পদের খাবারের আপ্যায়ন আপনাকে মোহিত করবেই!
চা এর রাজধানী শ্রীমঙ্গলে দায়িত্বশীল পর্যটনকে কিছুটা ভিন্ন ধারায় তুলে ধরতে চা-মঙ্গল পর্যটন শিল্প সমবায় সমিতি'র প্রথম উদ্যোগ আমাদের 𝐉𝐔𝐍𝐆𝐋𝐄 𝐉𝐄𝐄𝐏𝐒!
সপ্তাহের যে কোনদিন বন্ধু বা পরিবার নিয়ে চলে আসুন শ্রীমঙ্গলে, আমাদের 𝐉𝐔𝐍𝐆𝐋𝐄 𝐉𝐄𝐄𝐏𝐒 -এ ঘুরে বেড়ান যেদিকে খুশি!
বিস্তারিত জানতে বা জীপ বুকিং করতে কল করুন: +8801704998813
#চাঁন্দেরগাড়ি #চামঙ্গল