AJ Vocal

AJ Vocal একটি ইসলামিক মিডিয়া।

17/11/2025

লকডাউন পালিত হচ্ছে। 🙂

10/11/2025

দুর্ঘটনার শিকার প্রখ্যাত আলেম, ওয়ায়েজ মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমীর‌ স্বাস্থ্যের খবর নিতে হসপিটালে ছুটে যান আমিরে মজলিস। ‌

উল্লেখ্য, বাংলাদেশের বিখ্যাত আলেম মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী সাহেব গতকাল ঢাকা রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনার শিকার হন।
তাকে বগুড়ায় প্রাথমিক চিকিৎসা প্রদান করে ঢাকায় নিয়ে আসা হয়।

09/11/2025

ইন্না-লিল্লাহি..😭😭
সবাই শেয়ার দিন।
মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী সাহেব সপরিবারে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত..🥲🥲

বর্তমানে তিনি বগুড়ায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দা.বা. প্রিয় ও আস্থাভাজন শিষ্যকে স্নেহভরা আদর ও দোয়ায় সিক্ত করলেন।
07/11/2025

আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দা.বা. প্রিয় ও আস্থাভাজন শিষ্যকে স্নেহভরা আদর ও দোয়ায় সিক্ত করলেন।

১২ বছর সৌদির আরব প্রবাস জীবন কাটিয়ে দেশে এসে চিংড়ি মাছের চাষ করছিলেন ভাইটি ভালোই চলছিলো তার চিংড়ির ব্যবসা কিন্তু বদ ল...
03/11/2025

১২ বছর সৌদির আরব প্রবাস জীবন কাটিয়ে দেশে এসে চিংড়ি মাছের চাষ করছিলেন ভাইটি ভালোই চলছিলো তার চিংড়ির ব্যবসা কিন্তু বদ লোকের নজরে এক রাতে তার সব মাছ কে বা কারা বিষ মিশিয়ে সব মেরে ফেলেছে। প্রতিবেশীর সাথে প্রবাসে যাওয়ার আগে একটু কথা কাটাকাটি হয়েছিল সেই যেরে এমনটা করেছে। তার সব স্বপ্ন এক রাতেই শেষ 😭😭😭

চির বিদায়ের প্রস্তুতি চলছে হাফেজ তকি রহ. এর।
28/10/2025

চির বিদায়ের প্রস্তুতি চলছে হাফেজ তকি রহ. এর।

প‌রিবাগ মস‌জি‌দের পাশের এক অ্যাপার্টমেন্ট। ভবনটির দ্বিতীয় তলায় এক‌টি ধবধ‌বে সাদা প্রাইভেট কার ঝুলছে—গাড়ির সামনের অংশ ...
15/10/2025

প‌রিবাগ মস‌জি‌দের পাশের এক অ্যাপার্টমেন্ট। ভবনটির দ্বিতীয় তলায় এক‌টি ধবধ‌বে সাদা প্রাইভেট কার ঝুলছে—গাড়ির সামনের অংশ ও চাকা দুটো শূন্যে! নিচে থেকে দেখলে মনে হয়, যেন আকাশে ভাসছে। মাটি থেকে অন্তত ১০-১২ ফুট ওপরে সেই গাড়ি, আর নিচে রাস্তায় দাঁড়িয়ে শত শত মানুষ। কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে। রাস্তার অপর পাশে সংবাদকর্মীরাও ক্যামেরা তাক করে দৃশ্য বন্দি করছেন।

পথচারীরা থমকে দাঁড়িয়ে গেছে, কেউ কেউ বিস্ময়ে তাকিয়ে আছে—মনে হচ্ছে যেন মিশন ইম্পসিবল।

জানা গেছে, ওই ভবনের দ্বিতীয় তলাতেই গাড়ি পার্কিং এলাকা। সেখান থেকে গাড়িটি হঠাৎ স্টার্ট নিয়ে প্রায় ২০-২৫ ফুট দূরের গ্রিল ভেঙে বেরিয়ে আসে, আর সেখানেই আটকে যায় রেলিংয়ে ঝুলে।

লোকজন বলছে, হয়তো ব্রেক ফেল করেছে। তবে আমার মনে হয়েছে, ড্রাইভার সম্ভবত ব্রেক ভেবে এক্সেলেটরে চাপ দিয়ে ফেলেছেন। মুহূর্তের মধ্যেই গাড়িটি গ্রিল ভেঙে ঝুলে পড়ে।

15/10/2025

ইন্নালিল্লাহ!
এ কেমন অপব্যাখ্যা?

আর 'ফাকাশাফনা' মানে লাইক দেওয়া - এই তরজমাটা উনি কোন গ্রন্থে পেলেন? এখানে আল্লাহ বলছেন: " আমরা তার (আইয়ুব আলাইহিস সালাম-এর) কষ্ট ও দুঃখ দূর করলাম।”

মানে আয়াতে 'ফাকাশাফনা' বলতে দূর করা বুঝানো হয়েছে। আর বক্তা অনুবাদ করেছেন 'লাইক দেওয়া'। আবার এই আয়াত গবেষণা করে নাকি ফেইসবুক আবিস্কার হয়েছে ?

ইয়া সালাম!
কোরানের এতো নির্জলা অপব্যাখ্যা?
তাও আবার আসন্ন নির্বাচনে এম্পি প্রার্থী??

14/10/2025

সাংবাদিক শাদি আবু সিদো। বন্দি অবস্থায় বলা হয়েছিল তোমার পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছে। মানসিকভাবে তাকে পুরাপুরি ভেঙে দেয়ার কৌশল হিসেবে।
তিনি ফিরে এসে দেখেন সবাই বেঁচে আছেন। বাড়ির সিড়িতে স্বাগত জানালেন বউ- বাচ্চা মা... এই আনন্দ কই রাখবেন তিনি সুবহানাল্লাহ। হুমড়ি খেয়ে পড়ে বাচ্চার পায়ে চুমু খাচ্ছেন।

একটু চিন্তা করেন তো তার জায়গায় আপনি থাকলে কি করতেন।।

আজ এই মুক্তির দিনে।
১৩ অক্টোবর ২০২৫

আধুনিক নিঃসঙ্গতার এক ভয়ঙ্কর গল্প।উত্তর লন্ডনের একটি ফ্ল্যাটে, জয়েস ক্যারল ভিনসেন্ট নামে এক নারী ২০০৩ সালের ডিসেম্বরে স...
12/10/2025

আধুনিক নিঃসঙ্গতার এক ভয়ঙ্কর গল্প।

উত্তর লন্ডনের একটি ফ্ল্যাটে, জয়েস ক্যারল ভিনসেন্ট নামে এক নারী ২০০৩ সালের ডিসেম্বরে স্বাভাবিকভাবেই মারা যান বলে ধারণা করা হয়। তার চারপাশে জীবন ছিল প্রায় স্বাভাবিক—টেলিভিশন চলছিল, আর ক্রিসমাসের খোলা না হওয়া উপহারগুলো পড়ে ছিল।

কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, প্রায় তিন বছর ধরে কেউ তার মৃত্যুর খবর জানতে পারেনি! স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক থেকে ভাড়া পরিশোধ হওয়ায় এবং পরিবার ও বন্ধুদের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায়, কেউ তাকে খুঁজতেও আসেনি।

অবশেষে, ২০০৬ সালের ২৫শে জানুয়ারি, ভাড়া বকেয়া থাকার কারণে কর্মকর্তারা দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং তার কঙ্কাল আবিষ্কার করেন। তখনও ফ্ল্যাটের টেলিভিশনটি চলছিল!

লক্ষ লক্ষ মানুষের ভিড়ে ভরা এক শহরে জয়েসের এই নিঃশব্দ মৃত্যু আধুনিক সামাজিক বিচ্ছিন্নতার এক মর্মান্তিক প্রতীকে পরিণত হয়েছে।

এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, মানুষের পারস্পরিক সংযোগ কতটা ভঙ্গুর হতে পারে, এবং কীভাবে একজন মানুষ সবার অলক্ষ্যে পুরোপুরি হারিয়ে যেতে পারে।

Address

Maulvi Bazar

Opening Hours

Monday 12:00 - 23:00
Tuesday 12:00 - 23:00
Wednesday 12:00 - 23:00
Thursday 12:00 - 23:00
Friday 17:00 - 00:00
Saturday 12:00 - 23:00
Sunday 12:00 - 12:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when AJ Vocal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category