08/09/2025
নবী করীম (সা.) এর হক আদায়ে আমাদের সচেষ্ট হতে হবে
--মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, আমাদের উপর রাসূল (সা.) এর হক হচ্ছে তাঁর উপর ঈমান আনা, আনুগত্য করা এবং সম্মান প্রদর্শন ও মহব্বত করা। তাছাড়া দুরূদ শরীফ পাঠসহ অনেক হক রয়েছে। আমাদের উচিৎ হলো রাসুল (সা.) এর হকগুলো আদায়ে সচেষ্ট হওয়া, তাঁর অনুপম জীবনাদর্শ ধারণ করা এবং সাথে সাথে নবীজী (সা.) এর সুমহান আদর্শ বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে। সমাজের সবার মাঝে তাঁর আদর্শের বাণী পৌঁছে দেওয়ার কাজ আঞ্জাম দেওয়ারও চেষ্টা করতে হবে। রবিউল আউয়াল মাসে এরকম কর্মসূচি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও মুহব্বত বৃদ্ধির জন্য কার্যকরী ভূমিকা পালন করে।
০৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে শান্তিগঞ্জ ঈদে মিলাদুন্নবী সা. বাস্তবায়ন কমিটি আয়োজিত মুবারক র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঈদে মীলাদুন্নবী (সা.) বাস্তবায়ন কমিটি শান্তিগঞ্জ উপজেলার আহবায়ক মাওলানা আবু নছর মো. ইব্রাহিম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ দিলোয়ার হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা আবু তাহির মো. খালিদ।প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহ'র সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সালেহ আহমদ, বুরাইয়া কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা ময়নুল হক, তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা সভাপতি আবু হেনা মো. ইয়াসিন, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ, তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন।
র্যালি বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক মাওলানা তাজ উদ্দিন আহমদ তাজুদ এর স্বাগত বক্তব্যে সূচিত র্যালিপূর্ব আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আল ইসলাহ'র সহ সভাপতি হাফিজ আব্দুর রশিদ, আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কাসেম সিদ্দিকী, শান্তিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, আমরিয়া ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা সজীবুর রহমান, আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আক্তার হোসেন, উমেদনগর দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম রাহীন, তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা অর্থ সম্পাদক সোহানূর রহমান, সহ-অফিস সম্পাদক আলীনুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক তারেক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা আল ইসলাহ'র অর্থ সম্পাদক মাওলানা ফেরদৌস আহমদ।
এসময় আরও উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ড শান্তিগঞ্জ উপজেলা সভাপতি হাফিজ শাহজাহান, সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ শামসুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা আল ইসলাহ'র সহ সাধারণ সম্পাদক মাওলানা আলী হায়দার, লতিফিয়া কারী সোসাইটি শান্তিগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ড শান্তিগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ জামিল আহমদ, শান্তিগঞ্জ উপজেলা আল ইসলাহ'র শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আবেদীন, তালামীযে ইসলামিয়া শান্তিগঞ্জ উপজেলা সহ সভাপতি কাজী রাসেল, রাতিক আলী, সহ সাধারণ সম্পাদক মোবারক উল্লাহ রায়হান, নাদিম হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন, সহ প্রচার সম্পাদক মুজাম্মিল আহমদ, অর্থ সম্পাদক রুহান আহমদ, অফিস সম্পাদক শরিফ আহমদ মিহাদ, সহ অফিস সম্পাদক কলিম উদ্দিন রাইয়ান, লোকমান আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মুজাক্কির আলম, সহ প্রশিক্ষণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।