nurul Natural lovers adampur

25/07/2025

প্রশ্ন-ইতিহাস কাহাকে বলে?
উত্তর- মরা মানুষের গল্প পড়তে পড়তে জীবিত মানুষ আধা মরা হয়ে যাওয়াকে ইতিহাস বলে।
সংগৃহীত

22/07/2025
20/07/2025
সবুজ শস্য
19/07/2025

সবুজ শস্য

16/07/2025

ব্যর্থ পিতামাতার কাছে সফল পিতামাতারা কি দাড়াবেন? দাড়ানো উচিত কি?

16/07/2025

গোপালগঞ্জে আমরা ঢুকতে পারবো না। ঢুকলেও বাইর হতে পারবো না। এই ছিলো মিথ। এই মিথ চুরমার হয়ে গেছে। রাজনৈতিক দলের কর্মসূচিকে নিরাপত্তা দেয়া পুলিশের কর্তব্য। এনসিপি মাইরপিট করতে যায় নাই। সভা করতে গেছে। এন সিপির হাতে অস্ত্র ছিলোনা, ওদের হাতে ছিলো। পুলিশ আর্মি নিরাপত্তা দিয়েছে, তাদের পেশাগত কাজ করেছে। পুলিশ আর্মি এই কাজটা করছে রক্তপাতহীনভাবে। কোন প্রাণ ঝড়ে নাই। এইটাই বিজয়। হাসিনার জামানাকে অতিক্রম করে যাওয়ার বিজয়। এই বিজয়ও এলো বর্ষা বিপ্লবের নায়কদের হাত ধরেই। গোপালগঞ্জে মুজিব বিরোধী সমাবেশ করতে যাওয়া যায় নিরাপদে ফিরেও আসা যায়, কোন প্রাণঘাতী সংঘাত ছাড়াই। এই ঘটনার রাজনৈতিক মুল্য অনেক। এইগুলোই ছোট ছোট বিজয়।

গোপালগঞ্জের জনগন নামে নাই। নামছিলো বাকশালি গুন্ডারা। ওরা মরণপণ লড়াই করতে পারে না। সেটাও তো দেখলেন।

এইবার দেখেন কারা কারা ভয় দেখিয়েছিলো এই কর্মসূচী নিয়ে। তারা কি আসলেই রাজনীতি জানে ও বুঝে? তারা কি এই তারুণ্যের ক্ষমতা বুঝে? তারা কি এই তারুণ্যের হিম্মতকে সাপোর্ট দেয়ার মতো তালেবর? তথাকথিত স্ক্রিনশট ফাসের অনুসন্ধানী সাংবাদিকতা আর রাজনীতি এক জিনিস না।

আমরা শির নত না করে লড়ে যাওয়া তারুণ্যের পাশে থাকবো। ওরা হারুক বা জিতুক। আমরা বিজয়ের জন্য ওদের পাশে নেই, আমরা ওদের লড়াকু মনোভাবের জন্য ওদের পাশে ছিলাম, আছি৷ থাকবো।

"অসত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর"

ইনকিলাব জিন্দাবাদ
মুজিবিবাদ মুর্দাবাদ

08/07/2025

পাইন বাগানে
06/07/2025

পাইন বাগানে

Address

Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when nurul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share