13/11/2025
হাজীপুরে আওয়ামীলীগের হোয়াটসঅ্যাপ গ্রুপের ভয়েস বার্তা ফাঁ°স
কুলাউড়া উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকেই তারা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মতবিনিময় সচল রেখে আসছে। সম্প্রতি গ্রুপে দেওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, থানায় দায়েরকৃত মাম°লার পলা°তক আ°সামী শাহীন আহমদের একটি ভয়েস বার্তা আমাদের হাতে পৌঁছায়। সেখানে তিনি ১৩ তারিখের কর্মসূচী বাস্তবায়ন করতে হাজীপুর ইউনিয়নের যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগকে নির্দেশনা প্রদান করেন। ভয়েস বার্তা থেকে জানা যায়, হাজীপুর ইউনিয়ন পরিষদের পলা°তক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ বক্সের নেতৃত্বেই চলছে গ্রুপটি। তথ্যানুসারে আরো জানা যায়, হাজীপুর আওয়ামীলীগের গ্রুপে সাবেক এমপি ও পলা°তক আসা°মী শফিউল ইসলাম নাদেল সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দও গ্রুপে সম্পৃক্ত রয়েছেন।