Creation of Jakir

Creation of Jakir সঞ্চয়ের নেশায় জীবনের স্বাদ হারাবেন না! I am a traveller, not a tourist.🧳>✈️>🌏

30/08/2025

তোমরা বিয়ে করলে শহরের মেয়েকেই করবা,
তখন এক জোড়া শার্ট প্যান্ট কিনলে দুজনেই পড়তে পারবা।

25/08/2025

প্রবাসীদের প্রতিদিনের যন্ত্রণার নাম একজন খারাপ রুমমেট বা খারাপ সহকর্মী।

20/08/2025

তিনবেলা খাইতে পারি, রাতে ঘুমানোর জায়গা আছে, সুস্থ সবল আছি, আর কি লাগে জীবনে? অনেকের তো তাও নেই!
সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।❤️

31/07/2025

আমাকে গুছিয়ে দাও হে দয়াময়, আমি বিভ্রম আর দুশ্চিন্তায় বড্ড ক্লান্ত।

সবার শুভ বুদ্ধির উদয় হোক।
09/07/2025

সবার শুভ বুদ্ধির উদয় হোক।

মনের ভেতর কষ্ট জমে বাজে বিষাদ বেণু, কষ্টের মাঝেই রঙ মিশিয়ে সাজাস রংধনু।
30/05/2025

মনের ভেতর কষ্ট জমে বাজে বিষাদ বেণু,
কষ্টের মাঝেই রঙ মিশিয়ে সাজাস রংধনু।

থাইল্যান্ডের এক কুমির খামারে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির পিকনিক চলছিল। আয়োজন চমৎকার আর সবাই খুব উপভোগ করছিল। আনন্দ, হা...
30/05/2025

থাইল্যান্ডের এক কুমির খামারে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির পিকনিক চলছিল। আয়োজন চমৎকার আর সবাই খুব উপভোগ করছিল। আনন্দ, হাসি-ঠাট্টা, আর কিছুটা খেয়ালিপনায় কেটে যাচ্ছিল সময়। ঠিক তখনই কোম্পানির এমডি এক অভিনব ঘোষণা দিলেন:

"এই কুমিরে ভরা পুকুর যদি কেউ জীবিত অবস্থায় সাঁতরে পার হতে পারে, তবে তাকে ৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে। আর যদি সে প্রাণ হারায়, তবে তার পরিবার পাবে ২ মিলিয়ন!"

ঘটনাটি নিছক রসিকতা মনে হলেও পুকুরের পাশে দাঁড়িয়ে থাকা সবাই হঠাৎ স্তব্ধ হয়ে গেল। জীবন বাজি রেখে কেউ কি নামবে ওই কুমির ভরা পুকুরে? কার আছে সেই সাহস? দীর্ঘক্ষণ কেটে গেলেও কেউই এগিয়ে এল না।

কিন্তু হঠাৎই, একজন পুকুরে ঝাঁপিয়ে পড়ল! পেছন থেকে সবাই বিস্ময় আর আতঙ্কে চিৎকার করে উঠল। মনে হচ্ছিল, এই বুঝি কুমিরের চোয়ালে ছিন্নভিন্ন হয়ে যাবে লোকটির দেহ। এ যে স্বেচ্ছায় নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়া!

কিন্তু তখন এক অলৌকিক ঘটনা ঘটল। মরণপণ চেষ্টায় পুকুর সাঁতরে পার হয়ে গেল লোকটি! সাথে সাথে দম বন্ধ করা মুহূর্তগুলো ভেঙে উল্লাসে ফেটে পড়ল সবাই।

কোম্পানির এমডি নিজে এগিয়ে এসে ৫ মিলিয়ন ডলারের চেক লোকটির হাতে তুলে দিলেন। কলিগরা পিঠ চাপড়ে অভিনন্দন জানাতে লাগল। সবাই বিজয়ীকে প্রশংসায় ভাসাচ্ছে।

কিন্তু সেই সাহসী কর্মচারী, তখনো দিশেহারা, হাঁপাতে হাঁপাতে বলে উঠল, “আমি জানতে চাই, আমাকে পেছন থেকে কে ধাক্কা দিয়েছিল?”

সবাই চুপ। এরপর ধীরে ধীরে প্রকাশ পেল সত্য, তার স্ত্রীই তাকে পুকুরে ঠেলে দিয়েছিল!

সেদিন থেকেই জন্ম নিয়েছিল সেই চিরন্তন প্রবাদটি:
“প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে।”

24/05/2025

Address

Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Creation of Jakir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share