Mr. Musafir

Mr. Musafir সঞ্চয়ের নেশায় জীবনের স্বাদ হারাবেন না! I am a traveller, not a tourist.🧳>✈️>🌏

মনের ভেতর কষ্ট জমে বাজে বিষাদ বেণু, কষ্টের মাঝেই রঙ মিশিয়ে সাজাস রংধনু।
30/05/2025

মনের ভেতর কষ্ট জমে বাজে বিষাদ বেণু,
কষ্টের মাঝেই রঙ মিশিয়ে সাজাস রংধনু।

থাইল্যান্ডের এক কুমির খামারে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির পিকনিক চলছিল। আয়োজন চমৎকার আর সবাই খুব উপভোগ করছিল। আনন্দ, হা...
30/05/2025

থাইল্যান্ডের এক কুমির খামারে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির পিকনিক চলছিল। আয়োজন চমৎকার আর সবাই খুব উপভোগ করছিল। আনন্দ, হাসি-ঠাট্টা, আর কিছুটা খেয়ালিপনায় কেটে যাচ্ছিল সময়। ঠিক তখনই কোম্পানির এমডি এক অভিনব ঘোষণা দিলেন:

"এই কুমিরে ভরা পুকুর যদি কেউ জীবিত অবস্থায় সাঁতরে পার হতে পারে, তবে তাকে ৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে। আর যদি সে প্রাণ হারায়, তবে তার পরিবার পাবে ২ মিলিয়ন!"

ঘটনাটি নিছক রসিকতা মনে হলেও পুকুরের পাশে দাঁড়িয়ে থাকা সবাই হঠাৎ স্তব্ধ হয়ে গেল। জীবন বাজি রেখে কেউ কি নামবে ওই কুমির ভরা পুকুরে? কার আছে সেই সাহস? দীর্ঘক্ষণ কেটে গেলেও কেউই এগিয়ে এল না।

কিন্তু হঠাৎই, একজন পুকুরে ঝাঁপিয়ে পড়ল! পেছন থেকে সবাই বিস্ময় আর আতঙ্কে চিৎকার করে উঠল। মনে হচ্ছিল, এই বুঝি কুমিরের চোয়ালে ছিন্নভিন্ন হয়ে যাবে লোকটির দেহ। এ যে স্বেচ্ছায় নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়া!

কিন্তু তখন এক অলৌকিক ঘটনা ঘটল। মরণপণ চেষ্টায় পুকুর সাঁতরে পার হয়ে গেল লোকটি! সাথে সাথে দম বন্ধ করা মুহূর্তগুলো ভেঙে উল্লাসে ফেটে পড়ল সবাই।

কোম্পানির এমডি নিজে এগিয়ে এসে ৫ মিলিয়ন ডলারের চেক লোকটির হাতে তুলে দিলেন। কলিগরা পিঠ চাপড়ে অভিনন্দন জানাতে লাগল। সবাই বিজয়ীকে প্রশংসায় ভাসাচ্ছে।

কিন্তু সেই সাহসী কর্মচারী, তখনো দিশেহারা, হাঁপাতে হাঁপাতে বলে উঠল, “আমি জানতে চাই, আমাকে পেছন থেকে কে ধাক্কা দিয়েছিল?”

সবাই চুপ। এরপর ধীরে ধীরে প্রকাশ পেল সত্য, তার স্ত্রীই তাকে পুকুরে ঠেলে দিয়েছিল!

সেদিন থেকেই জন্ম নিয়েছিল সেই চিরন্তন প্রবাদটি:
“প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে।”

24/05/2025
উনি একজন উপস্থাপিকা। অতিথিদের সামনে বেগুন, শসা ইত্যাদি হাতে নিয়ে অদ্ভুত প্রশ্ন করেন এবং বলেন—"এইগুলো আপনার কাজে লাগবে।"...
22/05/2025

উনি একজন উপস্থাপিকা। অতিথিদের সামনে বেগুন, শসা ইত্যাদি হাতে নিয়ে অদ্ভুত প্রশ্ন করেন এবং বলেন—"এইগুলো আপনার কাজে লাগবে।"
এমনকি অতিথিকে জিজ্ঞেস করেন, “কক্সবাজারে গেলে আইফোন কে দিয়েছে?”

ভাবতে অবাক লাগে—এই মানুষটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন।

দু:খজনকভাবে, দেশে আজকাল অনেক বিকৃত রুচির মানুষ আছে, আর এই ধরনের অনুষ্ঠানের দর্শক তারাই। অথচ আমাদের সমাজে এখনও অনেক সুস্থ, বিবেকবান মানুষ আছে। পরিবারের সদস্য, সন্তান এবং কিছু নূন্যতম পারিবারিক মূল্যবোধও আছে।

এই উপস্থাপিকারা এবং যাঁরা এই ধরনের অনুষ্ঠান প্রযোজনা করেন, তাঁরা সমাজের সাধারণ ভদ্রতা ও রুচিকে চরম অবজ্ঞা করছেন।

এর দীর্ঘমেয়াদি পরিণতি ভয়াবহ হতে পারে।
অশ্লীলতা ছড়ানোর জন্য এর বিরুদ্ধে অতি দ্রুত একশন নেয়া হোক।

বাড়ি যাচ্ছিলাম। ট্রেন জয়পুরহাট ছাড়ালে এক লোকের দিকে আমার নজর গেলো। অনেক্ষণ ধরে খেয়াল করলাম- সামনে দাঁড়িয়ে থাকা লোকটি টিক...
19/05/2025

বাড়ি যাচ্ছিলাম। ট্রেন জয়পুরহাট ছাড়ালে এক লোকের দিকে আমার নজর গেলো। অনেক্ষণ ধরে খেয়াল করলাম- সামনে দাঁড়িয়ে থাকা লোকটি টিকিট হাতে সিট নাম্বার খুঁজতেছে। কিন্তু কোথাও বসতেছে না।

আমি আগ্রহবশত জিজ্ঞাসা করলাম- আংকেল আপনি কি সিট খুঁজে পাচ্ছেন না? টিকেটটি আমাকে দেন, আমি সিট খুঁজে দিচ্ছি।

সে টিকেটটি আমাকে দিলো। দেখলাম ১টা টিকেট কাটা, যাবেন নাটোর অব্দি। সিট নাম্বার খুঁজে দিয়ে বললাম, আংকেল এটা আপনার সিট। এখানে বসেন।

বাট উনি সেখানে বসবেন না! কেনো বসবেন না! কারণ সেই সিটে এক মহিলা বসে আছে। উনি বলতেছেন যে, মহিলাটা বসে থাক, আমি দাঁড়িয়েই যাচ্ছি। বেশি দূর তো না।

আমি অবাক হয়ে গেছি। মানে এটা কেমন মানুষ। সি'রিয়া'স'লি এমন মানুষও আছে তাহলে, যে মানুষ এত সুন্দরভাবে মহিলাদের সম্মান করে, তার নি /রা /পত্তার কথা চিন্তা করে!

পাকিস্তানকে মাটিতে মিশিয়ে দিতে টাইগার শ্রফ এবং অক্ষয় কুমারের মাত্র ২ ঘন্টার একটা বলিউড মুভিই যথেষ্ট।
08/05/2025

পাকিস্তানকে মাটিতে মিশিয়ে দিতে টাইগার শ্রফ এবং অক্ষয় কুমারের মাত্র ২ ঘন্টার একটা বলিউড মুভিই যথেষ্ট।

"মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না।" ---রবীন্দ্রনাথ ঠাকুর।
07/05/2025

"মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না।" ---রবীন্দ্রনাথ ঠাকুর।

Address

Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr. Musafir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share