
01/06/2025
আমাদের গর্ব হয়,দেলোয়ার হোসেন ভাইয়ের পরিশ্রমের ফসল এগুলা। আমাদের দুহাত ভরে উনি দিয়েই যাচ্ছেন এখন পর্যন্ত। আমরা কিছুই করতে পারছিনা। বাট আল্লাহ যদি কোনদিন ক্ষমতা বা সুযোগ দেন, এই শাহানদের নিয়েই কৃতজ্ঞচিত্তে ভাইয়ের দ্বারে আমরা থাকবো ইনশা-আল্লাহ।
শাহানের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। তুই সুস্থ্য হালতে খেলা টা যেন শেষ করতে পারিস।