Jubayer’s World

Jubayer’s World Stay tuned by following Jubayer’s World official page, thank you. .😊✨🤍 My name is Jubayer Ahmad, and I come from a well-respected and loving family.

My father, Abdul Aziz, serves as a guiding figure, always offering wisdom and support, while my mother, Sohifa Khatun, nurtures our family with care and devotion. I am currently pursuing my Bachelor’s degree in Business Administration at Metropolitan University, Sylhet, where I am dedicated to developing the skills and knowledge that will guide my future career. As the youngest of six siblings, I

have always benefited from the wisdom and encouragement of my family. This has helped shape my personality, instilling in me a sense of humility, respect, and hard work. Growing up in a family with strong values, I’ve learned the importance of integrity, kindness, and responsibility. These qualities guide my actions and ambitions, both in my studies and in life. With this foundation, I strive to make a positive impact, honoring my family’s name while pursuing my personal and professional goals.

সময়টা নব্বই দশক, মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ কিছু জায়গায়।~_ শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে পাটেন আপনার প্রিয় শহরের পুর...
30/07/2025

সময়টা নব্বই দশক, মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ কিছু জায়গায়।

~_ শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে পাটেন আপনার প্রিয় শহরের পুরোনো ছবিগুলো।

মৌলভীবাজার শহরের চাঁদনী ঘাটে মনু নদীর উপর মনু সেতুর এই ছবিটি ৯ই ডিসেম্বর ১৯৭১এ তোলা । ততক্ষণে স্বাধীন হয়ে গিয়েছে মৌলভীবা...
11/07/2025

মৌলভীবাজার শহরের চাঁদনী ঘাটে মনু নদীর উপর মনু সেতুর এই ছবিটি ৯ই ডিসেম্বর ১৯৭১এ তোলা । ততক্ষণে স্বাধীন হয়ে গিয়েছে মৌলভীবাজার, ৮ই ডিসেম্বর ১৯৭১ ছিল মৌলভীবাজার মুক্ত দিবস । এই মনু সেতু মহান মুক্তিযুদ্ধের জলন্ত অগ্নিসাক্ষী । মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার অপরাধে একাত্তরের ১৩ই মে এই মনু সেতুর উপরে প্রকাশ্য দিবালোকে মাইকিং করে লোকজনকে জানিয়ে পাকবাহিনী ব্রাশফায়ার করে হত্যা করে হিলালপুর গ্রামের বৃটেনপ্রবাসী হাজী মুহম্মদ উস্তোওয়ার ও সিরাজুল ইসলাম ওরফে কলমদর মিয়াকে ।

পাকিস্তান হানাদার বাহিনী দ্বারা ধ্বংসপ্রাপ্ত মৌলভীবাজারের মনু সেতুর ভঙ্গুর এই ছবিটি ADGPI - Indian Armyর সৌজন্যে প্রাপ্ত ।।

আমরা মানুষ হবো কবে?
11/07/2025

আমরা মানুষ হবো কবে?

03/07/2025

মৌলভীবাজার ওয়াকওয়ে ✨💥💫

27/06/2025

The location, weather and views combination is just wow. ✨💥

আলহামদুলিল্লাহমৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দানে এবার পবিত্র ঈদুল আজহার প্রথম (৬টা ৩০মিনিট) জামাত পড়াবেন আমীরে আঞ্জুমানে হেফা...
29/05/2025

আলহামদুলিল্লাহ
মৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দানে এবার পবিত্র ঈদুল আজহার প্রথম (৬টা ৩০মিনিট) জামাত পড়াবেন আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম আল্লামা মুফতী রশীদুর রহমান ফারুক সাহেব দা:বা:পীর সাহেব বরুনা।

সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য ঈদগাহ কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

25/03/2025

মৌলভীবাজার পৌর ঈদগাহে ৩টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে

প্রতিবারের মতো এবারও হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহ মাঠে ঈদের প্রধান তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৬ টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭ টায় ও তৃতীয় জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে।

এ লক্ষে মৌলভীবাজার পৌরসভা বোর্ডরুমে ঈদগাহ কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ। সভায় উপস্থিত ছিলেন পৌর এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহ মাঠে পৌরসভার তত্বাবধানে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত সকাল ৬.৩০ টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন জেলা জামে মসজিদের খতিব ও বাংলাদেশ আনজুমানে আল ইসলার জেলা সভাপতি, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম। সানী ইমাম হিসাবে উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন বায়তুল মোনাওয়ার জামে মসজিদের (স্ট্যান্ড মসজিদ) খতিব, জামেয়া দ্বীনীয়া মৌলভীবাজারের অধ্যক্ষ, হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ।

দ্বিতীয় জামাত সকাল ৭.৩০ টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন বায়তুল আমান জামে মসজিদের খতিব ও মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া মাদ্রাসা প্রিন্সিপাল শেখ মোহাম্মদ আব্দুল হক। সানী ইমাম হিসাবে উপস্থিত থাকিবেন শান্তিবাগ জামে মসজিদের ইমাম মাওলানা মুজাম্মেল হক মাহিরী।

তৃতীয় জামাত সকাল ৮.৩০ টায় অনুষ্ঠিত হবে। তৃতীয় জামাতে ইমামতি করবেন সুলতানপুর জামে মসজিদের খতিব ও আল জামেয়াতুল ইসলামিয়া দারুল উলুমের মুহতামিম মুফতি মাওলানা শামছুজ্জোহা। সানী ইমাম হিসাবে উপস্থিত থাকিবেন কাজিরগাঁও জামে মসজিদ খতিব মাওলানা ক্বারী মোঃ মুহাররম আলী।

তথ্যটি নিশ্চিত করেছেন পৌর প্রশাসক ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ।

শাওয়াল মাসের চাঁদ দেখা অনুয়ায়ী মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালিত হবে।

08/12/2024

রাত ২:২০ মিনিট
মোস্তফাপুর এলাকায় শেখ রুমেল ভাই(সাবেক চেয়ারম্যান) এর বাড়িতে আজ রাত ২:২০মিনিটের সময় ভয়াবহভাবে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও এলাকার মানুষের আপ্রাণ চেষ্টায় ২ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং বাসার ভেতর থেকে রুমেল সাহেবের আম্মা এবং উনার চাচি শেখ হেলালের আম্মার লাশ উদ্ধার করা হয়।😰🤲
আল্লাহ সবাইকে হেফাজত করুন এমন ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে।😭
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

13/11/2024

বন্ধু নিয়ে গর্ব করতে নেই,
সময়ের ব্যবধানে একদিন সবচেয়ে
কাছের বন্ধুরাও থাকে না!🙂

03/11/2024
23/08/2024

মনু ব্যারেজ থেকে সরাসরি ⚠️

22/08/2024

চাদনীঘাট ব্রিজ থেকে সরাসরি ⚠️

Address

Moulvibazar
Maulvi Bazar
3200

Alerts

Be the first to know and let us send you an email when Jubayer’s World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share