Moulvibazar Online Express

Moulvibazar Online Express Media News publicity any time any country live news online telecast চলি শান্তিতে মৌলভীবাজার এক্সপ্রেস

27/10/2025

যারা পান বিলাসী তাদের জন্য খানদানী পানের বাহার
শমসের নগর রোড সিএনজি স্ট্যান্ডের পাশে মৌলভীবাজার

বিশ্বের ১৯৩ দেশের মধ্যে ১৮৪ টাতেই ভিসা খোলা—সংযুক্ত আরব আমিরাতে  মাত্র ৯টা দেশে ভিসা বন্ধ, আর সেই লজ্জার তালিকায় বাংলাদে...
20/09/2025

বিশ্বের ১৯৩ দেশের মধ্যে ১৮৪ টাতেই ভিসা খোলা—
সংযুক্ত আরব আমিরাতে মাত্র ৯টা দেশে ভিসা বন্ধ, আর সেই লজ্জার তালিকায় বাংলাদেশও শীর্ষে

সংযুক্ত আরব আমিরাত (দুবাই) বাংলাদেশের জন্য ভিজিট ও ওয়ার্ক পারমিট ভিসা অস্থায়ীভাবে বন্ধ করছে!!

বাকি দেশগুলো হলো — আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান, উগান্ডা।”

চীন সফরে গেছে ন-রে-ন্দ্র মোদি..শেখ হাসিনার শে-ষ বিদেশ সফর ছিল চীন..জিয়াউর রহমানের শে-ষ বিদেশ সফর ছিল চীন..ক্ষ-ম-তা-চ্যু-...
30/08/2025

চীন সফরে গেছে ন-রে-ন্দ্র মোদি..
শেখ হাসিনার শে-ষ বিদেশ সফর ছিল চীন..
জিয়াউর রহমানের শে-ষ বিদেশ সফর ছিল চীন..

ক্ষ-ম-তা-চ্যু-ত হওয়ার আগে এরশাদের শে-ষ বিদেশ সফর ছিল চীন..
ক্ষ-ম-তা-চ্যু-ত হওয়ার আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শে-ষ বিদেশ সফর ছিল চীন..

ক্ষ ম তা চ্যু-ত হওয়ার আগে শ্রীলংকার রাজাঁ-পাকশেরও শে-ষ বিদেশ সফর ছিল চীন..

শুভকামনা রইলো পিও দাদা ও দাদার ভক্ত অনুরাগীর জন্য

মৌলভীবাজারে ব্যবসায়ী রুবেল হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার যুবকআলী মোহাম্মদঃমৌলভীবাজার শহরের শমসেরনগর রোডে সংঘটিত ব্যবসায়ী...
18/08/2025

মৌলভীবাজারে ব্যবসায়ী রুবেল হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার যুবক

আলী মোহাম্মদঃ

মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডে সংঘটিত ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল (৫৫) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। গত ৭ আগস্ট সন্ধ্যায় সিএনজি স্ট্যান্ডসংলগ্ন এফ রহমান ট্রেডিং দোকানে অজ্ঞাত এক যুবক ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে রুবেলকে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পর নিহতের পরিবার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

ঘটনার পরপরই পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা’র নির্দেশে বিশেষ টিম গঠন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের, ওসি গাজী মাহবুবুর রহমান এবং জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা তদন্তে যুক্ত হন। তদন্তকারীরা প্রথমেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন। একই সঙ্গে হত্যার পর পালানোর সময় ব্যবহৃত অটোরিকশার চালককে শনাক্ত করা হয়। তার দেওয়া তথ্য এবং প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে হত্যাকারীর পরিচয়।

১৭ আগস্ট দুপুরে শ্রীমঙ্গলের লইয়ারকুল গ্রামে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে জুহেল মিয়া ওরফে জুয়েল ওরফে আলিফ (২২)-কে। গ্রেফতারের সময় তার হাতে ব্যান্ডেজ থাকায় সন্দেহ আরও দৃঢ় হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুহেল হত্যার দায় স্বীকার করেছে। সে জানিয়েছে, দীর্ঘদিন বেকার থাকায় হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং আর্থিক সংকটে ছিনতাইয়ের পরিকল্পনা করে। ৬ আগস্ট শহরে ঘুরে সুযোগ না পেয়ে পরদিন আবার ফিরে আসে। দোকান পর্যবেক্ষণ করতে করতে প্রথমে পাশের একটি হার্ডওয়্যার দোকান থেকে এলবো ও সাসপেনশন গ্লু কেনে। পরে সুযোগ বুঝে রুবেলের দোকানে প্রবেশ করে।

সেদিন রুবেল নামাজ শেষে দোকানে ফিরলে জুহেল ক্রেতা সেজে ভেতরে গিয়ে ধারালো ছুরি বের করে তাকে আঘাত করে। প্রতিরোধ করতে চাইলে এলোপাতাড়ি আঘাত চালায়। রুবেল মেঝেতে লুটিয়ে পড়লে দোকানের ক্যাশ থেকে মাত্র ১,১০০ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।

তদন্তে হত্যার সময় ব্যবহৃত ধারালো ছুরি, আসামির মাস্ক ও জুতা, রক্তমাখা ১০ টাকার নোট, এলবো ও গ্লু উদ্ধার করেছে পুলিশ। নিহত রুবেল কুলাউড়া উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে শহরে ব্যবসা করে আসছিলেন তিনি।

এই হত্যাকাণ্ডে শহরের ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, মাত্র এক হাজার একশ টাকার জন্য একজন মানুষকে এভাবে হত্যা করা দুঃখজনক এবং ভীতিকর। সন্ধ্যার পর ব্যবসা চালিয়ে যাওয়া নিয়ে এখন অনেকেই শঙ্কায় আছেন।

পুলিশ জানিয়েছে, হত্যার মূল উদ্দেশ্য ছিল ছিনতাই। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। দ্রুত গ্রেফতারের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

👉১৯৯১ সালে উনার স্থাবর সম্পদ ছিল কমলগঞ্জের মুনশী বাজারে পৈতৃক নিবাস আর অস্থাবর সম্পদ ছিল ২টা ডোলা পায়জামা ও ২টা সাদা পাঞ...
19/07/2025

👉১৯৯১ সালে উনার স্থাবর সম্পদ ছিল কমলগঞ্জের মুনশী বাজারে পৈতৃক নিবাস আর অস্থাবর সম্পদ ছিল ২টা ডোলা পায়জামা ও ২টা সাদা পাঞ্জাবি আর ১টা কালো জিন্নাহ কোর্ট ও ১টা গান্ধিজীর শাল। বসে থাকতেন ইউসুফ আলী সাহেবের চালের গতিতে। গালে হাত দিয়ে ভাবতেন গতিতেই মুক্তি। হলেন এমপি। তখন রাষ্ট্র ক্ষমতায় বিএনপি।২বছর পর হলেন পদত্যাগী সাংসদ। তখন নামটাও ছিল শর্ট উপাধ্যক্ষ আব্দুশ শহিদ। শ্রীমঙ্গলে কিছু ছিল না,ভাড়া থাকতেন বাহার মঞ্জিলে। ১৯৯৬ সালে আওয়ামীলিগ ক্ষমতায় আসলো হলেন হুইপ তখনও ভাড়া থাকতেন বাহার মঞ্জিলে। তখন নামটা আরেকটু লম্বা হলো সরকারি ভাবে জনগণের টাকায় হজ্ব করে হলেন আলহাজ্ব উপাধক্ষ্য আব্দুশ শহিদ। ১৯৯৭ সালে মাগুর ছড়ায় আগুন লাগলো বিদেশি কোম্পানি অক্সিডেন্টাল এর দেওয়া ক্ষতি পুরনের টাকা মেরে হয়ে গেলেন কোটিপতি। এবার আসলো ২০০১ সালের নির্বাচন হলেন এমপি। ঐ বছর হলফ নামায় দেখা যায় সম্পদ বেড়েছে ৫০০ গুন। বিএনপি সরকার গঠন করলো হলেন বিরোধীদলিয় চিপহুইপ। সম্পদ ও বাড়লো এবার নামটা বাড়েনি। ২০০৯ সালে আওয়ামীলিগ সরকার গঠন করলো। হলেন সরকার দলীয় চিপহুইপ। ক্ষমতা আর ক্ষমতা। কোন কিছুর তোয়াক্কা না করে বিরোধীদের উপর শুরু হলো মিথ্যা মামলা। হলফ নামায় দেখা যায় সম্পদ বেড়েছে হাজার গুন। নামটা আরেকটু বড় হলো হলেন বীর মুক্তিযোদ্ধা উপাধক্ষ্য আব্দুশ শহিদ। ২০১৪ সালে সিলেকশন কোটায় এমপি। বড় পদ নেই। শুরু হলো সব সেক্টর থেকে রোজগারের ধান্দা আর কমিশন বানিজ্য আর স্থানীয় নির্বাচনে দলিয় মনোনয়ন বানিজ্য তো আছেই। ২০১৮ সালে রাতের ভোট দিনে করে ভোট ডাকাতি করে হলেন এমপি। এবার বড় পদ না পেলেও হলেন অনুমতি ও হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও জামুকার পদ। এবার হলফ নামায় দেখা গেল সম্পদ বেড়েছে বারশো গুন। নামটাও বেড়েছে হলেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর উপাধ্যক্ষ মোঃ আব্দুশ শহিদ এমপি। এবারও দলিয় মনোনয়ন বানিজ্য। নিজের দলের সবাইকে কুনটাশা করে রাখলেন কাউকে সামনে বাড়তে দিলেন না। সিস্টেমে দলের নেতাদের সাইজ করতে ও দ্বিধাবোধ করেননি। দলের প্রথম সারির নেতাদের কাচকলা দেখিয়ে নিজের মেয়েকে রাজনীতিতে আবিষ্কার করলেন। ভাইগন তো আছেই। বিরোধীমতের উপর চালালেন নির্যাতনের স্টিমরুলার। মামলা আর মামলা সব গায়েবি। আসলো ২০২৪ সালের নির্বাচন। পাগল ধরে এনে করলেন ডামি নির্বাচন হলেন কৃষি মন্ত্রী। এবার শ্রীমঙ্গল কমলগঞ্জ পেল প্রথম বারের মত পূর্ণমন্ত্রী। রাস্তা ঘাট কলকারখানা ভাগ্যের চাকা না ঘুরলেও নিজের আর পরিবারের ভাগ্যের চাকা ঘুরে গেল। এবার হলফ নামায় দেখে যায় সম্পদ বেড়েছে (১৯৯১ থেকে ২০২৪ পর্যন্ত) দুই হাজার গুন। মাঝে মধ্যে রাজপথে এসে হুঙ্কার দেন বিএনপি রাস্তায় দেখলে হাত পা ভেঙ্গে দিবেন মামলা তো আছেই। আমরা ভাবছি আর বলছি, যে ভাবে চলছে চলুক তাতে ক্ষতি কি? পাপ ষোলআনা পূর্ণ হলো ৫ আগষ্ট আসমানী গজব নাযিল হলো। পালিয়ে গেলেন। নির্যাতিত জনতা মনে করলো জনগণের সম্পদ লুট করে হাজার কোটি বানিয়েছে। রাগে ক্ষোভে বাসাকে বানিয়ে ফেললো পাবলিক টয়লেট। এখন মিডিয়া থেকে জানা যায় কানাডায় বাড়ি,ঢাকায় বাড়ি,শ্রীমঙ্গলে বাড়ি কমলগঞ্জে বাড়ি সম্পদ আর সম্পদ। শখের বসে ক্ষমতা খাটিয়ে বনভূমির জমি দখল করে তৈরি করলেন চা বাগান। হলেন বাগান বিলাসি। সাংবাদিক আসলো প্রশ্ন করলো কার জমিতে বাগান করেছেন? নিজের দোষ স্বীকার না করে ফাঁসিয়ে দেওয়ার চেস্টা করলেন আরেকজনকে। বয়স বেড়ে গেছে, এক সময় শরিরে রুগে বাসা বাঁধবে হয়তো হয়ে যাবেন শয্যাশায়ি। এ ভাবে একদিন পরপারে পারি দিবেন। কিন্ত আকাম কুকামের ফিরিস্তি থেকে যাবে যুগের পর যুগ অভিশাপ দিবে ভুক্তভোগীরা। হায় রে জিবন! এক জিবনে কত টাকার দরকার? মানুষ কেন এমন হয়?
🤔কপি পোষ্ট

Address

Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moulvibazar Online Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

আমরা আমাদের

মৌলভীবাজার এক্সপ্রেস ,চলি শান্তিতে