
23/07/2025
সবুজে ঘেরা আমাদের প্রকৃতি।
Shamsernager Road, MatarKapon,
Moulvibazar
Phone : +8801711985510
e-mail : [email protected]
Maulvi Bazar
Be the first to know and let us send you an email when Radio Pollikontho FM 99.2, Moulvibazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to Radio Pollikontho FM 99.2, Moulvibazar:
রেডিও পল্লীকণ্ঠ এফএম ৯৯.২ মৌলভীবাজার। মৌলভীবাজারের স্থানীয় জনগোষ্ঠীর কল্যানের জন্য নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান রেডিও পল্লীকণ্ঠের অগ্রযাত্রা শুরু হয় ২০১১ সালের ২৫ শে অক্টোবর থেকে। তথ্য ও জ্ঞান প্রাপ্তিতে শহর আর গ্রামের মধ্যে দূরত্ব কমাতে, স্থানীয় জনগোষ্ঠীর তথ্য অধিকার নিশ্চিতকরণ, মানবাধিকার ও জেন্ডার সমতা বাস্তবায়ন এবং কথা বলার স্বাধীনতা দানে একটি গণমাধ্যম হিসেবে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে রেডিও পল্লীকন্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও নারীর প্রতি সহিংসতা রোধ, সু-শাসন প্রতিষ্ঠা, কৃষি উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতাবৃদ্ধি এবং সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে রেডিও পল্লীকণ্ঠ কাজ করে চলেছে। রেডিও পল্লীকণ্ঠ অংশগ্রহণ মূলক প্রক্রিয়াকে উৎসাহিত করে। তাই রেডিও পল্লীকণ্ঠর অনুষ্ঠান তৈরি, পরিকল্পনা, ব্যবস্থাপনা সহ বিভিন্ন পযার্য়ে স্থানীয় জনগোষ্ঠীর সকল স্তরের লোকজনের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করেছে। প্রচার সময়ঃ সকাল ৯টা থেকে রাত ৯টা । অনুষ্ঠান তৈরির ভাষাঃ আঞ্চলিক ও প্রমিত বাংলা । শ্রোতা সংখ্যাঃ আনুমানিক ৫ (পাঁচ) লক্ষ । শ্রোতা ক্লাব তথ্যঃ ১২ টি শিশু ক্লাব, ০৬ টি যুব ক্লাব, ২৪ টি যুব ও বয়স্ক ক্লাব, ৭২৭টি নারী শ্রোতা ক্লাব সহ সবর্মোট শ্রোতা ক্লাব ৭৬৯টি এবং এর সবর্মোট সদস্য সংখ্যা ৮০০১ জন ।