
28/05/2025
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা পালনকারী, ভাটেরা ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার এবং তালামীয নেতা কাজী আব্দুস সামাদ আজাদ মুক্তি পেয়েছেন। অভিযুক্ত মামলায় তার বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ না থাকায় আজ মুক্তি দেয়া হয়েছে। এসময় মৌলভীবাজার জেলা ও কুলাউড়া উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আনদোলনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের পর জেলা পুলিশ সুপার কুলাউড়া থানা পুলিশকে কাজী সামাদ আজাদকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম আফছার আজ বিকেলে কোনো আপোষ ছাড়াই তাকে মুক্তি দেন।
এ বিষয়ে কুলাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ বলেন, “যদি প্রকৃতপক্ষে কেউ অপরাধী হয়, তার যেন সর্বোচ্চ শাস্তি হয়। তবে বিনা অপরাধে কাউকে যেন হেনস্তা না করা হয় – সেই অনুরোধ জানাচ্ছি।”
মুক্তির পর এক আবেগঘন প্রতিক্রিয়ায় কাজী সামাদ আজাদ বলেন, “আমি শুরু থেকেই নির্দোষ ছিলাম। আল্লাহর রহমতে এবং সকলের দোয়া ও সহযোগিতায় আজ আমি মুক্ত। যারা এই অন্যায়ের প্রতিবাদ করেছেন ও পাশে ছিলেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ।” তিনি বিশেষভাবে তার সাবেক সংগঠন তালামীয-এর নেতাকর্মীদের এবং মৌলভীবাজার ও কুলাউড়া জুলাই অভ্যুত্থানের সমন্বয়কগণসহ সকল শুভানুধ্যায়ীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, কাজী আব্দুস সামাদ আজাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সক্রিয় ছিলেন এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সোচ্চার ছিলেন।