লংলার ডাক-Lunglar Dak

লংলার ডাক-Lunglar Dak দেশপ্রেম, শিক্ষা, সমাজসেবা, সমস্যা ও সম্ভাবনা।

কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের টাট্টিউলি এলাকায় স্বামীর বাড়ি থেকে ছোট মেয়েসহ মো: ডলি বেগম (৪৫) নামে একজন গত ২৭ জুলাই দু...
29/07/2025

কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের টাট্টিউলি এলাকায় স্বামীর বাড়ি থেকে ছোট মেয়েসহ মো: ডলি বেগম (৪৫) নামে একজন গত ২৭ জুলাই দুপুর থেকে নিখোঁজ রয়েছেন।

জানা যায়, মোছা: ডলি বেগমের পরিবার সম্ভাব্য সকল স্থানে যোগাযোগ করেও কোনো সন্ধান পাননি, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এদের খোঁজ পেয়ে থাকেন তাহলে নিম্মে দেয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবার। এ বিষয়ে নিখোঁজ মোছা: ডলি বেগমের ভাই মো: আকলিছ মিয়া কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মো: আকলিছ মিয়া (ডলি বেগমের ভাই)
মোবাইল: ০১৭৯৯৫৫০২৭৩

নিউইয়র্কের মেনহ্যাটনে অস্ত্রধারীর গুলিতে কুলাউড়ার রতন নিহত।নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত একটি উচ্চ নিরাপত্তার অফিস ভবনে ...
29/07/2025

নিউইয়র্কের মেনহ্যাটনে অস্ত্রধারীর গুলিতে কুলাউড়ার রতন নিহত।

নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত একটি উচ্চ নিরাপত্তার অফিস ভবনে দায়িত্বরত অবস্থায় বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত এনওয়াইপিডি পুলিশ সদস্য দিদারুল ইসলাম রতনসহ চারজন নিহত হয়েছেন। পরে হামলাকারী নিজেই আত্মহত্যা করেন। স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৬টার দিকে পার্ক অ্যাভিনিউর ৩৪৫ নম্বর ভবনে এ হামলার ঘটনা ঘটে। এটি ব্ল্যাকস্টোন, কেপিএমজি এবং এনএফএল- এর সদরদপ্তর হিসেবে পরিচিত একটি উচ্চ নিরাপত্তার ভবন। নিহত দিদারুল ইসলামের গ্রামের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৌর শহরের মাগুরায়। তিনি প্রায় সাড়ে তিন বছর ধরে নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে নিউইয়র্কের ব্রঙ্কসে বসবাস করতেন। ঘটনার পরপরই সংবাদ সম্মেলনে নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস এবং এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ নিহত পুলিশ কর্মকর্তার পরিচয় নিশ্চিত করেন। কমিশনার জেসিকা টিশ বলেন, দিদারুল ইসলাম রতন তার দায়িত্ব পালনকালেই হামলার শিকার হন। তিনি আরও জানান, নিহত রতনের দুটি সন্তান রয়েছে এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। আমরা তাকে যে কাজটি করতে বলেছিলাম, তিনি সেটাই করছিলেন। তিনি চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছে। ঘটনার পর হামলাকারীর গাড়ি থেকে একটি এম-৪ রাইফেল এবং গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি রিভলভার উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীর সঙ্গে নেভাদা রাজ্যের একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। তবে তার পরিচয় এবং হামলার উদ্দেশ্য সম্পর্কে তদন্ত অব্যাহত রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নিহত দিদারুল ইসলাম রতনের চাচাতো ভাই মাজহারুল ইসলাম বলেন, আমরা দিদারুলের মৃত্যুর খবর পেয়েছি। দিদারুলের পরিবারের সবাই নিউইয়র্কে থাকেন। এই খবর শোনার পর দিদারুলের বাবা অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তার মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। তাই এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমি দেশে থেকে দিদারুলের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছি।

জয়চন্ডী ইউপি ও ভূমি অফিস পরিদর্শনে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদ...
28/07/2025

জয়চন্ডী ইউপি ও ভূমি অফিস পরিদর্শনে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শন করেছেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ। এসময় সাথে ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন। সোমবার (২৮ জুলাই) বিকালে পরিদর্শনে আসলে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্যের নেতৃত্বে সচিব ও সদস্যগণ বিভাগীয় কমিশনারকে ফুলের শুভেচ্ছা জানান। পরে বিভাগীয় কমিশনার সবাইকে নিয়ে ইউনিয়ন ট্যাক্স আদায়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এরপর জয়চন্ডী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার। এসময় ইউনিয়ন ভূমি কর্মকর্তা কামরুন্নাহার বিভাগীয় কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ভূমি অফিসের আঙ্গিনায় একটি লটকন ফলের চারা রোপণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ।

কুলাউড়ায় যুবলীগ সভাপতি সেন্টু এখন বিএনপির কমিটিতেকুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি, বিভিন্ন...
28/07/2025

কুলাউড়ায় যুবলীগ সভাপতি সেন্টু এখন বিএনপির কমিটিতে

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি, বিভিন্ন অপকর্মের হোতা আজমল আলী শাহ সেন্টু এখন বিএনপির কমিটিতে। স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে মোটা অংকের টাকা দিয়ে ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ড কমিটিতে সদস্য হিসেবে স্থান করে নেন যুবলীগের এ নেতা। এ নিয়ে স্থানীয় ওয়ার্ড, ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মীদের দাবি, অতিদ্রুত যুবলীগ নেতা সেন্টুকে বিএনপির কমিটি থেকে বাদ দিতে হবে।
খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বরমচাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করার জন্য সভা হয়। বরমচাল ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল জহুর ডেন ও যুগ্ম আহবায়ক মো: তোফায়েল হোসাইন খান জমসেদ স্বাক্ষরিত দলীয় প্যাডে আজমল আলী শাহ সেন্টুকে ৩৯ নম্বর সদস্য হিসেবে কমিটিতে রাখা হয়। অথচ আজমল আলী শাহ সেন্টু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী যুবলীগের রাজনীতি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে জানা গেছে। এমনকি আওয়ামী লীগের সকল কর্মকা-ে সক্রিয় ভূমিকা পালন করেন এবং পৃষ্ঠপোষকতা করেন। ২০২২ সালের ১৪ মার্চ বরমচাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আজমল আলী শাহ সেন্টু সভাপতি ও নিপার আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এদিকে ২০২২ সালের মার্চ মাসে বরমচাল ইউনিয়ন ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা বই “অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন” ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে বিতরণ অনুষ্ঠানে আজমল আলী শাহ সেন্টু অতিথি ছিলেন। এছাড়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে আজমল আলী শাহ সেন্টুর সরব উপস্থিতি ছিল। এমনকি দলীয় শীর্ষ নেতাকর্মী ও আওয়ামী লীগের মন্ত্রীদের সাথেও তোলা সেইসকল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এটা নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে বিতর্ক তৈরি করেছে। সবাই কানাঘুষা করছেন, কিভাবে একজন চিহ্নিত যুবলীগ নেতাকে বিএনপির মতো রাজনৈতিক সংগঠনের কমিটিতে স্থান দেয়া হয়। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, বরমচাল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেনের মাধ্যমে যোগসাজশ করে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দদের মোটা অংকের টাকা উৎকোচ দিয়ে বিএনপির কমিটিতে সদস্য পদ ভাগিয়ে নিয়েছেন। এতে প্রমাণ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনবার্সন করতে এমন বিতর্কিত সিদ্ধান্ত নেয় ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি। এছাড়া ২০২৪ সালে স্থানীয় এলাকায় একটি পক্ষের সাথে জমিসংক্রান্ত বিরোধের জেরে নিজেকে আওয়ামীলীগ পরিবারের সন্তান উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার তদন্ত কপি প্রতিবেদকের সংগ্রহে রয়েছে।

এ বিষয়ে বরমচাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আজমল আলী শাহ সেন্টু জানান, ‘আমার পরিবারের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত নই, আমি মাজারের খাদিম, বিভিন্ন সময় দলীয় নেতারা আমার কাছে দোয়া নিতে এসেছিলেন। এলাকার একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে।
এ বিষয়ে বরমচাল ইউনিয়ন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন যুবলীগ নেতা সেন্টুর পক্ষে সাফাই গেয়ে মুঠোফোনে বলেন, ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের সময় সেন্টু কমিটিতে থাকার জন্য আগ্রহ প্রকাশ করে। পরে নেতৃবৃন্দরা যাচাই-বাছাই করে তাকে সদস্য করেন। সেন্টু যে যুবলীগের রাজনীতি করতেন সেটার কোন প্রমাণ আমিসহ নেতৃবৃন্দরা পাইনি। অতীতে সেন্টুর মালিকানাধীন দোকানে যুবলীগের অফিস ছিল তাই অফিসে একটি অনুষ্ঠানে সেন্টু উপস্থিত ছিলেন। তাছাড়া সেন্টু মাজারের খাদিম থাকায় তার সাথে অনেক নেতা ছবি তুলেছেন। তাকে বিএনপির কমিটিতে রাখতে আমি কোন সুপারিশ বা তদবির করিনি। তিনি আরো বলেন, স্থানীয় একটি বিশেষ মহল ইর্ষান্বিত হয়ে তাঁর বিরুদ্ধে এসব ভিত্তিহীন অভিযোগ তুলে ষড়যন্ত্র করছেন।
বরমচাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল জহুর ডেন মুঠোফোনে বলেন, সেন্টু যে যুবলীগ করতেন সেটার সঠিক তথ্যসহ কেউ আমাদের কাছে অভিযোগ করেনি তাই তাকে বিএনপির সদস্য করা হয়েছে। অভিযোগ দিলে তদন্ত করে হয়তো তাকে বাদ দেয়ার সুযোগ ছিল। যোগসাজশের মাধ্যমে আপনাদের প্রভাবিত করে যুবলীগ নেতা সেন্টুকে কমিটিতে রাখা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা হলো ভিন্ন কথা। এসব অভিযোগ ভিত্তিহীন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদওয়ান খান মুঠোফোনে বলেন, বিষয়টি জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সুত্র: দৈনিক মৌমাছি কন্ঠ

28/07/2025

কুলাউড়ায় ব্যবসায়ীর টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে পালালো দুর্বৃত্তরা

বিস্তারিত কমেন্টে

কুলাউড়ায় জামায়াতের দলিয় মেয়র প্রার্থী হিসেবে মনোনীত: মোঃ জাকির হোসেনমৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদ...
28/07/2025

কুলাউড়ায় জামায়াতের দলিয় মেয়র
প্রার্থী হিসেবে মনোনীত: মোঃ জাকির হোসেন

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় পৌরসভা হলরুমে এক আলোচনা সভায় সর্বস্তরের দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে তার নাম ঘোষণা করা হয়। : পৌর জামায়াতের সভাপতি রুহুল আমিন রইয়বের সভাপতিত্বে এবং সেক্রেটারি সিনিয়র শিক্ষক মনসুর আহমদ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামীর আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, সহকারী সেক্রেটারী মো. আলাউদ্দিন ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. নিজাম উদ্দিন। সভাশেষে জেলা সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামীর আলী আগামী পৌরসভা নির্বাচনে দলীয়ভাবে মনোনীত মেয়র প্রার্থী হিসেবে জাকির হোসেনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

24/07/2025

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক।

কুলাউড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প: বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা দিনব্যাপী স্বাস্থ্যসেবাকুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পীরের...
24/07/2025

কুলাউড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প: বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা দিনব্যাপী স্বাস্থ্যসেবা

কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পীরেরবাজারে আগামী ২৫ জুলাই ২০২৫, শুক্রবার, রাহমা স্বাস্থ্য সেবা কেন্দ্র ও ফার্মেসীর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে একদিনব্যাপী **ফ্রি মেডিকেল ক্যাম্প**। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।

এ ক্যাম্পে রোগীদের সেবা প্রদান করবেন দুইজন অভিজ্ঞ চিকিৎসক:
🔹ডা. মোঃ তাসনিমুল মুরসালিন, নিউরোলজি বিশেষজ্ঞ (ঢাকা, ইউএসএ ট্রেইন্ড)
🔹ডা. মোঃ শফিকুল ইসলাম, (ডি ইউ এম এফ – উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলাউড়া)

ফ্রি মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করবেন ডা. মোঃ জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কুলাউড়া।

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, এ ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো – সাধারণ মানুষ, বিশেষ করে আর্থিকভাবে অক্ষম রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। "সুস্থ মানুষের হাসিই আমাদের জন্য সর্বোচ্চ পুরস্কার" – এই মতের ওপর ভিত্তি করেই আয়োজনটি গ্রহণ করা হয়েছে।

ক্যাম্পের স্থান নির্ধারণ করা হয়েছে **রাহমা ফার্মেসী অ্যান্ড হেলথ কেয়ার**, পীরেরবাজার, রাউৎগাঁও, কুলাউড়া।
📞যোগাযোগ: ০১৯১১-২৫২৮৬৫ / ০১৮৯৬-২৯৬২৬৬

স্থানীয়দের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছে আয়োজক প্রতিষ্ঠান। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে পোস্টটি শেয়ার করে পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

কুলাউড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রকি গ্রেফতার কুলাউড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক...
24/07/2025

কুলাউড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রকি গ্রেফতার

কুলাউড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল খান রকিকে (৩৬) কুলাউড়া পৌর শহর থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে 'ডেভিল হ্যান্ড' এর মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃত তোফাজ্জল খান রকি, পিতা; আব্দুল লতিফ খান, জয়পাশা, থানা- কুলাউড়া,

কুলাউড়া থানার উপ-পরিদর্শক ফরহাদ মাতব্বর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে 'ডেভিল হ্যান্ড' এর একটি মামলা থাকায় তাকে আটক করা হয়েছে।আজ ২৪ জুলাই তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

কুলাউড়ায় নিজ পিতাকে মারধরের অভিযোগে যুবক আটককুলাউড়া উপজেলায় পিতা-পুত্রের সম্পর্ককে কলঙ্কিত করে নিজ পিতাকে মারধরের অভিযোগ...
24/07/2025

কুলাউড়ায় নিজ পিতাকে মারধরের অভিযোগে যুবক আটক

কুলাউড়া উপজেলায় পিতা-পুত্রের সম্পর্ককে কলঙ্কিত করে নিজ পিতাকে মারধরের অভিযোগে রুফুল মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত রুফুল মিয়া উপজেলার বাবনিয়া গ্রামের নওয়াব উল্লাহর ছেলে।

থানা সূত্রে জানা যায়, রুফুল মিয়া দীর্ঘদিন ধরে তার বৃদ্ধ পিতা নওয়াব উল্লাহকে নানা অজুহাতে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিলেন। সর্বশেষ গতকাল বুধবার (২৩ জুলাই ২০২৫) সকালেও তিনি পিতার উপর হামলা চালান। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করে।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি দল, এএসআই আরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে রুফুল মিয়াকে নিজ বাড়ি থেকে আটক করে এবং পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, পিতার করা অভিযোগের ভিত্তিতে রুফুল মিয়াকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে রুফুলের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন। সমাজে এমন অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে সচেতনতা ও পারিবারিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করছেন সংশ্লিষ্টরা।

কুলাউড়ায় জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫বিস্তারিত কমেন্টে..
23/07/2025

কুলাউড়ায় জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

বিস্তারিত কমেন্টে..

কুলাউড়ায় গরু চুরি করে পিকআপ ফেলে পালালো চোরচক্র, উদ্ধার করলো পুলিশমৌলভীবাজারের কুলাউড়ায় গোয়ালঘর থেকে চুরি হওয়া চারটি গরু...
23/07/2025

কুলাউড়ায় গরু চুরি করে পিকআপ ফেলে পালালো চোরচক্র, উদ্ধার করলো পুলিশ

মৌলভীবাজারের কুলাউড়ায় গোয়ালঘর থেকে চুরি হওয়া চারটি গরু ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) ভোরে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিঙ্গাজিয়া এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গরুর মালিক আলমাস মিয়া ওইরাতে তার গোয়ালঘর তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান গোয়ালঘরের তালা ভাঙা এবং গরুগুলো চুরি হয়ে গেছে। পরে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ভোরের দিকে উত্তর হিঙ্গাজিয়া এলাকায় রাস্তার পাশে একটি পিকআপ দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সন্দেহ হলে স্থানীয়রা ধাওয়া দিলে গাড়িতে থাকা লোকজন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যান, চুরি যাওয়া চারটি গরু ও একটি মোবাইল ফোন উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Address

Kulaura
Maulvi Bazar
3233

Website

Alerts

Be the first to know and let us send you an email when লংলার ডাক-Lunglar Dak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category