Md Abdul Mukit

Md Abdul Mukit New and nice video.

01/07/2025

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

07/08/2024

পুলিশের কর্মবিরতির আসল কারন!!!!!কতটা কষ্ট পাইলে পুলিশ এমনটা করে।আমি পুলিশ ভাইদের বলব আপনারা একটু দর্জ ধরেন,প্লিজ চাকরি চাইরেন না।যারা আপনাদেরকে দিয়ে এই দুর অবস্থা করেছে জাতির কাছে কলংকিত করেছে।তারা যেখানেই যায়না কেন এই জাতি তাদেরকে ছাড়বে না।অবস্থই তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে।ইনশা আল্লাহ।

06/08/2024

এক পুলিশ কনেস্টেবল ভাই এর হ্নদয় বিদারক করুন কাহিনী শুনুন।

06/08/2024

আজ থেকে ঠিক দুই দিন আগে দেশের বর্তমান অবস্থা দেখে ৮০ বছর বয়সী একজন মুক্তিযোদ্ধা চাচা কেদে কেদে বলেছিলেন,মুক্তিযোদ্ধ করে তারা বড় ভুল করেছিলেন।আর আজ বর্তমানের একজন মুক্তিযোদ্ধা সেই একই কথা বলছেন।

06/08/2024

সরকারি সম্পদ লুটপাট হারাম। একটি সুঁইও লুট করে নিলে কিয়ামতের ময়দানে পুরো জাতির কর্জ পরিশোধ করে পুলসিরাত পার হতে হবে। তাই সাবধান!

05/08/2024

আজ স্বাধীনতাকামী মুত্তিযুদ্ধারা বুকের তাজা রক্ত দিয়ে দেশটাকে পুনরায় স্বাধীন করল টিক ই।কিন্তু কিছু লুটপাটকারী ও দুষকৃতীকারীর কারণে আজ ও স্বাধীনতাটা প্রশ্নবৃদ্ধ রয়ে গেল।আমি বাংলাদেশের যে সমস্ত দেশপ্রেমিক সেনাবাহিনী আছে,
তাদের কে বলব আজ দেশ স্বাধীন করল কারা,কেন করল,কারা বুকের তাজা রক্ত দিল।অথচ আপচুছ আজ তাদেরকে ছাড়া যেমন সেনাবাহিনীর প্রধান তেমনি আবার যারা দীর্ঘ ১৫ বছর আন্দোলন করে ব‍্যর্থ
হল তাদেরকে নিয়ে সংলাপ হল। এটা খুব লজ্জ্বা জনক।আমি একজন সাধারন মানুষ হিসেবে বলতে চাই,যে সমস্ত বৈষম‍্যবিরুদী ছাত্রছাত্রী ভাইবোনেরা মেইন স্বমন‍্যয়ক ছিলেন।এবং যে সমস্ত শিক্ষকবৃন্দ ছিলেন।তাদের অনুপস্তিতে আপনারা কখনও অন্তরবর্তীকালীন সরকার ঘঠন করবেন না।কেননা তা নাহলে শহীদ ছাত্র ছাত্রীর আত্বা কষ্ট পারে।আর অন্তরবর্তীকালীন সরকার ঘঠনের পর আজ যারা এইসব অন‍্যায় অবিচার করছে
এবং অতীতে যারা করে গেছে,যারা ছাত্রছাত্রী শিক্ষক সাধারণ মানুষের উপর অন‍্যায় ভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছে অনেক মায়ের কুল খালি করেছে।তাদের সঠিক বিচার না হওয়া পর্যন্ত যেন নতুন নির্বাচন না দেওয়া হয়।

Address

Maulvi Bazar

Telephone

+8801765160425

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Abdul Mukit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share