UniMark Solutions

UniMark Solutions One team. One mission. Everything you need—All In One Place.

14/08/2025

পাহাড়ি রিসোর্ট তাদের বিজ্ঞাপন ও মার্কেটিংয়ের জন্য ভরসা রেখেছে আমাদের ওপর— এবার আপনার পালা সফলতার পথে এগিয়ে যাওয়ার।

Zaika Cafe & Restaurant এখন থেকে UniMark Solutions-এর সাথে! 🤝আমরা UniMark-এ শুধু সার্ভিস বিক্রি করি না —আমরা অনুভব আদান-...
27/07/2025

Zaika Cafe & Restaurant এখন থেকে UniMark Solutions-এর সাথে! 🤝

আমরা UniMark-এ শুধু সার্ভিস বিক্রি করি না —
আমরা অনুভব আদান-প্রদান করি, বিশ্বস্ততা গড়ে তুলি। ❤️

Zaika Cafe আমাদের উপর ভরসা করেছে ঠিক সেই কারণেই —
Because we believe, behind every strategy & every post,
there’s a deep emotional connection.

🍽️ খাবারের প্লেট যেমন শুধু খাবার নয়, তেমনি আমাদের সার্ভিস শুধুই মার্কেটিং না —
এটা একটা ভ্যালু, একটা স্মৃতি তৈরি করার যাত্রা।

Thank you Zaika Cafe & Restaurant, for choosing to walk with us on this flavorful journey.

এই পথচলা হোক আরও সুস্বাদু, আরও বিশ্বস্ত!

🌿 Thank You, Pahari Resort, for Trusting UniMark Solutions! 🌿বিশ্বাসের জন্য অসংখ্য ধন্যবাদ, Pahari Resort! 🙏We are proud...
26/07/2025

🌿 Thank You, Pahari Resort, for Trusting UniMark Solutions! 🌿

বিশ্বাসের জন্য অসংখ্য ধন্যবাদ, Pahari Resort! 🙏

We are proud to welcome Pahari Resort into the UniMark family.
আপনার ব্র্যান্ডের ডিজিটাল যাত্রাকে আরও সুন্দর, শক্তিশালী এবং প্রফেশনালভাবে গড়ে তুলতে আমরা প্রস্তুত।

✅ Branding
✅ Social Media Marketing
✅ Creative Content & Visuals
✅ SEO & Online Visibility
✅ Targeted Campaigns

From the hills of Sreemangal to the hearts of thousands—let’s build a story worth remembering.

Together, we aim to take Pahari Resort to the next level of digital success.

✨ Cheers to growth, trust & collaboration!
— Team UniMark Solutions | Sreemangal-based, Nationwide Service

📍

🤝 Collaboration এত সহজ হবে ভাবেননি!আপনার বিজনেসের জন্য মার্কেটিং করতে এখন আর আমাদের অফিসে আসার দরকার নেই। আমরাই আসি আপনা...
23/07/2025

🤝 Collaboration এত সহজ হবে ভাবেননি!

আপনার বিজনেসের জন্য মার্কেটিং করতে এখন আর আমাদের অফিসে আসার দরকার নেই।

আমরাই আসি আপনার কাছে – হাতে-হাতে সব সেটআপ করে দেই।
চা খেতে খেতে রিসোর্টে, অফিসে কিংবা আপনার ক্যাফেতে বসেই

UniMark Solutions এর সাথে শুরু করতে পারেন একটা প্রফেশনাল মার্কেটিং যাত্রা –
ঝামেলাবিহীন, সম্পর্কভিত্তিক আর ভালোবাসায় ভরপুর।

🎯 আমরা যা যা করি:
✔️মার্কেট এনালাইসিস
✔️ ডিজিটাল মার্কেটিং
✔️ গ্রাফিক ডিজাইন
✔️ রিলস ও প্রো ভিডিও এডিটিং
✔️ SEO ও Google Business Setup

আমরাই হতে পারি আপনার সুপার হ্যান্ডি মার্কেটিং পার্টনার।

একবার কাজ করলে বুঝবেন –
এই সম্পর্ক ভাঙবে না, কারণ UniMark কে আপনি ভালোবেসে ফেলবেন।

📩 DM দিন, আমরা আসছি আপনার কাছে।


📢 ইউনিমার্ক সল্যুশনস এর নতুন অর্জন 💼❤️ — পাহাড়ি রিসোর্ট এখন আমাদের সাথেই! একটা ব্র্যান্ড তখনই এগিয়ে যায়, যখন তাদের পাশে ...
16/07/2025

📢 ইউনিমার্ক সল্যুশনস এর নতুন অর্জন 💼❤️ — পাহাড়ি রিসোর্ট এখন আমাদের সাথেই!

একটা ব্র্যান্ড তখনই এগিয়ে যায়, যখন তাদের পাশে থাকে সঠিক গাইড।

আজ আমরা গর্বের সাথে জানাচ্ছি — “পাহাড়ি রিসোর্ট” এখন UniMark Solutions-এর UniMark Pro সেবা গ্রহণ করেছে।
মনিপুরী পাড়ায় নান্দনিক পাহাড়ি রিসোর্ট-এর প্রতিটি দৃশ্য যেন একেকটা গল্প — আর সেই গল্পগুলোকে এখন আমরা রূপ দেবো ডিজিটাল সফলতায়।

ব্র্যান্ড স্ট্র্যাটেজি, প্রফেশনাল গ্রাফিক্স, রিল মার্কেটিং, আর সঠিক টার্গেটিং — সবকিছুই থাকছে এই প্রিমিয়াম প্যাকেজে।

🌿 পাহাড়ি রিসোর্ট বিশ্বাস করেছে আমাদের উপর,
এখন পালা আমাদের — ওদের গল্পটা সবাইকে শুনানোর।

📢 New Announcement from UniMark Solutions — "Pahari Resort" joins the UniMark Pro Family!

A brand grows faster when the direction is right.

We’re thrilled to announce that Pahari Resort has partnered with us by taking our UniMark Pro service.

Surrounded by nature, every frame of Pahari Resort tells a story — and we’re here to turn those stories into digital success.

From strategic branding, premium graphics, and reel marketing to laser-sharp targeting — UniMark Pro covers it all.

🌿 Pahari Resort put their trust in us — now it’s our turn to amplify their story.
Let’s grow, together. 💚

"ভাই, আমরা অনেক ট্রাই করছি… কিন্তু রেজাল্ট আসে না।" - STOP IT ✋আপনি হয়তো এখনো বুঝতে পারছেন না, কিন্তু সত্যি হলো—আপনার ব্...
03/07/2025

"ভাই, আমরা অনেক ট্রাই করছি… কিন্তু রেজাল্ট আসে না।" - STOP IT ✋

আপনি হয়তো এখনো বুঝতে পারছেন না, কিন্তু সত্যি হলো—
আপনার ব্যবসা আস্তে আস্তে মরে যাচ্ছে।

আপনি ফেসবুকে পোস্ট দেন, রিল বানান, হয়তো কারও থেকে গ্রাফিক্স বানান — কিন্তু গ্রোথ নাই। সেল নাই। ব্র্যান্ডিং তো দূরের কথা।

কেন?
কারণ আপনি যা করছেন, তা স্ট্র্যাটেজি ছাড়া, দৃষ্টিভঙ্গি ছাড়া।
দিন শেষে, আপনি শুধু বাজেট খরচ করছেন — রিটার্ন কিছুই নাই।

এবার একটু থামুন। নিজেকে জিজ্ঞেস করুন —
আপনার ব্র্যান্ড কি সত্যিই বাঁচবে এইভাবে?
আর তখনই UniMark আসে লাইফ সেভারের মতো।

আমাদের UniMark Core প্যাকেজ, যা ডিজাইন করা হয়েছে আপনার মতো স্মার্ট কিন্তু সঠিক দিক হারানো ব্যবসায়ীদের জন্য।

📌 স্ট্র্যাটেজিক কনটেন্ট
📌 ব্র্যান্ডিং ফোকাসড ডিজাইন
📌 সোশ্যাল মিডিয়া গ্রোথ প্ল্যান
📌 সঠিক ট্র্যাকিং ও রিপোর্টিং

এই প্যাকেজের দাম?
শুরু মাত্র ৮,৯৯৯৳ প্রতি মাসে।

এবং বিশ্বাস করুন – এই ছোট ইনভেস্টমেন্টটাই আপনাকে ভবিষ্যতের বিশাল ক্ষতি থেকে বাঁচাবে।
SKD আমার বাড়ি বুঝেছে এই রিয়েলিটির গুরুত্ব – তাই তারা আমাদেরকে বেছে নিয়েছে।

এখন আপনি কী করবেন?
❗ এই অফার মাত্র কয়েকদিনের জন্য। এরপর হয়তো আপনি আবার সেই ভুলের চক্রে ফিরে যাবেন।

UniMark Core – যেখানে মার্কেটিং হয় যুদ্ধের মতো, আর আমরা যোদ্ধা।

📩 ইনবক্সে মেসেজ দিন আজই –
কারণ আমরা শুধু পোস্ট দিই না, আমরা ভবিষ্যৎ গড়ি।

✨ একসাথে এগিয়ে চলার নতুন এক অধ্যায় শুরু হলো ✨আমরা গর্বের সাথে জানাচ্ছি যে এখন থেকে SKD আমার বাড়ি এর অফিসিয়াল মার্কেটি...
01/07/2025

✨ একসাথে এগিয়ে চলার নতুন এক অধ্যায় শুরু হলো ✨

আমরা গর্বের সাথে জানাচ্ছি যে এখন থেকে SKD আমার বাড়ি এর অফিসিয়াল মার্কেটিং পার্টনার হিসেবে যুক্ত হলো UniMark Solutions। 🏡💼
এই পার্টনারশিপ শুধু একটি সই নয়, এটি একটি প্রতিশ্রুতি—

📈 উন্নত ব্র্যান্ডিং ও ডিজিটাল মার্কেটিং,
🎯 টার্গেটেড SEO অপটিমাইজেশন,
🎨 মনোমুগ্ধকর গ্রাফিক্স ও ভিডিও কনটেন্ট,
এবং
📊 স্মার্ট ডাটা-ড্রিভেন স্ট্র্যাটেজি দিয়ে SKD আমার বাড়ির গল্পকে পৌঁছে দেওয়া হবে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে।

আমরা শুধু সার্ভিস দিই না—
আমরা ভিশন বাস্তবায়নে সহযাত্রী হই।

UniMark Solutions × SKD আমার বাড়ি
💚 একসাথে গড়ি বিশ্বাস, ব্র্যান্ড আর ভবিষ্যৎ।

#ডিজিটালবাংলা

📌 "আপনার ব্যবসা কেন grow করছে না?""রাত জেগে প্ল্যান করছেন, কিন্তু ফলাফল কই?"রায়হানের একটা ছোট অনলাইন পোশাকের ব্যবসা আছে।...
30/06/2025

📌 "আপনার ব্যবসা কেন grow করছে না?"

"রাত জেগে প্ল্যান করছেন, কিন্তু ফলাফল কই?"
রায়হানের একটা ছোট অনলাইন পোশাকের ব্যবসা আছে। ৩ বছর হলো শুরু করেছেন। প্রোডাক্ট ভালো, প্রাইস রিজনেবল, অথচ অর্ডার আসছে না!

প্রতিদিন তিনি চিন্তা করেন –
👉 “কোথায় ভুল করছি?”
👉 “এতো পেইড অ্যাড দিলাম, লাভ তো হলো না!”
👉 “পেজের ফলোয়ার বাড়ছে, কিন্তু বিক্রি কেন বাড়ছে না?”

এটাই মূল সমস্যা: মার্কেটিং হচ্ছে, কিন্তু স্ট্র্যাটেজিক মার্কেটিং না।

এমন হাজারো রায়হান আজ একই বৃত্তে ঘুরছেন। অথচ যদি আপনি বুঝতেন…

✅ আপনার টার্গেট অডিয়েন্স কে?
✅ কনটেন্ট কি সেল করছে, না শুধু লাইক আনছে?
✅ আপনার ব্র্যান্ড কি মানুষ মনে রাখছে?

UniMark Solutions এই জায়গাতেই কাজ করে।
আমরা শুধু পোস্ট ডিজাইন করি না—

🎯 কাস্টমার সাইকোলজি বুঝে কনটেন্ট বানাই
🎯 SEO ও কনভার্সন-ফোকাসড কপি তৈরি করি
🎯 ইনবাউন্ড মার্কেটিং সেটআপ করি, যাতে অর্ডার আসে আপনিই না চাইতেই

আপনার গল্পটা কবে বদলাবে?
📲 এখনই কল করুন UniMark Solutions
আর চলুন আমরা একসাথে গড়ি আপনার ব্যবসার নতুন পরিচয়।

👉 ইনবক্সে মেসেজ দিন: "READY FOR GROWTH"
আমরা যোগাযোগ করবো ২৪ ঘণ্টার মধ্যে।

🌱 প্রত্যেকটা বড় স্বপ্ন শুরু হয় ছোট থেকে…কয়েকজন সৃজনশীল মনের মানুষের একটা ছোট্ট ভাবনা থেকেই যাত্রা শুরু — এখন তা বাস্ত...
28/06/2025

🌱 প্রত্যেকটা বড় স্বপ্ন শুরু হয় ছোট থেকে…

কয়েকজন সৃজনশীল মনের মানুষের একটা ছোট্ট ভাবনা থেকেই যাত্রা শুরু — এখন তা বাস্তবতা: UniMark Solutions 💡✨

কখনো ছিল শুধু রাতজাগা পরিকল্পনা, খাতা ভর্তি নোট, আর মাথাভরা স্বপ্ন। আজ আমরা প্রথম ধাপটা নিচ্ছি। 🚀

আমরা শুধু ডিজিটাল মার্কেটিং এজেন্সি না — আমরা স্টোরিটেলার, ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিস্ট, আর ভিশনারি ডিজাইনার।

আমাদের লক্ষ্য একটাই: আপনার ব্যবসার অগ্রগতিতে মার্কেটিং গ্যাপ খুঁজে বের করা এবং সবার কাছে আপনাকে পৌঁছে দেয়া।

🔧 আমাদের সেবা সমূহ
✅ ডিজিটাল মার্কেটিং (সোশ্যাল মিডিয়া, বিজ্ঞাপন, ব্র্যান্ডিং)
✅ গ্রাফিক ডিজাইন ও ভিডিও কনটেন্ট
✅ এসইও এবং অনলাইন ভিজিবিলিটি বৃদ্ধি
✅ ব্র্যান্ড কনসালটেন্সি

আমরা বিশ্বাস করি— প্রত্যেকটা ব্র্যান্ডেরই গল্প আছে। আর সেই গল্পটাকেই আমরা তুলে ধরি যত্ন আর কৌশলের ছোঁয়ায়।

📌 আজ আমাদের প্রথম পদক্ষেপ। সামনে আরও অনেক পথ বাকি। আপনাদের ভালোবাসা ও পাশে থাকাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

UniMark Solutions-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের সঙ্গেই থাকুন।

Address

Sreemangal
Maulvi Bazar
3210-14

Website

Alerts

Be the first to know and let us send you an email when UniMark Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share