Simanter Dak : সীমান্তের ডাক

Simanter Dak : সীমান্তের ডাক Speaks Truth : সত্য প্রকাশে নির্ভীক

Publisher: Misbaur Rahman লেজুড়ভিত্তিক সংবাদ নয় সাধারণ মানুষের সংবাদ প্রকাশে দৃঢ় প্রতিজ্ঞ ...

সাংবাদিক তুহিন হত্যার চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করেছে চিহ্নিত সন্ত...
08/08/2025

সাংবাদিক তুহিন হত্যার চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করেছে চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা। তারা দেশী অস্ত্র নিয়ে বাদশা নামের এক ব্যক্তিকে ধাওয়া করেছিল। সাংবাদিক তুহিন সেই দৃশ্য মুঠোফোনে ভিডিও করেছিলেন। যে কারণে তাকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলের একটি দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এ তথ্য জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত আটটার দিকে গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন।

ওই হত্যাকাণ্ড সম্পর্কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার রবিউল ইসলাম বলেন, আমরা সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে যাই। সেখানে গিয়ে তুহিনকে মৃত দেখতে পাই। আমাদের তদন্তের প্রয়োজনে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি। সিসিটিভি ফুটেজে আমরা দেখতে পাই, একজন নারী রাস্তায় একজন পুরুষের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে যান। সে সময় একজন পুরুষ, একজন নারীকে আঘাত করেন। আঘাতের সঙ্গে সঙ্গে ওই নারীর পূর্ব পরিচিত ৪-৫ জন চাপতিসহ এসে ওই পুরুষকে আঘাত করেন। একপর্যায়ে ওই পুরুষকে আর সিসি ক্যামেরায় পাওয়া যায়নি। পরে আমরা খোঁজ নিয়ে জানতে পারি, ওই পুরুষ জয়দেবপুর সদর হাসপাতালে আছেন। তার নাম বাদশা মিয়া। তার সঙ্গে আমাদের পুলিশের কথা হয়।

মো. রবিউল ইসলাম বলেন, আমরা তার (বাদশা মিয়া) মাধ্যমে এবং স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, ওই ঘটনাটি সাংবাদিক তুহিন তার মোবাইল ফোনে ধারণ করেন। পরে এই ঘাতকরা তুহিনকে চার্জ করেন। তিনি এই ভিডিও কেন করেছে তা জানতে চান এবং এটা ডিলিট করার জন্য বলেন। এরপর তুহিন যখন ডিলিট করতে রাজি হননি, কিংবা ভিডিওর বিষয়টি অস্বীকার করেন, তখন ওই অবস্থাতেই তার আরপর হামলা চালানো হয় এবং মেরে ফেলে।

জানা গেছে, গাজীপুর নগরের বাসন, ভোগরা ও চান্দনা চৌরাস্তা এলাকায় একটি চক্র আছে, যারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত। সিসিটিভির ভিডিওতে যাঁদের দেখা গেছে, তারা সবাই ছিনতাইকারী দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ভিডিওতে যে নারীকে দেখা গেছে, তিনিও ওই চক্রের সদস্য হতে পারেন। চান্দনা চৌরাস্তা এলাকায় বিভিন্ন ধরনের ফাঁদ পেতে ওই চক্র ছিনতাই করে থাকে।

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, মূলত একজন নারীকে কেন্দ্র করে প্রথমে একটি হামলার ঘটনা এবং পরে একটি হত্যার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত আমাদের তদন্তে এর বাইরে অন্য কিছু উঠে আসেনি। আমরা ধারণা করছি, সিসিটিভি ক্যামেরার ফুটেজের ওই নারী ছিনতাইকারী দলের সদস্য। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে এরই মধ্যে অভিযান

08/07/2025

⭕𝐋𝐢𝐯𝐞: রেলওয়ে চলমান আন্দোলন কর্মসূচি ও বিভিন্ন দাবি দাওয়া অবহিতকরন প্রসঙ্গে।
>সংবাদ সম্মেলনে

 #কুলাউড়া উপজেলার  #জয়চন্ডী ইউনিয়নের  #রংগীরকুল এলাকায় প্রবাসীদের অর্থায়নে এবং মেম্বার প্রার্থী রাজন আহমদের উদ্যোগে সড়কে...
08/06/2025

#কুলাউড়া উপজেলার #জয়চন্ডী ইউনিয়নের #রংগীরকুল এলাকায় প্রবাসীদের অর্থায়নে এবং মেম্বার প্রার্থী রাজন আহমদের উদ্যোগে সড়কে সোলার লাইট স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, জয়চন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমেদ কমরু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য, বিএনপি নেতা আব্দুল গফফার চৌধুরী, আব্দুল মোহিত, ইউনিয়ন সচিব মোহাম্মদ আব্দুল বারী প্রমুখঃ।

কুলাউড়ায় মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোন আসক্তিকে না বলে শিক্ষার্থীদের শপথ...স্টাফ রিপোর্টার: কুলাউড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন...
08/06/2025

কুলাউড়ায় মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোন আসক্তিকে না বলে শিক্ষার্থীদের শপথ...

স্টাফ রিপোর্টার:
কুলাউড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে শিক্ষার্থীরা- মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং, বাল্যবিয়ে, স্মার্টফোনে আসক্তিকে না বলে লাল কার্ড প্রদর্শন করে শপথ নেন।

বুধবার (৬ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার অগ্রণী উচ্চ বিদ্যালয় হলরুমে প্রায় ৩শ শিক্ষার্থীদের মধ্যে এ শপথ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সপ্তম শ্রেণির শিক্ষার্থী কর্তৃক 'সবুজ পৃথিবী' শিরোনামের দেয়াল পত্রিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি।

পরে এক মতবিনিময় সভায় বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোন্তাজ আলী, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সাংবাদিক মাহফুজুর রহমান শাকিল ও যুক্তরাজ্য থেকে মুঠোফোনে বক্তব্য দেন সংগঠনের কুলাউড়া শাখার সভাপতি আজহার মুনিম শাফিন।
সংগঠনের অনুষ্ঠান বিষয়ক সম্পাদক রেদোয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংবাদিক সঞ্জয় দেবনাথ, সিনিয়র শিক্ষক এরশাদ হোসাইন, আফিয়া বেগম, ফণীভূষণ চন্দ, নূর ইসলাম, শফিকুল ইসলাম জুয়েল, সুশান্ত কুমার বর্মন, জয়রাজ, মীরা শর্মা, শিমুল মিয়া, আবুল কাশেম, সাংবাদিক মহিউদ্দিন রিপন, সংগঠনের মৌলভীবাজার শাখার সভাপতি তালহা আমীন, সহ সভাপতি জিয়াদ, সাধারণ সম্পাদক হাম্মাদ নূর-ঈ সাদী, সাংগঠনিক সম্পাদক ইফতি, সহ সাংগঠনিক সম্পাদক জাওয়াদ, অর্থ সম্পাদক তানজিল, প্রচার সম্পাদক আকিব, সদস্য শাবাব, ইশরাক, জিৎ রায়, মামুন প্রমুখ।

নিয়মিত পড়াশুনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, সবসময় সত্য কথা বলতে, কখনও মাদক সেবন না করতে, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের আগে বিয়ে না করতে শিক্ষার্থীদের শপথ করান সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল।

ওইদিন সংগঠনটি কুলাউড়ার লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা উপহার হিসাবে প্রদান করে। খুদে শিক্ষার্থীরা চারা হাতে নিয়ে দেশ প্রেমের শপথ নেন।

লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে গত ১৪ বছরের বেশি সময় ৬৪ জেলার বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীদের সচেতন করে আসছেন।

এছাড়া মাদক বিরোধী কর্মসূচি, বাল্যবিবাহ বন্ধ, কিশোর অপরাধ, ইভটিজিংসহ নানা অপরাধমূলক কাজ থেকে বিরত থাকার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছেন।
সংগঠনটি এ পর্যন্ত ৪৩ লাখ শিক্ষার্থীকে সচেতন করেছে এবং ৬ লাখের বেশি গাছের চারা বিতরণ করেছে। #

08/06/2025

নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসে বিএনপি-আওয়ামীলীগের মুখোমুখি অবস্থান; উত্তেজনা

জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে আলোচনা সভাকুলাউড়া উপজেলায় 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ...
08/06/2025

জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে আলোচনা সভা

কুলাউড়া উপজেলায় 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিউদ্দিন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক।

সভায় আরও বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন।

এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল প্রমুখ।

ছাত্র, যুব সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জুলাই যুদ্ধা মাহবুব জামান শিহাব, ছাত্র নেতা শামিম আহমেদ, যুব অধিকার পরিষদের তানিম হোসাইন রুহিন,এনসিপির সদস্য লিংকন তালুকদার,ছাত্র শেখ রানা,এনসিপির সদস্য আব্দুস সামাদ, ওয়ারিয়র্স অফ জুলাই জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম, সদস্য আল আদনান চৌধুরী, নাহিদুর রহমান,ছাত্রী হুসনেয়ারা।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণআন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট, রাজনৈতিক তাৎপর্য ও গণতন্ত্র প্রতিষ্ঠায় এ দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় জুলাই গণঅভ্যুত্থান একটি অনন্য দৃষ্টান্ত। ভবিষ্যৎ প্রজন্মের মাঝে এই চেতনা ছড়িয়ে দিতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

08/05/2025

ফ্যাসিস্টের পলায়নে রাহুমুক্ত হয়েছে বাংলাদেশ: তারেক রহমান

ফেব্রুয়ারিতে রোজার আগেই ভোট
08/05/2025

ফেব্রুয়ারিতে রোজার আগেই ভোট

08/05/2025

⭕ সরাসরি: ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিশাল বিজয় র‍্যালী

‘চাঁদার টাকা সমান ভাগ হতো’সাবেক এমপি শাম্মি আহম্মেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গুলশান থানার মামলায় বাংলাদেশ গণতান্ত্রিক ...
08/05/2025

‘চাঁদার টাকা সমান ভাগ হতো’

সাবেক এমপি শাম্মি আহম্মেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গুলশান থানার মামলায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এদিন রিয়াদসহ চার আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় রিয়াদ স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান তার জবানবন্দি রেকর্ড করতে আবেদন করেন।

আদালতে জবানবন্দিতে জানান, বিভিন্ন সময়ে ফ্যাসিবাদী লোকজন গ্রেপ্তার করার ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করেছেন। ঘটনার দিন ১৭ জুলাই রাতে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন মঞ্জুর ফোনের মাধ্যমে গুলশান জোনের ডিসির সঙ্গে যোগাযোগ করেন। তখন তিনি ডিসিকে জানান, গুলশান থানাধীন ৮৩ নম্বর রোড, বাসা নং- ১৩ তে আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি শাম্মি আহমেদ নিজ বাসায় অবস্থান করছেন। পরবর্তীতে ডিসি নিজে জানান যে, বিষয়টি তিনি গুলশান থানার ওসিকে অবগত করেছেন। এরপর রাত দুইটার দিকে তিনিসহ মঞ্জু, জানে আলম অপু, সাবাব হোসেন, আতিক শাহরিয়ার, সাদাকাউম সিয়াম, তানিম ওয়াহিদ ও আতিকের সঙ্গে কয়েমজন মিলে থানায় যায়। তখন ওসি জানান, এতো রাতে গুলশান সোসাইটিতে অভিযান চালানো যাবে না এবং ফজরের আযান পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরবর্তীতে গুলশান থানার একটি টিম তাদের সঙ্গে দেওয়া হয়।

জবানবন্দিতে রিয়াদ জানান, তিনিসহ পুলিশ সদস্যরা সাবেক এমপি শাম্মী আক্তারের বাড়িতে যায়। গুলশানের থানার ওসি (তদন্ত) নিজে অভিযানের নেতৃত্ব দেন। তবে শাম্মীকে বাসায় না পেয়ে সকাল সাড়ে ৭টায় তারা ফিরে আসেন। পরবর্তীতে জানে আলম অপু তাকে বলেন, ওই বাসা থেকে তিনি শাম্মী আক্তারের এয়ারপড নিয়ে এসেছেন। পরে রিয়াদ ও অপু ওইদিন সকাল ১০টার দিকে এয়ারপড ফেরত দিতে ওই বাসায় যান। বাসায় গিয়ে তারা এয়ারপড ফের‍ত দেন। তখন অপু পানি খাওয়ার কথা বলে ওই বাসায় প্রবেশ করেন। অপু বাসায় থাকা শাম্মীর স্বামীকে বলেন, ‘শাম্মী বাসায় আছেন। আমরা তাকে পুলিশে দিয়ে দেব।’ তখন শাম্মীর স্বামী ভয় পেয়ে তাদের টাকা অফার করেন। তখন অপু ৫০ লাখ টাকা দাবি করেন। কিন্তু এত টাকা বাসায় নেই বলে জানান শাম্মীর স্বামী। পরবর্তীতে ১০ লাখ টাকা নিয়ে চলে আসেন এবং টাকা সমান ভাগ করেন তারা।

এই মামলায় অপর তিন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া অন্যরা হলেন- মো. ইব্রাহিম হোসেন, সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব।

তারাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা ছিলেন। ঘটনার পর তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া গত ২ আগস্ট অপর আসামি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন।

এর আগে গত ২৭ জুলাই তাদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন আইনের সংঘাতে জড়িত শিশু মো. আমিনুল ইসলামকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। ২৬ জুলাই রাত সাড়ে ১২টায় ভুক্তভোগী সিদ্দিক আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় চাঁদাবাজির মামলা করেন। এতে তিনি ছয়জনকে আসামি করেন। রিয়াদ ছাড়া অন্য আসামিরা হলেন- কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন ও আইনের সংঘাতে জড়িত শিশু মো. আমিনুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ জুলাই সকাল ১০টায় আসামি আব্দুর রাজ্জাক রিয়াদ, কাজী গৌরব অপু গুলশানের ৮৩ নম্বর রোডে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মি আহম্মেদের বাসায় যান। তখন তারা হুমকিধমকি দিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণাংকার দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেন এবং টাকা চেয়ে চাপ দিতে থাকেন তারা। একপর্যায়ে মামলার বাদী সিদ্দিক আবু জাফর বাধ্য হয়ে নিজের কাছে থাকা নগদ পাঁচ লাখ টাকা ও ভাইয়ের কাছে থেকে নিয়ে আরো পাঁচ লাখ টাকা প্রদান করেন। এ ঘটনার পর গত ১৯ জুলাই রাত সাড়ে ১০টার দিকে আসামি রিয়াদ ও অপু বাদীর বাসায় প্রবেশ করে তার ফ্ল্যাটের দরজায় ধাক্কা দেন। বিষয়টি গুলশান থানা পুলিশকে মোবাইল ফোনে অবহিত করলে আসামিরা চলে যায়। পরবর্তীতে ২৬ জুলাই বিকেল সাড়ে ৫টায় আসামি রিয়াদের নেতৃত্বে অপরাপর আসামিরা বাদীর বাসার সামনে এসে তাকে খুঁজতে থাকেন। বাসার দারোয়ান মোবাইল ফোনের মাধ্যমে তাকে বিষয়টি জানান। তখন আসামিদের দাবি করা বাকি ৪০ লাখ টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দেবেন বলে হুমকি দিতে থাকেন। পরবর্তীতে পুলিশকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচ আসামিকে হাতেনাতে আটক করে এবং ওই সময় এজাহারনামীয় আসামি কাজী গৌরব অপু দৌড়ে পালিয়ে যান।

08/05/2025

আপা আর আসবেনা। পুলিশ সুপারের বক্তব্য ভাইরাল

দেশের রাজনীতি নিয়ে শঙ্কা জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়ে তা আবার মুছে ফেলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। স...
08/05/2025

দেশের রাজনীতি নিয়ে শঙ্কা জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়ে তা আবার মুছে ফেলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার সন্ধ্যায় তথ্য উপদেষ্টা ‘১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে’ বলে একটি ফেসবুক পোস্ট দেন।
যদিও পোস্ট দেওয়ার ২৩ মিনিট পর তিনি তা আপডেট করেন। আপডেট করা পোস্টে তিনি লেখেন, ‘১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’ পরে পোস্টটি মুছে ফেলেন তিনি।

Address

New York, NY
11101

Telephone

+8801303038645

Website

Alerts

Be the first to know and let us send you an email when Simanter Dak : সীমান্তের ডাক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Simanter Dak : সীমান্তের ডাক:

Share