Simanter Dak : সীমান্তের ডাক

Simanter Dak : সীমান্তের ডাক Speaks Truth : সত্য প্রকাশে নির্ভীক

Publisher: Misbaur Rahman লেজুড়ভিত্তিক সংবাদ নয় সাধারণ মানুষের সংবাদ প্রকাশে দৃঢ় প্রতিজ্ঞ ...

11/27/2025

মেসি’স থ‍্যাঙ্কসগিভিং ডে প‍্যারেড, নিউইয়র্কের ম‍্যানহাটনে অনুষ্ঠিত হয়

কুলাউড়ায় উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত...
11/27/2025

কুলাউড়ায় উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

কুলাউড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা, চলমান প্রশাসনিক কার্যক্রম সুদৃঢ় করা এবং স্থানীয় জননিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে এ সভায় গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন। উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আরএমও ডাঃ জেরিনসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং জনসচেতনতা বাড়ানোর বিভিন্ন উদ্যোগ নিয়ে গভীর আলোচনা হয়। উপস্থিত ব্যক্তিরা তাঁদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বলেন, “সুশৃঙ্খল ও নিরাপদ কুলাউড়া গড়তে প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভা শেষে কুলাউড়া উপজেলার শান্তি-শৃঙ্খলা আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

কুলাউড়ায় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন।"দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি "এই প্রতিপাদ্যকে সামনে রেখে ম...
11/26/2025

কুলাউড়ায় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন।

"দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি "এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫।

বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২ টায় নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে এ সপ্তাহের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতা করে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)। উপজেলার খামারি, উদ্যোক্তা, পোল্ট্রি ব্যবসায়ী ও সেবাগ্রহীতাদের উপস্থিতিতে প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিউদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নিবাস চন্দ্র পাল। লংলা আধুনিক ডিগ্রি কলেজের প্রভাষক মাজহারুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ভেটেরিনারি সার্জন ডা: আব্দুর রহিম প্রধান।
প্রদর্শনীতে ছিল আধুনিক প্রযুক্তির উপস্থাপন, দুধ পরীক্ষা, আলোচনা সভা। বিকেল ৩টায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রথম দিনের কার্যক্রম। প্রতিদিনই নানা আয়োজন থাকবে সপ্তাহব্যাপী এ পোগ্রামে।

কুলাউড়া প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, মোট ৩০টি স্টল নিয়ে এবারের প্রদর্শনী সাজানো হয়। ডেইরি, গরু হৃষ্টপুষ্ট, ছাগল–ভেড়া, পোল্ট্রি ও পণ্য–প্রযুক্তি ক্যাটাগরিতে ১৬ টি পুরস্কার এবং অতিরিক্ত ১টি বিশেষ পুরস্কারসহ মোট ১৭ টি পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো: জাকির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, বৈ.বি.ছা.আন্দোলনের প্রতিনিধি আদনান চৌধুরী, উপজেলা ডেইরী এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ এ এন এম আলম, এল এসপি ফখরুল আমীন চৌধুরী মিসলু প্রমুখ।

মৌলভীবাজারে নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন পেলেন মোহাম্মদ বিল্লাল হোসেনদেশের ৬৪ জেলার মতো মৌলভীবাজার জেলাতেও নতুন পুলিশ স...
11/26/2025

মৌলভীবাজারে নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন পেলেন মোহাম্মদ বিল্লাল হোসেন

দেশের ৬৪ জেলার মতো মৌলভীবাজার জেলাতেও নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নীলফামারীর সদ্যবদলি হওয়া পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি খুব শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়সহ সারাদেশে স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক পুলিশিং নিশ্চিত করতে প্রথমবারের মতো লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই মৌলভীবাজারে পদায়ন পেলেন এসপি মোহাম্মদ বিল্লাল হোসেন।

নতুন এই পদায়নের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

11/24/2025

ব্রাহ্মণবাজারে জ*ন*তা*র হাতে চু*র সহ দুইটি সিএনজি আ*ট*ক

কুলাউড়ায় মৌলভীবাজার চেম্বারের জাবেদ প্যানেলের জমকালো পরিচিতি সভা অনুষ্ঠিত। দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডা...
11/24/2025

কুলাউড়ায় মৌলভীবাজার চেম্বারের জাবেদ প্যানেলের জমকালো পরিচিতি সভা অনুষ্ঠিত।

দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে জেলার ব্যবসায়ীদের সমর্থনে হাসান আহমেদ জাবেদ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) রাতে কুলাউড়া শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে ব্যবসায়ী ঐক্য ফোরাম মৌলভীবাজার-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্যানেল প্রধান হাসান আহমেদ জাবেদ তার প্যানেলের সব সদস্যকে পর্যায়ক্রমে পরিচয় করিয়ে দেন। প্যানেলের সদস্যরা হলেন মো. আব্দুল মুকিত, আবুল কালাম বেলাল, তোফায়েল আহমদ তুয়েল, সাইফুল ইসলাম টুটুল, হায়দার হোসাইন, আনিছুজ্জামান বায়েছ, এমরোজ আহমেদ, এমদাদুল হক এমাদ, হাফেজ আহমদ মাহফুজ, রাহিদ আহমেদ জাকির, হানিফ মোহাম্মদ খান, মো. দেলোয়ার হোসেন, সালমান আহমেদ জুমান, মির্জা সোহেল বেগ, প্রণব পাল, মো. রুবেল মিয়া ও মো. মশিক মোল্লা।
জেলা শিল্পকলা একাডেমির ইন্সট্রাকটর সুস্পিতার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুলাউড়া আসনের ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম শকু, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ঠিকাদার মোহিবুর রহমান কোকিল, ব্যবসায়ী নেতা আব্দুল মুহিত বাবলু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, ব্যবসায়ী সাইফুর রহমান প্রমুখ।
সভায় প্যানেলের নির্বাচনী অঙ্গীকার ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। প্রতিশ্রুতির মধ্যে রয়েছে- ট্যাক্স, ভ্যাট, ব্যাংকিং, ভোক্তা অধিকার ও বাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোতে চেম্বারের সরাসরি প্রতিনিধিত্ব নিশ্চিত করা। চাকরির পরিবর্তে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়তা এবং প্রবাসী তরুণদের স্থানীয়ভাবে বিনিয়োগে উৎসাহ ও নিরাপত্তা প্রদানের অঙ্গীকার। মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে বিসিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা এবং শেরপুরের শ্রীহট্ট ইকোনমিক জোনকে দ্রুত বাস্তবায়ন। পর্যটন খাত শক্তিশালী করতে শমশেরনগর বিমানবন্দর চালুর সুপারিশ এবং পর্যটকদের নিরাপত্তা বৃদ্ধির উদ্যোগ।
হোটেল, মোটেল ও রিসোর্ট খাতে দক্ষ জনশক্তি তৈরিতে হোটেল ম্যানেজমেন্ট ও ক্যাটারিং ডিপ্লোমা ইনস্টিটিউট প্রতিষ্ঠা। ব্যবসায়ীদের সমস্যা সমাধানে ওয়ান স্টপ সার্ভিস চালু করা ও চেম্বার প্রতিনিধিকে দ্রুত সেবায় নিয়োজিত রাখা। নারী উদ্যোক্তাদের বিকাশে আলাদা মহিলা চেম্বার স্থাপন। শহরের যানজট সমস্যা সমাধানে পণ্যবাহী ট্রাকের লোড-আনলোডের নির্দিষ্ট সময় নির্ধারণ (ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে)।
পর্যটন খাতে দীর্ঘমেয়াদী সহজ শর্তে ব্যাংক ঋণ প্রাপ্তিতে সহায়তা। চেম্বার ভবনের আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন। স্বাস্থ্যখাতে বেসরকারি বিনিয়োগে উৎসাহ প্রদান। জেলার ক্ষতিগ্রস্ত গণপরিবহন খাত পুনরুজ্জীবনে কার্যকর পরিকল্পনা গ্রহণ। সদস্যদের নবায়ন প্রক্রিয়ায় উৎসাহ দিতে মোবাইল এসএমএস ব্যবস্থা জোরদার ও দলমত নির্বিশেষে সকল ব্যবসায়ীর জন্য ঐক্যবদ্ধ মঞ্চ গঠন।
সভায় প্যানেল প্রধান হাসান আহমেদ জাবেদ বলেন, ব্যবসায়ীবান্ধব চেম্বার গড়া আমাদের প্রধান অঙ্গীকার। কেউ যেনো ট্যাক্স, ভ্যাট, ও ভোক্তা অধিকার সংস্থায় হয়রানির শিকার না হন আমরা ব্যবসায়ীদের সরাসরি প্রতিনিধি হয়ে কাজ করবো।
উল্লেখ্য, আগামী ১১ ডিসেম্বর জেলা সদরের দক্ষিণ কলিমাবাদে অবস্থিত চেম্বার ভবনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

11/23/2025

কুলাউড়ার প্রার্থীর তালিকা দেখে তারেক রহমানও হতবাক :এড.আবেদ রাজা

11/23/2025

কুলাউড়ায় চমক! বিএনপির মনোনীত প্রার্থী শকুর সমর্থনে আকস্মিক প্রচার মিছিল

কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ মৌলভীবাজারের কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুম...
11/23/2025

কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

মৌলভীবাজারের কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, উপজেলার অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বীজ ও সারের অভাবে রবি মৌসুমে বোরোসহ অন্যান্য ফসল চাষ করতে পারেন না। তাদের চাষাবাদে উদ্বুদ্ধ করা ও উৎপাদন বৃদ্ধি করতে সরকার বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে। এই প্রণোদনা কৃষকদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, বনবিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রঞ্জিত কুমার চন্দ প্রমুখ।

কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন জানান, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধান (উফশী ও হাইব্রিড), গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, অড়হড়সহ বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২ হাজার ০৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সরকারি এ সুবিধা উৎপাদনের ঘাটতি পূরণ করে কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

কুলাউড়া পাঁচশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কেটিএফ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্নমৌলভীবাজারের কুলাউড়ায় কিন্ডার গার্টেন টিচার্স ...
11/23/2025

কুলাউড়া পাঁচশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কেটিএফ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

মৌলভীবাজারের কুলাউড়ায় কিন্ডার গার্টেন টিচার্স ফোরাম (কেটিএফ) কর্তৃক আয়োজিত প্রথম মেধাবৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে কুলাউড়া উপজেলার কেটিএফ নিবন্ধনভুক্ত ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫ম শ্রেণির ৫৪৯ জন শিক্ষার্থী অংশ নেন। ২২ নভেম্বর (শনিবার) নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ভেন্যুতে ৫শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মেধা যাচাই পরীক্ষায় অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলে।

কেটিএফ সভাপতি অধ্যক্ষ সুজিত দেব ও সাধারণ সম্পাদক বাবুল আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক আবুল মনসুর বলেন, কোমলমোতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্য নিয়ে এই আয়োজন শুরু হলো। শিক্ষার গুণগত মানন্নোয়ন ও তাদের উৎসাহ-উদ্দীপনা প্রদান এবং প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে এই মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন অগ্রণী ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ় আশাবাদী। ভবিষ্যতেও এটি চলমান থাকবে বলে তারা আশ্বস্ত করেন।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, প্রাক্তন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মতলিব, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, কুলাউড়া রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, কেটিএফ জেলা সভাপতি ইমরান আহমদ মজুমদার, সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ চৌধুরী, সাংবাদিক আলাউদ্দিন কবির, শিক্ষানুরাগী নির্মাল্য মিত্র সুমন, আবু সাদেক, কেটিএফ সহসভাপতি সৈয়দ জাবির হোসেন, যুগ্ম সম্পাদক সৈয়দ আবুল হোসেন, ফেরদৌসুর রহমান, ক্লাস্টার সেক্রেটারি ঝুমা রানী নাথ ও মাহবুব খান প্রমুখ।

সাংবাদিক মাহফুজ শাকিলের পিতা লুৎফুর মেম্বারের ইন্তেকালজাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার কুলাউড়া প্রতিনিধি ও কুলাউড়া উপজেলা...
11/22/2025

সাংবাদিক মাহফুজ শাকিলের পিতা লুৎফুর মেম্বারের ইন্তেকাল

জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার কুলাউড়া প্রতিনিধি ও কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাহফুজ শাকিলের পিতা, সদর ইউনিয়নের করেরগ্রামের বাসিন্দা মো. লুৎফুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২২ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

লুৎফুর রহমান দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক তিনবারের সফল ইউপি সদস্য ছিলেন। এছাড়া নাজিরের চক ঈদগাহ কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি সামাজিক ও জনসেবামূলক কাজের মাধ্যমে এলাকায় ব্যাপকভাবে পরিচিত ছিলেন।

লুৎফুর রহমান মৃত্যুকালে স্ত্রী, ৬ ছেলে, ৩ কন্যা সন্তান রেখে গেছেন। উনার মৃত্যুতে কুলাউড়ার সাংবাদিক সমাজ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন। একইসাথে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

11/22/2025

ট্রাম্প-মামদানির বিস্ময়কর বৈঠকে যা ঘটল, হঠাৎ মামদানির এত প্রশংসার কারণ কী

Address

New York, NY
11101

Telephone

+8801303038645

Website

Alerts

Be the first to know and let us send you an email when Simanter Dak : সীমান্তের ডাক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Simanter Dak : সীমান্তের ডাক:

Share