02/11/2025
আল্লাহ ও তাঁর রাসূল সা. এর সন্তুষ্টি অর্জনেই চূড়ান্ত সফলতা নিহিত
----মনজুরুল করিম মহসিন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন বলেন, আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ তা'আলা ও তাঁর প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সন্তুষ্টি অর্জন। দুনিয়াবি সফলতা যেমন প্রয়োজনীয়, তেমনি পরকালীন জীবনে বড় সফলতা হলো আখিরাতের মুক্তি এবং জান্নাত লাভ। মুসলিম হিসেবে আমাদের স্মরণ রাখতে হবে, মুমিনের সবচেয়ে বড় সফলতা হবে সেদিন, যেদিন ফেরেশতারা তাকে জান্নাতের দ্বারে অভ্যর্থনা জানাবে। এজন্য দরকার উন্নত চরিত্র, আচরণে বিনয় এবং মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা। একজন প্রকৃত শিক্ষার্থীকে কেবল ভালো ফলাফলের ক্ষেত্রেই নয়, বরং সমাজ, দেশ ও দ্বীনের খেদমতে নিজেকে এমনভাবে নিয়োজিত করতে হবে, যাতে মানুষ তাঁকে সবসময় শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে। আমরা যেন শুধু সফল ছাত্র নয়, বরং সফল ও আদর্শ মানুষ হতে পারি, এটাই আমাদের প্রধান কর্তব্য হওয়া উচিত।
০১ নভেম্বর, ২০২৫ ঈসায়ী, শনিবার, সকাল ১০ ঘটিকায় জুড়ী শহরস্থ এম জেড কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা আয়োজিত আলিম ও এইচএসসি উত্তীর্ণ কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ।
জুড়ী উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান শাহান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ-সভাপতি জিবান আহমদ, মৌলভীবাজার জেলা প্রশিক্ষণ সম্পাদক এমরান হোসেন, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সামাদ, জুড়ী উপজেলার সাবেক সভাপতি এম. কামরুল ইসলাম, আইনুদ্দিন আলী, সাবেক সহ-সভাপতি বেলাল হোসাইন, লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এম.এ সামাদ পারভেজ, জুড়ী উপজেলা আল-ইসলাহ'র সহ-প্রচার সম্পাদক মাওলানা সালাউদ্দিন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ফয়জুর রহমান, হাজী মাহমুদ আলী দাখিল মাদরাসার সুপার মাওলানা শাহাব উদ্দিন শিহাব, জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা জামাদুল ইসলাম প্রমুখ। আমিন।