Times Of Moulvibazar

Times Of Moulvibazar সদ্য খবর , সত্য খবর

08/08/2025

মৌলভীবাজারের ব্যবসায়ী হত্যাকাণ্ডের মূলহোতা কে? এখন পর্যন্ত আইনি পদক্ষেপ কী? চারিদিকে সিসি কেমেরা থাকতে প্রসাশনের এতো গাফিলতি কেন!!!

08/08/2025

মৌলভীবাজার শহরে নিজ দোকানে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী রুবেল খুন

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শহরের শমসের নগর সড়কে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ৭ আগস্ট সন্ধ্যায় ৭ টার দিকে শহরের শমসেরনগর সড়কের এফ রহমান ট্রেডিং ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রুবেলকে দুর্বৃত্তের উপর্যপরি ছুরিকাঘাতে গুরুত্বর আহত হন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ধারণা করা হচ্ছে দোকানের ভেতরে এক বা একাধিক দুবৃর্ত্ত তার সাথে দস্তাদস্তির একপর্যায়ে চুরিকাঘাত করে। তাকে গুরুত্ব আহত করে তারা পালিয়ে যায়। দোকানের ভেতরের বিভিন্ন স্থানে রক্তের দাগ ছড়িয়ে আছে। ঘটনার প্রথম দিকে কোনো হাল্লা চিৎকার না হওয়াতে আশপাশের কেউ তা টের পাননি। তাই হামলাকারী এক না একাধিক ছিলো তা কেউই বলতে পারছেন না। তবে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা রয়েছে। প্রত্যক্ষদর্শী অনেকেই বলছেন দুবৃর্ত্তরা পালিয়ে যাওয়ার পর গুরুত্বরও আহত রুবেল বাচাঁর জন্য সাহায্য চেয়ে চিৎকার করলে আশপাশের ব্যবসায়ী ও সিএনজি গাড়ি চালকরা এগিয়ে আসেন।
পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে পৌছলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত ফয়জুর রহমান রুবেল শহরের শ্যামলী এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।২ সন্তানের জনক রুবেল দীর্ঘদিন থেকে মৌলভীবাজার শহরের চৌমহনা ও শমসেরনগর রোড এলাকায় হাডওয়্যার, কাপড় ও মুদি ব্যবসা করে আসছেন। হত্যাকান্ডের পর শহরের সমশেরনগর রোডের ব্যবসায়ীসহ পুরো শহরে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়।শমসেরনগর রোডের ব্যবসায়ীরা তাৎক্ষণিক এই নির্মম হত্যাকান্ডের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হত্যাকারী সনাক্ত করে গ্রেফতারের জোর দাবি জানান। হত্যাকান্ডের খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা আশপাশের ব্যবসায়ী, প্রত্যক্ষদর্শী গাড়ি চালকসহ অন্যান্যদের সাথে কথা বলে এই হত্যাকান্ডের নেপথ্য রহস্য উদঘাটনের চেষ্ঠা চালাচ্ছেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, কে বা কারা হত্যাকান্ড ঘটিয়েছে তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

দেশের জ'ঙ্গি নাটক সাজিয়ে অগনিত মায়ের বুক খালি করার ভা,র,তীয়,অফিস 😥প্রথম আলো পত্রিকা অফিস। আট মাস ধরে কোন জঙ্গি নাটক নেই ...
20/04/2025

দেশের জ'ঙ্গি নাটক সাজিয়ে অগনিত মায়ের বুক খালি করার ভা,র,তীয়,অফিস 😥
প্রথম আলো পত্রিকা অফিস।
আট মাস ধরে কোন জঙ্গি নাটক নেই বাংলাদেশে।

19/04/2025

চিকিৎসায় অনেক পিছিয়ে আছে মৌলভীবাজার জেলা।

16/04/2025

মৌলভীবাজার জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজ আহমেদ কে নিজ বাড়ির খাটের নিচ থেকে সদর থানা পুলিশ গ্রেফতার করেছে।

রমাদ্বান সিরিজ- লাইভ আলোচনা (পর্ব-২)সময়: রাত ১০টা ৩০ মিনিট।টপিক - রমাদ্বানের শেষ সময়ের গুরুত্ব এবং মানবিক হাজীপুরের ঈদ প...
22/03/2025

রমাদ্বান সিরিজ- লাইভ আলোচনা (পর্ব-২)
সময়: রাত ১০টা ৩০ মিনিট।

টপিক - রমাদ্বানের শেষ সময়ের গুরুত্ব এবং মানবিক হাজীপুরের ঈদ পোশাক বিতরণ কার্যক্রমের আদ্যোপান্ত।

চোখ রাখুন মানবিক হাজীপুর ফেসবুক পেইজে।


23/08/2024

Address

Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Times Of Moulvibazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Times Of Moulvibazar:

Share