Delwar Sojeeb

Delwar Sojeeb মানুষ পৃথিবীতে ভালো ছড়াই,ভালোর সাথে মিশে থাকি। লেখালেখি ভালোবাসি।শখের বলি আর নেশায় আমি শুধুই লেখি।কারো অনুকরণ নয়,অনুসরণ। শ্রদ্ধা ভক্তি পুরাতন নতুন সকলের প্রতি।
(3)

27/11/2025

দুবাই শহরের বৃষ্টিপাত।
১৪ এপ্রিল ২০২৪ ইং

তুমি কি অপেক্ষা বোঝো?তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নিয়েও বার্তা পাবে না জেনেও আকুলতায় একটি বার্তার আশায় বসে থাকার নাম অপেক্ষা...
26/11/2025

তুমি কি অপেক্ষা বোঝো?
তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নিয়েও বার্তা পাবে না জেনেও আকুলতায় একটি বার্তার আশায় বসে থাকার নাম অপেক্ষা। ঐ যে, সন্ধ্যা নামলে যে পাখি নীড় হারায়, সে পাখি দ্বিকবিদিক ছুটাছুটি করে ঘরে ফেরার তাড়া নিয়ে। ঘর খুঁজে পাবে না জেনেও সে উড়তে থাকে আকাশে।
আচ্ছা তুমি নীরবতার ভাষা বোঝো?
বলার অনেককিছুই থাকে, শুধু বলতে গিয়ে গলায় আঁটকে যাওয়ার নামই নীরবতা। অপেক্ষা, অবহেলায় পড়ে থেকে মানুষ নীরব হয়ে যায়!
তুমি তো সবই বোঝো। শুধু বোঝো না, কেউ থাকার পরেও একা লাগার যন্ত্রণা। বোঝো না, ভালো থাকার একমাত্র অবলম্বন হারিয়ে ফেলার বেদনা। ঐ যে সঙ্গী হারানো ডাহুক পাখির চিৎকার-কান্না, তুমি তো বোঝো না। তুমি মৃত্যু দেখো, ভালোবেসে মানুষের হৃদয়ের মৃত্যু! এসব দেখে দেখে অভ্যস্ত তুমি। শুধু আমায় দেখো না, শুধু আমায় বোঝো না!

কথাকাব্য 🏷️🤍

তাহাজ্জুদ কেবল দাওয়াতের মাধ্যমেই হয়। আল্লাহ যদি তোমাকে দাওয়াত না দেন, তাহলে তুমি তাহাজ্জুদের জন্য উঠতে পারবে না।
26/11/2025

তাহাজ্জুদ কেবল দাওয়াতের মাধ্যমেই হয়। আল্লাহ যদি তোমাকে দাওয়াত না দেন, তাহলে তুমি তাহাজ্জুদের জন্য উঠতে পারবে না।

19/11/2025

লাল বাঘের বারনি।
কটারকুনা,কুলাউড়া।

16/11/2025
14/11/2025

হযরত মফিজ শাহ (রহঃ) এর মাজারের বাৎসরিক মেলা।

পছন্দের একটা লাইন, ফা ইন্না মা আল উসরি ইউসরা!নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, আলহামদুলিল্লাহ! ♥️
13/11/2025

পছন্দের একটা লাইন, ফা ইন্না মা আল উসরি ইউসরা!
নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, আলহামদুলিল্লাহ! ♥️

11/11/2025

🤎 দোয়া কখনো ব্যার্থ হয় না 🤎

হে আল্লাহ,🤲😭
তোমার করুণার নুপুর বাজুক,
হাতে হাতুড়ি, হৃদয়ে প্রার্থনা—
যতক্ষণ না ভেঙে যায় পাথর,
ততক্ষণ অবিরাম চেষ্টার গান গাই।

প্রথম আঘাত, দ্বিতীয়, অগণিত বার—
সব ছিল তোমার নৈকট্যের পথের সোপান।
আমাদেরকে দাও ধৈর্যের শিক্ষা,
চাইতে হবে, চাইতেই হবে, চেয়ে যেতেই হবে,
অবশেষে আসবে তোমার মধুর উত্তর, ইনশাআল্লাহ!

হে দয়াময় রহিম রহমান,
আমাদের মাঝে যে থাকুক অন্তরঙ্গ মিলন,
তিক্ততা দূর করে, বরকতের সুরে বাঁধো সবাইকে,
যাতে রওজামুবারক একত্রে হয়ে,
হৃদয়ের সালাম বিনিময় করতে পারি।

আমাদেরকে তোমার রহমতের চাদরে ঢেকে দাও,
আরেকটি নতুন সুরে ভরাও আমাদের জীবন।
আমিন, ইয়া রব্বাল আলামিন!🤲😭😭😭😭

08/11/2025

আমাকে ভেঙেছে প্রেম, একই সাথে প্রেমহীনতাও-
না-পেয়ে কেঁদেছি যতো, পেয়ে বুঝি তারচে' অধিক!

Address

Sylhet
Maulvi Bazar
3200

Telephone

01748433096

Website

Alerts

Be the first to know and let us send you an email when Delwar Sojeeb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share