Delwar Sojeeb

Delwar Sojeeb মানুষ পৃথিবীতে ভালো ছড়াই,ভালোর সাথে মিশে থাকি। লেখালেখি ভালোবাসি।শখের বলি আর নেশায় আমি শুধুই লেখি।কারো অনুকরণ নয়,অনুসরণ। শ্রদ্ধা ভক্তি পুরাতন নতুন সকলের প্রতি।
(2)

21/07/2025
পিঁপড়ার ঘ্রাণশক্তি কুকুরের চেয়ে বেশী।
20/07/2025

পিঁপড়ার ঘ্রাণশক্তি কুকুরের চেয়ে বেশী।

প্রায় ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদি আরবের 'ঘুমন্ত রাজপুত্র' খ্যাত প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ। ...
19/07/2025

প্রায় ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদি আরবের 'ঘুমন্ত রাজপুত্র' খ্যাত প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ। আজ শনিবার, ১৯ জুলাই, ৩৬ বছর বয়সে তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তাঁর বাবা প্রিন্স খালেদ বিন তালাল বিন আবদুলআজিজ।

এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রিন্স খালেদ লেখেন, “আল্লাহর ইচ্ছা ও ফয়সালায় বিশ্বাস রেখে, গভীর দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে আমরা আমাদের প্রিয় পুত্র প্রিন্স আল-ওয়ালিদের মৃত্যুতে শোক প্রকাশ করছি। আল্লাহ তাঁকে রহমত করুন।”

২০০৫ সালে যুক্তরাজ্যে পড়ার সময় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রিন্স আল-ওয়ালিদ। অপারেশনের পর থেকেই তিনি গভীর কোমায় চলে যান। এরপর প্রায় দুই দশক ধরে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। মাঝেমধ্যে হাত-পা নাড়ানোর ফলে একটু আশার আলো দেখা গেলেও তার আর জ্ঞান ফেরেনি।

শুভ দুপুর সবাইকে।নিজে ভালো থাকুন,অন্য সবাইকে ভালো রাখুন।
19/07/2025

শুভ দুপুর সবাইকে।
নিজে ভালো থাকুন,অন্য সবাইকে ভালো রাখুন।

পরিমার্জিত কনটেন্ট ক্রিয়েটরদের একজন হলেন উম্মে কলছুম পপি Umma Kulsum Popi উম্মে কলছুম পপি সম্পর্কে হয়তো অনেকের অজানা। তি...
18/07/2025

পরিমার্জিত কনটেন্ট ক্রিয়েটরদের একজন হলেন
উম্মে কলছুম পপি Umma Kulsum Popi

উম্মে কলছুম পপি সম্পর্কে হয়তো অনেকের অজানা। তিনি আমার দেখা বাংলাদেশে সবচেয়ে ক্রিয়েটিভ এবং পরিমার্জিত কনটেন্ট ক্রিয়েটরদের একজন।যারা উনাকে চেনেন, এবং দেখেন উনার ভিডিও, তারা এটা স্বীকার করে নেবেন।

আমার ধারণা মতে উনি পড়ালেখা করেছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। উনার কনটেন্টের মূল বিষয়বস্তু হলো, কৃষি। উনি গ্রামীণ অঞ্চলের বিভিন্ন প্রান্তিক কৃষকের গল্প তুলে ধরেন এবং একইসাথে প্রতিটি কৃষি পণ্যের চাষাবাদ, ভালোমন্দ সম্পর্কে বিস্তারিত তথ্য উপাত্ত তুলে ধরেন অডিয়েন্সের সামনে। একইসাথে ঐই পণ্যের পুষ্টিগুণও জানান।

শুদ্ধ উচ্চারণ এবং বাচনভঙ্গি পরিষ্কার ও শ্রুতিমধুর হওয়ায় উনার ভিডিয়ো দেখার পাশাপাশি শুনতেও খুব ভালো লাগে। এমনকি প্রতিটি কনটেন্টে তার পোশাক আশাকেও নম্র এবং ভদ্রতার ছাপ পরিলক্ষিত।

বাংলাদেশে সাধারণত কনটেন্ট ক্রিয়েটররা কিছু ফলোয়ার গেইন করলেই শুরু করে দেয় ভক্তদের নিয়ে বিজনেস। কনটেন্টে মনোযোগ বাদ দিয়ে বিভিন্ন কমার্শিয়াল পণ্যের বিজ্ঞাপনে ব্যস্ত হয়ে যান। এক্ষেত্রে উনি ব্যতিক্রম। উনাকে শুরু থেকেই দেখে আসছি উনি কৃষি বিষয়ক তার কাজের বাইরে কোনো কমার্শিয়াল পণ্যের বিজ্ঞাপন কিংবা কোনো ব্র্যান্ড পপি কাজ করছেন না।
Umma Kulsum Popi #কৃষিবিদ্যা #সংগৃহীত #চাষবাস #খেতি

জাপানে সম্প্রতি করা একটি গবেষণায় দাঁতের স্বাস্থ্য এবং মস্তিষ্কের কার্যকারিতার মধ্যে উদ্বেগজনক একটি সম্পর্ক পাওয়া গেছে। গ...
17/07/2025

জাপানে সম্প্রতি করা একটি গবেষণায় দাঁতের স্বাস্থ্য এবং মস্তিষ্কের কার্যকারিতার মধ্যে উদ্বেগজনক একটি সম্পর্ক পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে, দাঁত পড়ে যাওয়া এবং মাড়ির রোগ (পিরিওডন্টাল ডিজিজ) মস্তিষ্কের স্মৃতি কেন্দ্র হিপোক্যাম্পাসের আকার কমে যাওয়ার সঙ্গে সম্পর্কিত, যা স্মৃতি এবং অ্যালঝেইমার রোগের সঙ্গে জড়িত।

এই গবেষণায় ৫৫ বছর ও তার বেশি বয়সী ১৭২ জন প্রাপ্তবয়স্ককে চার বছর ধরে পর্যবেক্ষণ করা হয়েছে। অংশগ্রহণকারীদের দাঁতের স্বাস্থ্য এবং মস্তিষ্কের আয়তন MRI স্ক্যানের মাধ্যমে পরিমাপ করা হয়। যাদের হালকা মাড়ির রোগ ছিল এবং দাঁত হারিয়েছেন, তাদের হিপোক্যাম্পাস দ্রুত সঙ্কুচিত হয়েছে—প্রতি একটি দাঁত হারানোর জন্য মস্তিষ্ক এক বছরের বৃদ্ধির সমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করা হয়।

অবাক করার মতো বিষয় হলো, যাদের মারাত্মক মাড়ির রোগ ছিল কিন্তু তারা বেশি দাঁত রাখতে পেরেছেন, তাদেরও মস্তিষ্ক দ্রুত সঙ্কুচিত হয়েছে। অর্থাৎ, অসুস্থ দাঁত ধরে রাখাও মস্তিষ্কের জন্য ক্ষতিকর হতে পারে।

গবেষকেরা বলছেন, শুধু দাঁত রেখে দেওয়া নয়, বরং দাঁতের স্বাস্থ্য ভালো রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিয়মিত দাঁতের যত্ন ও মাড়ির রোগ নিয়ন্ত্রণ করা উচিত। যদিও এই গবেষণা সরাসরি কারণ-ফলাফল প্রমাণ করে না এবং এটি একটি ছোট এবং নির্দিষ্ট অঞ্চলের মানুষের ওপর করা হয়েছে, তবুও এটি আরও প্রমাণ যোগ করে যে মুখগহ্বরের স্বাস্থ্য আমাদের মস্তিষ্কের কার্যকারিতার ওপর প্রভাব ফেলে।

এই গবেষণার ফলাফল আমাদের মনে করিয়ে দেয়—বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্ক এবং স্মৃতি রক্ষায় দাঁতের যত্ন নেওয়া কতটা গুরুত্বপূর্ণ।

সবাইকে মিষ্টি সকালের শুভেচ্ছা, শুভ সকাল।
17/07/2025

সবাইকে মিষ্টি সকালের শুভেচ্ছা, শুভ সকাল।

রাসূল ﷺ বলেছেনঃ "যে লোক ১০০ বার “সুবহানাল্লহি ওয়াবিহামদিহী” বলে তার গুনাহসমূহ ক্ষমা করা হয়, তা সাগরের ফেনারাশির সমপর্য...
14/07/2025

রাসূল ﷺ বলেছেনঃ

"যে লোক ১০০ বার “সুবহানাল্লহি ওয়াবিহামদিহী” বলে তার গুনাহসমূহ ক্ষমা করা হয়, তা সাগরের ফেনারাশির সমপর্যায় হলেও"

(সহীহঃ আল-কালিমুত তাইয়্যিব তাহকীক সানী, বুখারী। জামে' আত-তিরমিজি, হাদিস নং ৩৪৬৬, হাদিসের মান: সহিহ হাদিস)

আমাকে ভেঙেছে প্রেমএকই সাথে প্রেমহীনতাও-পা- পেয়ে কেঁদেছি যতোপেয়ে বুঝি তারচে' অধিক!রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ্ 🫴🤝🌹❤️
13/07/2025

আমাকে ভেঙেছে প্রেম
একই সাথে প্রেমহীনতাও-
পা- পেয়ে কেঁদেছি যতো
পেয়ে বুঝি তারচে' অধিক!

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ্
🫴🤝🌹❤️

সবার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর Sabah Mamma's Vlogs মালিক- সামিহা মাহজাবিন আপু প্রচন্ড জ্বরে আক্রান্ত। 🤒🥵চোখ মেলার শক্তি টু...
12/07/2025

সবার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর Sabah Mamma's Vlogs মালিক- সামিহা মাহজাবিন আপু প্রচন্ড জ্বরে আক্রান্ত। 🤒🥵চোখ মেলার শক্তি টুকু নেই। সবাই আপুর জন্য দোয়া করবেন,আল্লাহ যেন উনাকে সুস্থ করে তুলেন আমিন।
Ujjal Alam Chowdhury
Ek Ha
পচা-র সংসার
Prome's lifestyle
স্বর্ণলতা মা Vlog
গ্রামের বাউল

Address

Maulvi Bazar

Telephone

01748433096

Website

Alerts

Be the first to know and let us send you an email when Delwar Sojeeb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share