11/10/2025
উমরায় যাওয়ার নিয়ত করা থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত প্রতিদিন এক হাজার বার দুরুদ পাঠ করেছি৷ বিপরীতে আমি পেয়েছি নির্ঝঞ্ঝাট একটি প্রেমময়ী উমরাহ সফর, যে সফরে যাওয়ার আগের মুহূর্তেও সবকিছু অসম্ভব মনে হচ্ছিল।
আমি আমার অনলাইন ও অফলাইনের দরসে সব সময় দুরুদ পাঠের দিকে জোর দেই। মুহাব্বত ও ইয়াকীনের সাথে দুরুদ পড়তে থাকুন, জীবন ঝরঝরে হয়ে উঠবে ইনশাআল্লাহ।
✍️Rukaiya Mabrura