SA Tv Meherpur

SA Tv Meherpur Hi

Permanently closed.
10/12/2022

ঢাকা বিভাগীয় মহা-সমাবেশ থেকে

09/12/2022

লাখো জনতার স্রোত গোলাপবাগ মাঠে ডিসেম্বর ১০, ২০২২ ঢাকা বিভাগীয় গণসমাবেশ।

09/12/2022

জন সমাবেশের জন্য দলে দলে বিএনপি নেতাকর্মীদের গোলাপবাগ মাঠে আগমন সরাসরি। --------------

08/12/2022

চলো চলো ঢাকা চলো
১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয়
গণসমাবেশ সফল হউক

07/12/2022

ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ। 😧

এইডা কোন কথা? 🤣😂

05/12/2022
05/12/2022

😆😆😆😆😆😆

05/12/2022

এই বাচ্চার কথা শুনে I am To অবাক!

নাশকতা মামলায় মেহেরপুরের গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্...
03/12/2022

নাশকতা মামলায় মেহেরপুরের গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে (৪৮) গ্রেফতার করা হয়েছে। জাহাঙ্গীর আলমের বাড়ি তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে।

শনিবার দুপুরে গাংনী থানা পুলিশের একটিদল জাহাঙ্গীর আলমকে গাংনী সিনেমা হলপাড়াস্থ ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করে। গাংনী থানা সূত্র জানায় গাংনী থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় গাংনী সিনেমা হলপাড়াস্থ ভাড়া বাড়ি থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেন।

উল্লেখ্য,গত ২৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাংনী মৎস্য হ্যাচারির পাশে ককটেল বিষ্ফোরণের ঘটনা হয়। এসময় ঘটনাস্থল থেকে অবিষ্ফোরিত ৩টি ককটেল উদ্ধার করা হয়। এর আগে গাংনী শহরে বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা । ছাত্রলীগের নেতাকর্মীদের উপর বিএনপি নেতাকর্মীরা ককটেল হামলা চালিয়েছে এমন অভিযোগে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপু।

নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতাকর্মীদের আসামি করা হয়। ওই মামলার আসামি হিসাবে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে শনিবার বিকেলে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক। জাহাঙ্গীর আলমের নামে অস্ত্র ও নাশকতার আরও ১০টি মামলা রয়েছে বলেও জানান ওসি। তবে ষড়যন্ত্র ও মিথ্যা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে এমন দাবি জানিয়ে বিএনপি।

02/12/2022

আজকের ব্রাজিল ক্যামেরুন খেলায় কোন দল জিতবে বলে মনে করেন?

গাংনীর শি‌শিরপাড়ায় ১৩ তম তাফ‌সিরুল কোরআন মাজ‌ফিল। আস‌ছেন মাও. শামসুল হক য‌শোরী (রানা মাস্তান)।
02/12/2022

গাংনীর শি‌শিরপাড়ায় ১৩ তম তাফ‌সিরুল কোরআন মাজ‌ফিল।
আস‌ছেন মাও. শামসুল হক য‌শোরী (রানা মাস্তান)।

মেহেরপুরে আপত্তিকর ছবি দেখিয়ে চাঁদাবাজি নারীসহ হোটেল মালিক পিতা-পুত্র আটক। মঙ্গলবার রাতে হোটেল আটলান্টিকায় পুলিশের অভিয...
30/11/2022

মেহেরপুরে আপত্তিকর ছবি দেখিয়ে চাঁদাবাজি নারীসহ হোটেল মালিক পিতা-পুত্র আটক।

মঙ্গলবার রাতে হোটেল আটলান্টিকায় পুলিশের অভিযানে মেহেরপুরে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক স্থাপন, তারপর ব্ল্যাকমেইল করে চাঁদা আদাঁয়। এমন অভিযোগে মেহেরপুর শহরের অভিজাত শ্রেণীর আবাসিক হোটেলের মালিক, ছেলে ও এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঐ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো, মেহেরপুর পৌর এলাকার শহরের শিশুবাগান পাড়ার মৃত কিয়ামুদ্দীনের ছেলে হোটেল আটলান্টিকার মালিক মতিয়ার রহমান (৫২) তার ছেলে মামুন (৩০) ও সদর উপজেলার হিজুলী গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী ছন্দা খাতুন(৩০)। তাদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামর জানান, শহরের অভিজাত শ্রেণীর আবাসিক হোটেল আটলান্টিকা। এই হোটেল ব্যবসার পাশপাশি একটি নারী চক্র গড়ে তোলে। যার নেতৃত্বে ছিলো আটলান্টিকার মালিক মতিয়ার রহমান ও তার ছেলে মামুন। বিভিন্ন ব্যবসায়ী সরকারি কর্মকর্তা বা অভিজাত শ্রেণির মানুষকে সুন্দরী নারী দিয়ে প্রথমে প্রেমের ফাঁদে ফেলে। কিছু দিনের মধ্যেই শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। পরবর্তীতে তারা হোটেলেই এসকল কার্যক্রমের গোপনে ভিডিও ধারণ করে ব্লাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলো। এই চক্রের বিভিন্ন এলাকার প্রায় এক ডজন সুন্দরী নারী রয়েছে বলে তারা পুলিশের কাছে স্বীকারোক্তি দেয়। কৌশলে সমাজের ধর্নাঢ্য ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলে হোটেল আটলান্টিকায় নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করতো। পরে সেই ভিডিও নিয়ে চাওয়া হয় মোটা অংকের টাকা।
সম্প্রতি সময়ে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের মনোয়ার হোসেন নামের এক এনজিও কর্মীর সদর থানায় নারী চক্রের প্রধান হোতা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদাহ গ্রামের নাজমুল হোসেন খানের মেয়ে কথিত সাংবাদিক নাজনিন খান প্রিয়াকে আসামি করে প্যানাল কোড ৪১৭/৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় একটি মামলা করেন (মামলা নং ৩২, তারিখ ২২/১১/২০২২ইং)। মামলা দেওয়া পর পুলিশ বিভাগ নড়ে চড়ে বসেন। শুরু হয় গোপন তথ্য সংগ্রহের কাজ।।
গত ২২ নভেম্বর ব্লাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়ার মূল হোতা নাজনীন খান প্রিয়াকে ২ দিনের রিমান্ড নিলে বেরিয়ে আসে এই চক্রের ভয়ংকর সব তথ্য।
পুলিশের একটি সূত্র জানিয়েছেন, নাজনীন খান প্রিয়ার দলে ৯ জন সুন্দরী নারী আছেন।
অভিযানে নেতৃত্বে ছিলেন তদন্ত অফিসার মেজবাহ উদ্দীন আহমেদসহ সদর ও ডিবি পুলিশের একটি দল।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ চক্রের বাকিদের আটকের চেষ্টা চলছে।৩০নভেম্বর২০২২

মেহেরপুরের গাংনীতে রফিকুল ইসলাম (৪০) নামের সৌদি ফেরত স্বামীর গলায় রশির ফাঁস (নাইলন দড়ি) নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। শ...
27/11/2022

মেহেরপুরের গাংনীতে রফিকুল ইসলাম (৪০) নামের সৌদি ফেরত স্বামীর গলায় রশির ফাঁস (নাইলন দড়ি) নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতের কোন এক সময় ঘটনা ঘটে থাকতে পারে বলে তার স্ত্রী সালমা খাতুনের ধারণা। কি কারনে তিনি আত্মহত্যা করেছেন তা জানা সম্ভব হয়নি। রফিকুল ইসলাম উপজেলার কাষ্টদহ গ্রামের বিলপাড়ার ইদু বক্স মালিথার ছেলে।

গাংনী থানা পুলিশের এসআই আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় গ্রাম্য ডাক্তার শহিদুল ইসলাম জানান, রফিকুল ইসলাম দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে প্রায় ৪ বছর আগে বাড়িতে ফিরে এসে মুদিখানা দোকান দেন। তিনি বেশ কয়েক বছর ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। ইতোমধ্যে তার হার্টে চারটি রিং পরানো হয়েছে। গত রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়িতে ফিরে যায় সে। সকালে তার স্ত্রী সালমা খাতুনের চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা ছুটে এসে তার স্বামীকে সয়নকক্ষে ফ্যানের সাথে গলায় রশির ফাঁস নিয়ে ঝুলতে দেখেন। স্থানীয়রা ফ্যানের সাথে পেঁচানো নাইলনের রশি কেটে তাকে নীচে নামায়। স্থানীয় ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন। একই কথা জানিয়েছেন কষ্টদহ গ্রামের মৎস্যজীবী আক্কাস আলী।

সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের এস আই আব্দুল মজিদ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গলায় ফাঁস নিয়ে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সবমূলপাতা বর্তমান পরিপ্রেক্ষিত গাংনীর বাঁশবাড়িয়া গ্রাম থেকে হাত কুড়াল উদ্ধারবর্তমান পরিপ্রেক্ষিতগাংনীর বাঁশবাড়িয়া গ্রাম ...
25/11/2022

সব
মূলপাতা বর্তমান পরিপ্রেক্ষিত গাংনীর বাঁশবাড়িয়া গ্রাম থেকে হাত কুড়াল উদ্ধার
বর্তমান পরিপ্রেক্ষিত
গাংনীর বাঁশবাড়িয়া গ্রাম থেকে হাত কুড়াল উদ্ধার
নভেম্বর ২৫, ২০২২ ৫:৪৯ অপরাহ্ণ

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী পৌর এলাকার (১নং ওয়ার্ড) বাঁশবাড়িয়া গ্রামের পূর্বপাড়ার একটি পুকুরের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় অস্ত্র (হাত কুড়াল) উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২ টার দিকে ২টি দেশীয় অস্ত্র দু’টি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বাঁশবাড়িয়া গ্রামের মৃত আবু বক্করের পুকুরপাড়ে কয়েকজন শিশু খেলা খেলছিল। খেলার এক পর্যায়ে শিশুরা পুকুরপাড়ে ২টি কুড়াল পড়ে থাকতে দেখে। এসময় তারা স্থানীয় লোকজনকে খবর দেয়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটিদল কুড়াল ২টি উদ্ধার করে।

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নিরঙ্কুশ বিজায় অর্জন করেছে। নির্বাচনে জাতীয়তাবাদ আইন...
25/11/2022

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নিরঙ্কুশ বিজায় অর্জন করেছে। নির্বাচনে জাতীয়তাবাদ আইনজীবী ফোরাম সভাপতি সহ ১২টি পদে এবং বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদকসহ ৩টি পদে জয় লাভ করেছে।

শুক্রবার সকাল সাড়ে নয়টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিসহ দুপুর তিনটায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। ১২৬ জন ভোটারের মধ্যে ১০৯ জন ভোটা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী কামরুল হাসান ৬১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের মিয়াজান আলী ৪৮ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী পরিষদের খ ম হারুন ইমতিয়াজ বিন জুয়েল ৫৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে অপরপ্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এএসএম সাইদুর রাজ্জাক ৫৩ ভোট পাল।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি রফিকুল ইসলাম ৬০ ভোট, আহসান মাহবুবুর রহমান(মুকুল) ৫৩ ভোট , যুগ্ম সম্পাদক পদে রফিকুল ইসলাম ৬২ ভোট, কোষাধক্ষ্য এহান উদ্দিন মনা ৫৪ ভোট, গ্রন্থাগার ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম সাহেব ৫৯ ভোট।

এ ছাড়াও নির্বাহী সদস্য মোখলেছুর রহমান খান স্বপন ৬৬ ভোট, সেলিম রেজা ৫৫ ভোট,শফিউল আজম খান বকুল ৬১ ভোট, সেলিম রেজা গাজী, ৫৫ ভোট, খুরশিদা খাতুন ৫৪ ভোট,সেলিম রেজা কল্লোল ৬২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।

নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদের নির্বাচিত অন্য সদস্যরা হলেন যুগ্ম সম্পাদক কে এম নুরুল হাসান রঞ্জু ৫২ ভোট এবং নির্বাহী সদস্য ফয়সাল নাসরুল্লাহ কনক ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন শেষে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট বিমল কুমার বিশ্বাস নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

প্রতারণামূলকভাবে ছবি ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে নাজনীন খান প্রিয়া নামের এক মহিলার নামে মেহেরপুর সদর থানার ...
24/11/2022

প্রতারণামূলকভাবে ছবি ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে নাজনীন খান প্রিয়া নামের এক মহিলার নামে মেহেরপুর সদর থানার একটি মামলা বের করা হয়েছে।

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মনোয়ার হোসেন নাজনীন খান প্রিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা গেছে চুয়াডাঙ্গা জেলার দুলাল নগর গ্রামের নাজমুল হোসেন খানের মেয়ে নাজনীন খান প্রিয়া মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মানব উন্নয়ন কেন্দ্রে চাকরকালীন সময়ে মনোয়ার হোসেনের সাথে পরিচয় হয়। একই সাথে চাকরি করাকালীন সময় চলতি সালের ২৩ আগস্ট নাজনীন খান প্রিয়া মনোয়ার হোসেন কে মউকের অফিসের ছাদে ডেকে নিয়ে। ঐদিন প্রিয়ার সাথে ঘনিষ্ঠভাবে বেশ কিছু ছবি তোলে।

পরবর্তীতে প্রিয়া চাকরি চুত্য হওয়ার পর প্রিয়া মনিরের সাথে আগের তোলা ছবি পত্রিকার ছাপানো সহ বিভিন্নভাবে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। মান সম্মানের ভয়ে মনোয়ার হোসেন গত ১৯ অক্টোবর প্রিয়াকে ২০ হাজার টাকা প্রদান করেন। ওই ঘটনার পর আরো টাকা দাবি করায় মনোয়ার হোসেন বাদী হয়ে দঃবিঃ ৪১৭/৩৮৫/৫০৬/ পেনাল কোড একটি মামলা আদায় করেন। যার মামলার নং ৩২।

17/11/2022

গাংনী উপজেলার গাড়াডোব মাঠপাড়াবাসীর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল চলাকালীন সময় কমিটির নির্দেশে প্রধান বক্তার বক্তব্য দ্রতো শেষ করার কথা বলার কারণে মাহাফিলে উপস্তিত জনগণ উত্তেজিত,পরিবেশ শান্ত কোরতে ঘটনাস্থলে পুলিশ।

Address

Meherpara

Telephone

+8801776104080

Website

Alerts

Be the first to know and let us send you an email when SA Tv Meherpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share