30/03/2025
"হারিয়ে যাওয়া ঈদ🥹"
দয়া করে সম্পূর্ণ টা পড়বেন এটা বাস্তবতার সাথে অনেক অংশে মিল রয়েছে। 🤧
রাতুল ছোটবেলা থেকেই ঈদকে ভীষণ ভালোবাসত। ঈদের আগের দিন নতুন জামা কিনতে যাওয়া, সেমাই রান্নার ঘ্রাণ, ঈদের সকালে বন্ধুদের সঙ্গে নামাজে যাওয়া—সবকিছু তাকে দারুণ আনন্দ দিত। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঈদের সেই আগের উচ্ছ্বাস যেন হারিয়ে গেল।
এবারের ঈদেও রাতুল ছুটিতে বাড়ি এসেছে। কিন্তু মোবাইল, কাজ আর ব্যস্ততার কারণে সে ঈদের আনন্দ ঠিকঠাক উপভোগ করতে পারছে না। সকালে নামাজ পড়ে এসে ফোনে ডুবে গেল। মা ডাকলেন, "বাবা, সবাই একসঙ্গে খেতে বসো!"
রাতুল বলল, "মা, একটু পরে আসছি।"
বিকেলে সে জানালার পাশে দাঁড়িয়ে দেখল ছোট বাচ্চারা নতুন জামা পরে দৌড়ঝাঁপ করছে, প্রতিবেশীরা একে অপরের বাড়িতে যাচ্ছে ঈদের শুভেচ্ছা জানাতে। হঠাৎ মনে হলো, তার ছোটবেলার ঈদ কোথায় যেন হারিয়ে গেছে!
সন্ধ্যার দিকে সে মোবাইল রেখে বাইরে বের হলো। বন্ধুরা একসঙ্গে গল্প করছে, আত্মীয়রা কুশল বিনিময় করছে। রাতুলও এগিয়ে গিয়ে পুরনো বন্ধুদের জড়িয়ে ধরল।
সেই মুহূর্তে সে বুঝতে পারল, ঈদের আনন্দ শুধু নতুন জামা বা খাওয়ায় নয়, ঈদের আসল আনন্দ মানুষের সঙ্গে সময় কাটানো, ভালোবাসা ভাগ করে নেওয়া।
ঈদ মোবারক!
কমেন্ট এ জানাবেন কেমন হয়েছে,, আপনাদের উৎসাহ পেলে আরও নতুন নতুন বিষয়ে লিখতে পারবো ধন্যবাদ