27/07/2025
"এক কাপ চা আর তুমি"
ঢাকার ব্যস্ত শহরে, প্রতিদিন হাজারো মানুষ চলে যায়, আসে। এই ভীড়ের মধ্যেই ছিল একটি ছোট্ট চায়ের দোকান – নাম "মন কাব্য"। দোকানটা খুব সাধারণ, কিন্তু তার এককাপ চা যেন ছিল একেকটা কবিতার মতো।
সেখানেই প্রতিদিন সন্ধ্যায় চা খেতে আসত আরিফ, একজন তরুণ লেখক। আর ঠিক সন্ধ্যা ছয়টায় আসত নাওয়াল, এক তরুণী যিনি নিজের আঁকাআঁকির খাতাটা পাশে নিয়ে বসে থাকত।
প্রথম কয়েক দিন শুধু চোখাচোখি, তারপর একদিন আরিফ বলল,
– "আপনার খাতাটা কেমন যেন গল্প বলে…"
নাওয়াল একটু হেসে বলল,
– "আপনার চাও তো অনেক কথা বলে।"
সেই থেকে শুরু। প্রতিদিন একসাথে বসে গল্প, চা আর কিছু না বলা অনুভবের আদান-প্রদান। ওদের ভালোবাসা ছিল খুব নীরব – যেমন একটা চায়ের কাপে ধোঁয়া ওঠে, কিন্তু কিছু বলে না।
একদিন হঠাৎ নাওয়াল আর এল না। একদিন, দুইদিন... এক সপ্তাহ কেটে গেল।
আরিফ প্রতিদিন চায়ের দোকানে যায়, দুই কাপ চা অর্ডার দেয়, এক কাপ রেখে দেয় নাওয়ালের জন্য।
এক মাস পর, একদিন সেই খাতাখানি ফিরে আসে দোকানে। ভিতরে লেখা:
"আমি সুস্থ হয়ে ফিরে আসছি… আরিফ, এক কাপ চা আর তুমি – আমার জীবনের সবচেয়ে বড় শান্তি। অপেক্ষা করো…"
আরিফের চোখে জল আসে। সে দোকানদারকে বলল,
– "আজ থেকে প্রতিদিন, এই টেবিলে দুই কাপ চা আসবে। যত দিন লাগে, আমি অপেক্ষা করব।"
---
ভালোবাসা সবসময় বড় কিছুর নাম নয়। কখনো সেটা হতে পারে এক কাপ চা, একটা বেঞ্চ, বা একটা খাতার পাতায় লেখা একটা বাক্য।