
18/04/2025
টিএইচএফ-এর অন্যতম সদস্য, উপদেষ্টা, প্রবীণ নাট্যকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও “গুণীশিল্পী সম্মাননা” প্রাপ্ত মরহুম আনোয়ারুল হাসান- এর স্মরণে আজ ১৮ এপ্রিল ২০২৫ ইং, রোজ শুক্রবার, বিকেল ৪:৩০ মিনিটে অক্সফোর্ড কিন্ডার গার্টেন স্কুলে “স্মরণসভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া শেষে নাট্যা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আনোয়ারুল দাদুর স্মৃতি স্বরূপ টিএইচএফ-এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট আনোয়ারুল হাসান এর বড় সন্তান সুমন হাসানের নিকট তুলে দেওয়া হয়।