
21/05/2025
নিজের মূল্য বুঝতে শেখো বন্ধু। যে পেয়েও তোমাকে বোঝে নি তাকে, তোমাকে হারাবার আফসোসটুকু করার সুযোগ করে দাও। মানুষ না হারালে কখনোই তার মূল্য বোঝে না। যে বুঝতে চায় না তাকে জোর করে বুঝাতে চাওয়ার মতো বোকামি করো না।সব মেসেজের রিপ্লাই পেতে নেই। সব কল রিসিভ হওয়ার জন্য নয়। স্রেফ মেনে নাও আর মানিয়ে নাও। সময়কে সময় দাও ঠিক মানুষটাকে তোমার কাছে নিয়ে আসার জন্য। আজ যার জন্য খারাপ লাগছে একদিন দেখবে সেই মানুষটার কথা মনে পড়ে নি অনেকদিন।যে তোমার কদর করে না তাকে তোমার অভাবটুকু বুঝতে দাও। শুধু এইটা বিশ্বাস রাখো, আজ যাকে ছাড়া জীবন অপূর্ণ মনে হচ্ছে, একটা সময় কেউ একজন এসে তার থেকেও বেশি ভালোবাসা দিয়ে জীবনটা পূর্ণ করে দিবে। সৃষ্টিকর্তার হিসাবে কখনোই ভুল হয় না...!