Vision Of Earth-VOE

  • Home
  • Vision Of Earth-VOE

Vision Of Earth-VOE Eye Beyond Eye. VOE International Television Network.
(1)

VOE BANGLA : ফেনীতে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত। #ফেনীর_খবর  #ফেনী     #ফেনী_সংবাদ #ভাইরাল_ফেনী       #ফেনীর_রাজনীতি #ফেনী...
18/07/2025

VOE BANGLA : ফেনীতে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত।

#ফেনীর_খবর

#ফেনী




#ফেনী_সংবাদ
#ভাইরাল_ফেনী




#ফেনীর_রাজনীতি
#ফেনীর_অপরাধ
#ফেনীর_উন্নয়ন
#ফেনীর_ঘটনা

10/07/2025

বন্যাদুর্গতদের সাহায্য এবং আহত ফুলগাজী, পরশুরামের সহযোদ্ধাদের নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদলপন্থী সমন্বয়ক রহমত উল্লাহ (মানিকের) নেতৃত্বে প্রতিনিধি দল প্রতিটি সহযোদ্ধার দরজায় করাঘাত করছে। সাড়া দিবেন কী?!!

28/06/2025

প্রচারনা নয়, চাই দৃশ্যমান সংস্কারের বাস্তবায়ন : প্রিন্স মাহামুদ আজিম

বিস্তারিত ভিডিও তে...

জনস্বার্থে প্রচারিত প্রতিবেদনের অনুরূপ:‎আসন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ফেনী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থ...
01/06/2025

জনস্বার্থে প্রচারিত প্রতিবেদনের অনুরূপ:

‎আসন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ফেনী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে "ফেনী ঐক্য" নামক উদ্যোগের ঘোষণা দেওয়া হয়েছে। এ উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন সাবেক ছাত্র সংগঠক প্রিন্স মাহামুদ আজিম।

‎তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগণ। তাই দুর্যোগকালীন সময়ে সামাজিক বৈষম্য ও অবহেলা রোধে ছাত্র সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত জরুরি।”

‎এই উদ্যোগের অংশ হিসেবে একটি দুর্যোগকালীন বিশেষায়িত ব্যবস্থাপনা শাখা গঠন করা হয়েছে, যা দুর্যোগ পরিস্থিতিতে ত্রাণ তৎপরতা, তথ্য আদান-প্রদান ও ন্যায্যতার ভিত্তিতে সহায়তা নিশ্চিত করতে কাজ করবে।

‎নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা এই আন্দোলনের কার্যক্রম সম্পর্কে গঠনমূলক মতামত দেন অথবা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করেন।

‎যোগাযোগের জন্য:
‎দুর্যোগকালীন বিশেষায়িত ব্যবস্থাপনা শাখা
‎📞 +8801401310999

VOE Bangla : দেশপ্রেমিক সময়ের সাহসী অগ্র সৈনিক জুলাই যোদ্ধাদের সমন্বয়ে একটি পরিবর্তিত পুলিশ প্রশাসন আবারো পুনরুদ্ধার করব...
19/05/2025

VOE Bangla : দেশপ্রেমিক সময়ের সাহসী অগ্র সৈনিক জুলাই যোদ্ধাদের সমন্বয়ে একটি পরিবর্তিত পুলিশ প্রশাসন আবারো পুনরুদ্ধার করবে বাংলাদেশ পুলিশের চিরচেনা আভিজাত্য সে সাথে জুলাই হত্যাকারীদের জামিন প্রহসন প্রতিরোধ প্রসঙ্গে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী বরাবর ফেনী জেলা পুলিশসুপার জনাব হাবিবুর রহমানের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ সমসাময়িক ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের ঐক্যবদ্ধ নিরপেক্ষ শক্তির সমন্বয়ে গঠিত অরাজনৈতিক বৈপ্লবিক সংগঠন 'বাংলাদেশ বিপ্লবী ছাত্র সংসদ'। স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিপ্লবী ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব প্রিন্স মাহামুদ আজিম এবং যুগ্ন আহবায়ক তাসমিম ফারিয়া। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিপ্লবী সংগঠনটির ফেনী জেলা শাখার আহবায়ক কাজী মারুফ, কুমিল্লা জেলা শাখার আহবায়ক সাহেদ আলম চৌধুরীসহ প্রমুখ

30/04/2025

VOE বাংলা: 'বাংলাদেশ বিপ্লবী ছাত্র সংসদ' এর আত্মপ্রকাশের উদ্দেশ্য কি এবং কেন মানুষ চব্বিশের ঐক্যবদ্ধ শক্তি অরাজনৈতিক বৈপ্লবিক সংগঠন 'বাংলাদেশ ছাত্র সংসদ' দলে দলে সংযুক্ত হবে?!
এই বিষয়ে কথা বলেন বাংলাদেশ বিপ্লবী ছাত্রসংসদের সদস্য সচিব প্রিন্স মাহামুদ আজিম। এই সময়ে আরও অনেক নেতাকর্মীর উপস্থিতি দেখা গিয়েছে।

বিস্তারিত ভিডিওতে...

বিশেষ প্রতিবেদন :বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সমন্বয়ক আবদুর রহিম আসাদ এবং প্রিন্স মাহামুদ আজিমকে আহবায়ক ও সদস...
28/04/2025

বিশেষ প্রতিবেদন :

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সমন্বয়ক আবদুর রহিম আসাদ এবং প্রিন্স মাহামুদ আজিমকে আহবায়ক ও সদস্য সচিব ঘোষণা দিয়ে ৪১ জন কার্যনির্বাহী সদস্য বিশিষ্ট জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি দেশের পক্ষের বিপ্লবী সংগঠন 'বাংলাদেশ বিপ্লবী ছাত্রসংসদ' এর কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ। এই কমিটি আগামী ছয় মাসের জন্য সংগঠনটি অনুমোদন করেন।

মোহাম্মদ ইউনুস বরাবর ফেনীতে মেডিকেল কলেজ হসপিটাল নির্মাণে জনতার স্মারক লিপিবিস্তারিত কমেন্টে...
20/04/2025

মোহাম্মদ ইউনুস বরাবর ফেনীতে মেডিকেল কলেজ হসপিটাল নির্মাণে জনতার স্মারক লিপি

বিস্তারিত কমেন্টে...

26/03/2025

VOE BANGLA:
ফের গণঅভ্যুত্থানের যে আশঙ্কার কথা জানালেন বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা প্রিন্স মাহামুদ আজিম।

বিস্তারিত ভিডিওতে...

08/12/2024

VOE বাংলা : সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী এবং জনতার যথাযথ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদের হত্যাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনা সহ বাংলার চিকেন নেক খ্যাত ফেনীর পুরাতন এয়ারপোর্টে সেনানী বাস স্থাপনের মাধ্যমে পুরা দেশকে নিরাপদ করার যুক্তিযুক্ত দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানব বন্ধন করেছে আজ ০৮/১২/২৪ ইং রোজ রোববার শহরের প্রাণকেন্দ্র শহীদ শ্রাবণ সত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা আজিম এবং মানিকের নেতৃত্বে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এই সময়ে আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক ছাত্রনেতা ও নেত্রী।

#বৈষম্য #আন্দোলন

10/11/2024

বিশেষ প্রতিবেদন: অবৈধ নির্বাচনে বার বার বিজয়ী পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ একটি গণহত্যাকারী এবং জনবিদ্বেষী রাজনৈতিক দল।
গত ৫ই আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরাসরি হত্যা করার মাত্র তিন মাস পের হতে না হতেই নিষিদ্ধ সংগঠন "ছাত্রলীগের" অনলাইন উস্কানিসহ নানান স্থানে ষড়যন্ত্রের শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধারা।
তাই এই হত্যাকারী সাবেক স্বৈরাচার হাসিনাকে দেশে এনে অবিলম্বে ফাঁসির দাবী ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে পুর্নবাসনের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ লং মার্চ করে ফেনী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

লং মার্চ শেষে ফেনী জেলার বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা আজিম বলেন, স্বৈরাচারের সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে প্রয়োজনে জীবনের বিনিময়ে সিস্টেম পরিবর্তন ছাত্র সমাজের অঙ্গিকার। ফেনী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকল ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে। এই সময়ে আরো বক্তব্য রাখেন ফেনী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা।

আজ রবিবার ১০ নভেম্বর বেলা ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয় বিক্ষোভ লং মার্চ। উক্ত লং মার্চে উপস্থিত ছিলেন ফেনী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা প্রিন্স মাহামুদ আজিম, মানিক মিয়া, রাজমান হায়দার, সিফাত, রবিউল ইসলাম অন্তর সহ প্রত্যক্ষ আরো অনেক আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ লং মার্চ ফেনী জহিরিয়া মসজিদ থেকে শুরু হয়ে মহিপাল জিরো পয়েন্টে শেষ হয়।

#বৈষম্য #আন্দোলন #ডোনাল্ড_ট্রাম্প

এবার ফেনীর জেলা প্রশাসক শাহিনা আক্তার এর অপসারণ সহ ৩ দফা দাবিতে বিপ্লবী ছাত্রসমাজের মানববন্ধনের ডাক।সময়: সকাল ১১টায়তারিখ...
19/10/2024

এবার ফেনীর জেলা প্রশাসক শাহিনা আক্তার এর অপসারণ সহ ৩ দফা দাবিতে বিপ্লবী ছাত্রসমাজের মানববন্ধনের ডাক।

সময়: সকাল ১১টায়
তারিখ: ২০ই অক্টোবর (আগামীকাল)
স্থান: শহীদ মিনার

বিপ্লবী ছাত্র সমাজের দাবিসমূহ:

আমাদের দাবি সমূহঃ

১/ ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তারের পদত্যাগ ও অপসারণ।

২/ আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে নিম্ন পদস্থ কর্মকর্তা যারা অন্যায়, অত্যাচার দুর্নীতির সাথে সম্পৃক্ত এবং ফ্যাসিস্ট হাসিনার পক্ষে দালালি করেছে তাদেরকে দ্রুত অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে।

৩/ আওয়ামীলীগকে যারা পূর্নবাসনের চেষ্টা করছে তাদের অচিরেই বিচারের আওতায় নিয়ে আসতে হব।

৪/অনৈতিক সুবিধা নিয়ে যারা হত্যাকারীদের রক্ষা করেছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আনতে হবে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Vision Of Earth-VOE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vision Of Earth-VOE:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share