Dipty Vlog&Fun

Dipty Vlog&Fun Assalamu alaikum. I m dipty sarkar.This is Dipty Vlog&Fun Your personal entertainer.Love to make pe
(1)

25/06/2025

আমিও হলুদ আর পানির ট্রেন্ডি ভিডিও করে ফেললাম গায়েজ🤣 মিউজিক টার ১২ টা বাজিয়ে দিতে আমিও সক্ষম😁🤣

22/06/2025

সব কাহিনি শেষ এখন হিরো আলমের ভাংজ্ঞাদেশ🤣

14/03/2025

আল্লাহ তুমি উত্তম পরিকল্পনাকারী 🤲।আছিয়া এখন অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ 🤲।আমি তোর জন্য এই দোয়াই করেছিলাম রে মা🥺ঘুম থেকে আর উঠিস না।কোনো বরদোয়া নয় এইটা।তোর কষ্ট নিতে পারছিলাম না।প্রতিদিন এই লড়াই নিতে পারছিলাম।কিন্তু বেচে যাওয়ার পরের লড়াই টা আরো ভয়ংকর হতো তোর জন্য।আলহামদুলিল্লাহ। এখন অনেক অনেক অনেক শান্তি তে রেখেছে আল্লাহ।যখন সংবাদ টা পেয়েছিলাম আমি শুধু আলহামদুলিল্লাহ বলে চোখের পানি ফেলেছিলাম আল্লাহর দরবারে।তিনি মানুষের মঙ্গল এবং অমঙ্গল বোঝেন এবং তিনি একমাত্র তি
নি উত্তম পরিকল্পনাকারী। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া 🤲🤲🥺❣️🥺

প্রকাশে ফাসি চাই ওই সব নরপশুদের 😡😡😡🥺
অনেক হয়েছে আর না😡 নইলে যেখানেই এই সব ধর্ষকদের পাবেন জাস্ট পিটিয়ে মেরে ফেলুন।আইনের হাতে তুলে না দিয়ে নিজেরাই আইন তৈরি করুন।যারাই এই রকম কাজ করবে এবং যেখানেই পাবেন ধরে আইনের হাতে দিবেন না😡 তারপর যদি আইনের লোক আসে তাদের জবাব দিবে জনগন।এত এত বছর একটা আইন কেনো পাস করা হচ্ছে না😡 এমন অনেক আছিয়া চলে গিয়েছে যদি এর শাস্তি মৃত্যুদণ্ড আইন হতো তাহলে অনেক আছিয়া আজকে সেইভ থাকতো।তাই আইনের দিকে না তাকিয়ে এই রকম অপরাধীদের নিজেরাই তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত মারতে থাকে যার যেভাবে মন চায়। এমন যায়গায় ক্ষত যেটার বড়াই করে নিজেকে পুরুষ দাবী করে নরপশুরা 😡😡

#ধর্ষণেরশাস্তিহোকমৃত্যুদণ্ড

09/03/2025

মা আছিয়া,,
তুমি ঘুমিয়ে থাকো🥹কারন এই দেশে তাকিয়ে দেখার মত কিছু বেচে নেয়।মা তুমি আর জেগে উঠো না কিন্তু,,কারন তুমি তো নিষ্পাপ ,তুমি জান্নাতের ফুল। ওখানে কেউ তোমাকে বীভৎস করবে না।খেলে বেড়াবে,যা চাইবে তাই পাবে,আমি চাইনা তুমি আর জেগে উঠো এই হিংস্র মানুষের ভিড়ে। 🥹🥹🥹আমি চাইনি তোমাকে নিয়ে কোন কিছু লিখতে। কারণ আমি এগুলো নিতে পারি না। তোমার কাছে আমাদের ক্ষমা চাওয়া ছাড়া দোয়া করা ছাড়া আর কিছু করার নেই। জাতি হিসেবে আমরা তো অনেক আগেই নির্লজ্জিত🥹ভেতরটাকে শান্ত রাখতে পারছি না 🥺🥺কারণ আমার ঘরেও সন্তান আছে তোমার মত 🥹🥺🥺🥺।হয়তো অনেকেই আমার এই স্ট্যাটাস পড়ে রাগান্বিত হয়ে উঠবেন। কেন আমি তোমাকে চিরতরের জন্য ঘুমিয়ে যেতে বলেছি?কারণ,তুমি বেঁচে গেলে, কোনদিন সেই প্রাণবন্ত আসিয়া হয়ে উঠতে পারবেনা,আর এই সমাজ তোমাকে সুস্থভাবে বাঁচতে দিবে না!!এর চেয়ে ভালো হয়,যেখানে আমাদের সবার শেষ ঠিকানা,যেখানে আমাদের মত পাপীদের হিসেব দিয়ে যেতে হবে🥹🥹🥹যেই হিসেব তোমার দিতে হবে না মা🥹🥹🥹তুমি ঘুমিয়ে থাকো।আমি একজন মা।আমরা যারা মায়েরা আছি তারা জানি তোমার মায়ের ভিতরটা মরে গেছে🥹 মা হিসেবে সে অবশ্যই চাইবে তার বুকে ফিরে যাও।এইটাই স্বাভাবিক।কিন্তু মা,,,তুমি যেই বুকে ফিরে যাওয়ার জন্য মৃত্যুর সাথে লড়াই করছো,,ওই বুক টা উপর ওয়ালা একদিন না একদিন শান্ত করে দিবেন ইনশাআল্লাহ।তোমার মা তোমার জন্য মৃত্যুর আগ মূহুর্ত অব্দি চোখের জল ফেলবেন,হাহাকার করবেন।কিন্তু তুমি ফিরে এলে সেই মায়ের উপরেরও অনেক ঝড় ঝাপ্টা চলবে।তাই আমি একজন মেয়ের মা হয়ে বলছি,, তুমি তোমার এই ঘুম ভেঙ্গে দিয়ো না🙏🥹অবশ্যই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী🤲🤲🤲🤲আমি তোমার মৃত্যু কামনা করছি না।আমি মন থেকে চাইছি,বেচে থেকে মরে যাওয়ার মত অবস্থা হওয়ার আগেই,তুমি অনন্তকালের জন্য বেঁচে থাকো 🥹🥹 এই কথাগুলো একজন মা হয়ে বলতে খুব কষ্ট হলেও, আমি বলছি। বিশ্বাস করো মা,,,,এই পৃথিবীতে কেউ নিরাপদ নয়।
🥹😓😥।

কিসের আদালতের রায়😡?আপনারাও মাঠে নেমে জনগনের সাথে একই সুরে মেলান কারন,আপনারা যারা আইনের লোক আছেন কাল যেনো আল্লাহ না করুক আপনাদের ঘরের মানুষদের এমন কিছু হলে,এই ভাবে আদালতের প্রাংজ্ঞনে বিচার চাইতে না যাওয়া লাগে।

তাই,,,

ধর্ষণকারীদের একটাই বিচার
মৃত্যুদণ্ডই হোক তাদের পৈচাশিক লালসার 🥹✊

29/01/2025

তোমারে পাইলাম আমি,তাতে দুঃখ নাই।
আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই❣️

গানটা অনেক ভালো লেগেছে।অনেক ছোট বেলায় গান শিখেছিলাম।ঘরে সময় পেলেই গান করি।বিশেষ করে লালন গান গুলো আমি করি।তাই টিকটকের এই ভাইরাল গান টা গাওয়ার লোভ সামলাতে পারলাম না।

গানটার প্রেমে পড়ে গিয়েছি তাই💗🙈🙈গাইলাম গাইজ।

#আমি_যে_তোমার_হইয়াছি_এই_ভেবে_সুখ_পাই #তোমারেপাইলামআমি

24/01/2025

কাজ করতে গিয়ে মোবাইল টা হারালাম।কিন্তু চান্দুরা পার পাবা না।লস হইসে কিন্তু ডাবল দিবা😁মালিক সমিতি দেখসে আমার জামাই কি।সবাই ভয়ে কাপসে।তোমাদের পূরা নিউ মার্কেট। ডিসি স্যারের বউয়ের মোবাইল চুরি করে ভেবেছিলে এটাও হজম করতে পারবা। বাট যাদের পাওয়ার আছে তারা সব সময় দেখায় না মত দেখায়। পুরা নিউ মার্কেট দেখছে বাদবাকি খেলা বাকি আছে মোবাইল তো দিবা সাথে যেই হ্যারেজমেন্ট করছো সেটার পাই টু পাই হিসাব দিবা সবাই যারা যারা জড়িত ছিলা 🤣🤣আমি ডিসি স্যারের বউ না। আমি শাওন সরকারের বউ। বুঝো নাই ব্যাপারটা মালিক সমিতির কাইপ্পা গেছে 😜🤣।এক অর্থে ভালোই হলো জামাই নতুন সেট কিনে দিছে। আগেরটার থেকেও দামি। ধন্যবাদ তোমাদেরকে। আবার আগের সেটও পাব।লাভে লাভ ডাবল লাভ টাকাও দিবা। 😁😁👍

বি:দ্র: ভিডিওটি খেয়াল করে দেখুন তিন হাত বদল হয়েছে। লাস্টে নিয়েছে পড়া ছেলেটি। প্রথম একটা ঝুড়ি থেকে নিয়েছে কালো সোয়েটার পড়া একটি ছেলে। সেখান থেকে পাস করেছে দোকানের নীল জ্যাকেট পরা একটা ছেলেকে। যে কিনা আমার ট্রাইপড এবং মাইক্রোফোন রিসিভার টা ঠাস করে খুলে লালহুডি পরিধান করা ছেলেটিকে পাস করেছে।

18/01/2025

স্মৃতি আফার বাপ্পী চলে এসেছে গাইস🤗 এখন বর্ষা চৌধুরীর বাদ 🤣

16/01/2025

Borsha Chowdhary আফা জারার পাপা বেঁচে থাকলে বেচারা আবার মইরা যাইতো 🙄 এক কোটি টাকার বেশি পাইসেন মনে হয় তাই আসল রূপে ফিরে আসলেন।ভন্ডামি বাদ দিন।লজ্জা নাই আপনার যে হিজাব নিয়ে ভন্ডামি করেন 😡

বারিশা হক বলতে গিয়ে বর্ষা বলে ফেলেছি।😭


06/01/2025

আমার একমাত্র রাজকন্যার জন্মদিন কিভাবে পালন করলাম? ঘরোয়া আয়োজনে দারুন মজা করেছি আমরা সবাই 🤗 Birthday party 🎉

আমার ভাইয়ের পেইজ লিঙ্ক : https://www.facebook.com/shamim.ahammed.raihan.2024?mibextid=ZbWKwL

ভাইয়ের বউয়ের পেইজ লিঙ্ক : https://www.facebook.com/akhi.raihan.2024?mibextid=ZbWKwL

01/01/2025

বছরের শেষ দিন আর নতুন বছরের প্রথম রাতে আমি আর আমার হাসব্যান্ড কিভাবে কাটালাম?ভরপুর খাওয়া দাওয়া আর ঘুরাঘুরি কোথায় করলাম?সবাইকে নতুন বছরের শুভেচ্ছা 🎉🎊🥳

31/12/2024

🎊 Happy 🥳 New 🎊 Year 🎊🥳 2025

Address

Meherpur

Alerts

Be the first to know and let us send you an email when Dipty Vlog&Fun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dipty Vlog&Fun:

Share