09/03/2025
মা আছিয়া,,
তুমি ঘুমিয়ে থাকো🥹কারন এই দেশে তাকিয়ে দেখার মত কিছু বেচে নেয়।মা তুমি আর জেগে উঠো না কিন্তু,,কারন তুমি তো নিষ্পাপ ,তুমি জান্নাতের ফুল। ওখানে কেউ তোমাকে বীভৎস করবে না।খেলে বেড়াবে,যা চাইবে তাই পাবে,আমি চাইনা তুমি আর জেগে উঠো এই হিংস্র মানুষের ভিড়ে। 🥹🥹🥹আমি চাইনি তোমাকে নিয়ে কোন কিছু লিখতে। কারণ আমি এগুলো নিতে পারি না। তোমার কাছে আমাদের ক্ষমা চাওয়া ছাড়া দোয়া করা ছাড়া আর কিছু করার নেই। জাতি হিসেবে আমরা তো অনেক আগেই নির্লজ্জিত🥹ভেতরটাকে শান্ত রাখতে পারছি না 🥺🥺কারণ আমার ঘরেও সন্তান আছে তোমার মত 🥹🥺🥺🥺।হয়তো অনেকেই আমার এই স্ট্যাটাস পড়ে রাগান্বিত হয়ে উঠবেন। কেন আমি তোমাকে চিরতরের জন্য ঘুমিয়ে যেতে বলেছি?কারণ,তুমি বেঁচে গেলে, কোনদিন সেই প্রাণবন্ত আসিয়া হয়ে উঠতে পারবেনা,আর এই সমাজ তোমাকে সুস্থভাবে বাঁচতে দিবে না!!এর চেয়ে ভালো হয়,যেখানে আমাদের সবার শেষ ঠিকানা,যেখানে আমাদের মত পাপীদের হিসেব দিয়ে যেতে হবে🥹🥹🥹যেই হিসেব তোমার দিতে হবে না মা🥹🥹🥹তুমি ঘুমিয়ে থাকো।আমি একজন মা।আমরা যারা মায়েরা আছি তারা জানি তোমার মায়ের ভিতরটা মরে গেছে🥹 মা হিসেবে সে অবশ্যই চাইবে তার বুকে ফিরে যাও।এইটাই স্বাভাবিক।কিন্তু মা,,,তুমি যেই বুকে ফিরে যাওয়ার জন্য মৃত্যুর সাথে লড়াই করছো,,ওই বুক টা উপর ওয়ালা একদিন না একদিন শান্ত করে দিবেন ইনশাআল্লাহ।তোমার মা তোমার জন্য মৃত্যুর আগ মূহুর্ত অব্দি চোখের জল ফেলবেন,হাহাকার করবেন।কিন্তু তুমি ফিরে এলে সেই মায়ের উপরেরও অনেক ঝড় ঝাপ্টা চলবে।তাই আমি একজন মেয়ের মা হয়ে বলছি,, তুমি তোমার এই ঘুম ভেঙ্গে দিয়ো না🙏🥹অবশ্যই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী🤲🤲🤲🤲আমি তোমার মৃত্যু কামনা করছি না।আমি মন থেকে চাইছি,বেচে থেকে মরে যাওয়ার মত অবস্থা হওয়ার আগেই,তুমি অনন্তকালের জন্য বেঁচে থাকো 🥹🥹 এই কথাগুলো একজন মা হয়ে বলতে খুব কষ্ট হলেও, আমি বলছি। বিশ্বাস করো মা,,,,এই পৃথিবীতে কেউ নিরাপদ নয়।
🥹😓😥।
কিসের আদালতের রায়😡?আপনারাও মাঠে নেমে জনগনের সাথে একই সুরে মেলান কারন,আপনারা যারা আইনের লোক আছেন কাল যেনো আল্লাহ না করুক আপনাদের ঘরের মানুষদের এমন কিছু হলে,এই ভাবে আদালতের প্রাংজ্ঞনে বিচার চাইতে না যাওয়া লাগে।
তাই,,,
ধর্ষণকারীদের একটাই বিচার
মৃত্যুদণ্ডই হোক তাদের পৈচাশিক লালসার 🥹✊