14/02/2025
"শবে বরাত"- এর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নিজেকে শিরক মুক্ত রাখা, হিংসা মুক্ত রাখা এবং হত্যা করা থেকে বি-রত থাকা। কারণ এই রাতে এই তিন শ্রেণির লোক ব্যতীত সকলকে আল্লাহ ক্ষমা করে দেন। তাই এই তিনটি পাপ থেকে বিরত থাকা হলো প্রধান কাজ।
তারপর চাইলে নামাজ তেলাওয়াত, জিকির এসব আমল করতে পারেন। আর যদি না চান তাহলে না করবেন, কিন্তু বিভ্রান্তি না ছড়ানো সবচেয়ে উত্তম।
আর এই রাতে নির্দিষ্ট কোনো আমল ও নামাজ নেই। এমনকি রুটি হালুয়া এসবও নেই। তাই শবে বরাত এর নির্দিষ্ট নামাজ ও আমল বিদয়াত এসব থেকে বিরত থাকতে হবে।
তবে নফল নামাজ, তেলাওয়াত, জিকির এসব করা জায়েজ। আর পুরুষদের জন্য মসজিদ থেকে ঘর হলো উত্তম নফল ইবাদত এর জন্য। তাই ঘরেই নফল ইবাদত করা উচিত।
সর্বশেষ 'শবে বরাত' এর নির্দিষ্ট কোনো আমল নেই, কিন্তু এটি অত্যন্ত ফজিলত পূর্ণ রাত তাই নফল আমল করা উচিত।
আর 'শবে বরাত' এর নির্দিষ্ট কোনো রোজা নেই। কিন্তু রাসুল (সাঃ) শাবান মাসে বেশি বেশি রোজা রেখেছেন, আর তাছাড়া প্রতি মাসে ১৩, ১৪, ১৫ তারিখ আইয়ামে বীজের রোজা রাখা সুন্নত। সেই হিসেবে শাবান মাসের ১৩, ১৪, ১৫ তারিখ রোজা রাখা সুন্নত। তাই শাবান এর ১৩, ১৪, ১৫ অথবা শুধু ১৫ তারিখ রোজা রাখাও সুন্নত। যারা বিদয়াত বলবে তারা আইয়্যামে বীজ এর সুন্নত ও শাবান মাসে রোজা রাখার সুন্নত অস্বীকার করবে। যারা রোজা রাখতে চান তারা ১৩, ১৪, ১৫ এই তিনদিন অথবা দুইদিন অথবা একদিন রাখতে পারবেন।