Rafia's Diary

Rafia's Diary Please my all friend Support my page ��

08/03/2025

মুখে যা বলি না কেন আপনাকে ছাড়া থাকা অসম্ভব"...! ❤️‍🩹

05/03/2025

তার বাবা তাকে ১৫ মাসে রেখে যায় বাইরে,তখন কি বা বুঝে বাবার আদর,এখন মাশা-আল্লাহ তার ২ বছর ৯ মাস। আকাশে দিয়ে প্লেন গেলে বারান্দায়-জানালার পাশে দৌড় দিয়ে যাবে, আর বলবে ওই যে বাবা টাটা 😅 বাইরে থাকলে তো যতক্ষণ প্লেন দেখবে আকাশের দিকে তাকিয়ে থাকবে, এই জিনিস টা আমার খুব খারাপ লাগে 😞 বিদেশি জামাই আমার কখনোই পছন্দ ছিলো না,আমার ফ্যামিলির কেউ নাই।বলে না মুরুব্বি রা যেইটা অপছন্দ অইটা তোমার ঘাড়েই আসবে,তাই তো বিয়ের ৪ বছর পর বিদেশ চলে গেছে। আল্লাহ হয়তো ভালোর জন্যই আমাদের এই পরিস্থিতি তে ফেলেছে, আমার সন্তানের জন্য দোয়া করবেন সবাই যেনো তাদের বাবাকে তারাতাড়ি দেখতে পারে❤️

28/02/2025

চারদিকে রমজানের সুগন্ধ! এটা সাধারন কোনো অনুভূতি না! একটা সুন্দর অনুভূতি, রমজান, সেহরী, তারাবীহ, তাহাজ্জুদ, ইফতার! একটা বছর পর এমন অনুভূতি পেতে সৌভাগ্য লাগে, হায়াত লাগে, আলহামদুলিল্লাহ!❤️

24/02/2025

"Depression is real. some mothers are only alive today because of their kids"..🥺❤️‍🩹

সময়ের ব্যবধানে ভালোবাসা গুলো এভাবেই নষ্ট হয়ে যায়💔💔🥀🥀
19/02/2025

সময়ের ব্যবধানে ভালোবাসা গুলো এভাবেই নষ্ট হয়ে যায়💔💔🥀🥀

18/02/2025

আমার যখন জন্ম হইছে তখন আমার জামাই ঠিকই হাটতে পারতো কিন্তু আমাকে দেখতে আসে নাই 🙄🙄কাজটা ঠিক করো নাই
#
Sojib Ahmed

মেয়েদের নাকি নিজের কোনো বাড়ি হয় না, তাই আমি আমার মেয়েকে  বিয়ের আগে  একটা বাড়ি করে দেবো। শুভ রাত্রি
17/02/2025

মেয়েদের নাকি নিজের কোনো বাড়ি হয় না, তাই আমি আমার মেয়েকে বিয়ের আগে একটা বাড়ি করে দেবো।
শুভ রাত্রি

15/02/2025

#22-12-2023���
প্রিয় মানুষ টা দূরে যাওয়ার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। আল্লাহ কারো জীবনে এমন একটা সময় না দেক

14/02/2025

"শবে বরাত"- এর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নিজেকে শিরক মুক্ত রাখা, হিংসা মুক্ত রাখা এবং হত্যা করা থেকে বি-রত থাকা। কারণ এই রাতে এই তিন শ্রেণির লোক ব্যতীত সকলকে আল্লাহ ক্ষমা করে দেন। তাই এই তিনটি পাপ থেকে বিরত থাকা হলো প্রধান কাজ।

তারপর চাইলে নামাজ তেলাওয়াত, জিকির এসব আমল করতে পারেন। আর যদি না চান তাহলে না করবেন, কিন্তু বিভ্রান্তি না ছড়ানো সবচেয়ে উত্তম।

আর এই রাতে নির্দিষ্ট কোনো আমল ও নামাজ নেই। এমনকি রুটি হালুয়া এসবও নেই। তাই শবে বরাত এর নির্দিষ্ট নামাজ ও আমল বিদয়াত এসব থেকে বিরত থাকতে হবে।

তবে নফল নামাজ, তেলাওয়াত, জিকির এসব করা জায়েজ। আর পুরুষদের জন্য মসজিদ থেকে ঘর হলো উত্তম নফল ইবাদত এর জন্য। তাই ঘরেই নফল ইবাদত করা উচিত।

সর্বশেষ 'শবে বরাত' এর নির্দিষ্ট কোনো আমল নেই, কিন্তু এটি অত্যন্ত ফজিলত পূর্ণ রাত তাই নফল আমল করা উচিত।

আর 'শবে বরাত' এর নির্দিষ্ট কোনো রোজা নেই। কিন্তু রাসুল (সাঃ) শাবান মাসে বেশি বেশি রোজা রেখেছেন, আর তাছাড়া প্রতি মাসে ১৩, ১৪, ১৫ তারিখ আইয়ামে বীজের রোজা রাখা সুন্নত। সেই হিসেবে শাবান মাসের ১৩, ১৪, ১৫ তারিখ রোজা রাখা সুন্নত। তাই শাবান এর ১৩, ১৪, ১৫ অথবা শুধু ১৫ তারিখ রোজা রাখাও সুন্নত। যারা বিদয়াত বলবে তারা আইয়্যামে বীজ এর সুন্নত ও শাবান মাসে রোজা রাখার সুন্নত অস্বীকার করবে। যারা রোজা রাখতে চান তারা ১৩, ১৪, ১৫ এই তিনদিন অথবা দুইদিন অথবা একদিন রাখতে পারবেন।

Address

Meherpur

Telephone

+8801627525204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rafia's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rafia's Diary:

Share